শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

অজিদের গুঁড়িয়ে দিয়ে সিরিজ শ্রীলঙ্কার

দ্বিতীয় সারির দল নিয়ে বেশ বিপাকেই পড়েছেন অজি দলপতি অ্যরন ফিঞ্চ। টানা দ্বিতীয় ম্যাচ হেরে শ্রীলঙ্কাকে সিরিজ উপহার দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকল না। অজিদের ১৭৩ রানের জবাবে গুণারত্নের অপরাজিত ৮৪ রানের ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। অবশ্য কিছুটা নাটকীয়তাও হয়েছে তা অস্বীকার করার উপায় নেই। ২ উইকেটে জয়ের জন্য ম্যাচের শেষ বলটি পর্যন্ত অপেক্ষ করতে হয়েছে লঙ্কানদের। ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর লঙ্কানদের লক্ষ্য এখন অজিদের হোয়াইটওয়াশ করা।

টসে হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া মাইকেল ক্লিঞ্জার ও হেনরিকসের ব্যাটে ভর করে সবকটি উইকেট হারিয়ে ১৭৩ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ভিক্টোরিয়ায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামা অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চকে (১২) ফিরিয়ে প্রথম আঘাত হানেন বান্দারা। এরপর দ্বিতীয় উইকেটে ৪৫ রানের জুটিতে বিপদ সামাল দেন মাইকেল ক্লিঞ্জার ও বেন ডানক। এরপর তৃতীয় উইকেটে ক্লিঞ্জার ও ময়েজেস হেনরিক্সের ৫০ রানের জুটি গড়লে বড় সংগ্রহের পথে যায় অজিরা। হেনরিক্স অজিদের সর্বোচ্চ ৫৬ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন ক্লিনজার।

জবাবে ব্যাট করতে নেমে ৫ রানেই আবারও ব্যর্থতার পরিচয় দিয়ে ফিরে যান লঙ্কান দলপতি উপুল থারাঙ্গা (৪)। দলীয় ২২ রানে ফিরেন দিকবীলা (১৪)। ৫ রানের ব্যবধানে কুশল মেন্ডিস (৫) ফিরলে মহাবিপদে পড়ে লঙ্কানরা। মুরনারবীরা এবং শ্রীবর্ধনা ফেরার পর ৬ষ্ঠ উইকেটে ৫২ রানের জুটি গড়েন কাপুগেদারা (৩২) এবং গুনারত্নে। জয়ের জন্য শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ১৪ রান। হাতে ৩ উইকেট। আন্দ্রে টাইয়ের করা প্রথম বলেই উড়িয়ে মারতে গিয়ে মাইকেল ক্লিঞ্জারের হাতে ক্যাচ দেন নুয়ান কুলাসেকারা। দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান গুনারত্নে। তৃতীয় বলে ছক্কা হাঁকান তিনি। পরের বলে গুনারত্নে এক রান নিলে লাসিথ মালিঙ্গা আসেন স্ট্রাইকে। তখন দুই বলে প্রয়োজন ৩ রান। মালিঙ্গা বল নষ্ট করেননি। ওভারের পঞ্চম বলটা ঠেলে দিয়ে দ্রুতই এক রান নেন। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে শ্রীলঙ্কাকে ২ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেন গুনারত্নে।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা