বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

অস্তিত্ব সংকটে সামাজিক বনায়ন রোহিঙ্গা ‘থাবায়’

রোহিঙ্গারা খাদ্যসহ অন্যান্য ত্রাণ পেলেও রান্নাবান্নার জন্য জ্বালানি চাহিদা মেটাতে সামাজিক বনায়নের গাছ কেটে ফেলছে একাধারে। ফলে উজাড় হচ্ছে শত শত একর বনভ’মির গাছগাছালি। মিয়ানমার সেনাদের দমন-নিপীড়নের শিকার হয়ে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নিয়েছে।

৫ হাজার একর বনভূমি দখল করে বস্তি গড়ে তুলেছে তারা। সর্বস্ব হারানো এসব রোহিঙ্গার জীবনধারণের জন্য বিভিন্ন সরকার-বেসরকারি সংস্থা ও দাতাগোষ্ঠী খাদ্য, বস্ত্র, ওষুধসহ অন্যান্য সেবা সরবরাহ করছে। কিন্তু রান্নার জন্য জ্বালানির ব্যবস্থা করেনি কেউ। রোহিঙ্গারা বনের গাছ কেটে সংগ্রহ করছে জ্বালানি।

প্রতিদিন সকাল-সন্ধ্যা শত শত রোহিঙ্গা কাছের বনসম্পদ ও অংশীদারির ভিত্তিতে গড়ে তোলা সামাজিক বনায়নের মূল্যবান গাছগাছালি নির্বিচারে কেটে নিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করছে। বুধবার থাইংখালী ঘোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সর্বশেষ সীমান্তে গিয়ে দেখা যায়, একদল রোহিঙ্গা শিশু লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে। এসব লাকড়ি সামাজিক বনায়নের গাছ কেটে বানানো।

শিশু হাকিমুল্লাহ ও মনিরা বেগম জানায়, লাকড়ি না আনলে তারা খাওয়া-দাওয়া করতে পারবে না। তাই বন থেকে গাছ কেটে লাকড়ি সংগ্রহ করেছে। তারা আরো জানায়, তাদের মতো প্রতিটি রোহিঙ্গা পরিবারের কোনো কোনো সদস্য বন থেকে প্রতিদিন লাকড়ি সংগ্রহ করে।

উখিয়া সদর ও ইনানী রেঞ্জের আওতাধীন ১৪টি বনবিটের শতাধিক বনকর্মী বনসম্পদ রক্ষণাবেক্ষণে নিয়োজিত থাকলেও তারা এ ব্যাপারে নির্বিকার বলে স্থানীয় লোকজনের অভিযোগ।

রোহিঙ্গাদের গাছ কাটার সত্যতা নিশ্চিত করে ইনানী বন রেঞ্জ কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন তাদের লোকবলস্বল্পতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘অল্প লোকবল নিয়ে শত শত রোহিঙ্গার গাছ কর্তনে বাধা দেওয়া সম্ভব হচ্ছে না।’ বাধা দিতে গিয়ে বনকর্মীদের নিরাপত্তার সংকটের কথাও জানান তিনি।

বন রেঞ্জ কর্মকর্তা বলেন, ইনানী বনসম্পদ ও সামাজিক বনায়নের গাছ-গাছালি রক্ষার্থে বন রক্ষা সহায়ক কমিটির পাহারাদার সদস্যরা রোহিঙ্গাদের বেশ কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করেছে। এ সময় রোহিঙ্গারা ক্ষেপে গিয়ে তাদের ওপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পাহারা দলের সদস্যরা ঘটনাস্থল থেকে চলে আসেন।

রোহিঙ্গাদের বিভিন্ন সহায়তার সঙ্গে কৃত্রিম উপায়ে তৈরি লাকড়ি সরবরাহ করলে সামাজিক বনায়ন ও বনসম্পদ রেহাই পেতে পারে বলে জানান বন রেঞ্জ কর্মকর্তা। তা না হলে এখানে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থানে বনসম্পদ ও সামাজিক বনায়ন উজাড় হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। সদর বন রেঞ্জের অধীনে আটটি বন বিটের আওতায় প্রায় ৫ হাজার একর সামাজিক বনায়নের গাছ এখন বনসম্পদে পরিণত হয়েছে। এসব গাছ নিলামে বিক্রি করলে সরকার ও অংশিদারির ভিত্তিতে বনবাগানের সদস্যরা লাখ লাখ টাকা অংশ পাবেন। কিন্তু তারা এখন বঞ্চিত হচ্ছেন।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘রোহিঙ্গারা ওই সব মূল্যবান গাছগাছালি দিনে-রাতে কেটে বস্তি নিমাণে ব্যবহার করছে। পাশাপাশি জ¦ালানি হিসেবে পোড়াচ্ছে বিপুল পরিমাণ সামাজিক বনায়নের গাছ।’

রোহিঙ্গাদের ব্যবহার করে বিভিন্ন এনজিও সংস্থাও সামাজিক বনায়নের কাঠসম্পদ উজাড় করছে বলে অভিযোগ করেন বেশ কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি। তারা জানান, এসব কাঠ ব্যবহার করে এনজিও কর্মীরা বিভিন্ন স্থাপনা তৈরি করছেন। কিন্তু বনকর্মীরা ক্যাম্পে গিয়ে এসব গাছের উৎস সম্পর্কে কোনো খোঁজ নেননি। ফলে রোহিঙ্গারা আরো উৎসাহিত হয়ে বনসম্পদ কেটে তা এনজিওর কাছে বিক্রি করছে বলে অভিযোগ করেন তারা।

সামাজিক বনায়ন ও বনসম্পদ সংকটের জন্য এনজিওদের দায়ী করেন উখিয়া উপজেলা বন রক্ষা সহায়ক কমিটির সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। তিনি বলেন, ‘চাল তো কাঁচা খাওয়া যায় না। এগুলো রান্না করতে জ্বালানি দরকার। কিন্তু এনজিওগুলো সেই উপকরণ দিচ্ছে না রোহিঙ্গাদের।’

রোহিঙ্গাদের ত্রাণসামগ্রীর পাশাপাশি জ্বালানি সরবরাহ করার দাবি জানিয়ে অধ্যক্ষ হামিদুল বলেন, তা না হলে এদেশের বনসম্পদ রোহিঙ্গাদের দ্বারা ধ্বংস হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরো সংবাদ

আগামীতে সবার অন্ন, বস্ত্র, শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করতে পারবো: প্রধানমন্ত্রী

গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আগামীতে সবার অন্ন, বস্ত্র,বিস্তারিত পড়ুন

শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। পবিত্র ঈদুল ফিতরবিস্তারিত পড়ুন

জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তার কথা জানালো ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, জাতীয় ঈদগাহসহবিস্তারিত পড়ুন

  • শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধের বেদি
  • চার দিনেরে সফরে ঢাকায় ভুটানের রাজা
  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
  • যেভাবে টানা ৬ দিনের ছুটি মিলতে পারে ঈদুল ফিতরে
  • বায়ু দূষণ: শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে পাকিস্তান
  • শ্রমিক অধিকার নিয়ে নালিশের নিষ্পত্তি নভেম্বরে: আইনমন্ত্রী 
  • সংগীত শিল্পী খালিদ আর নেই
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
  • মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত হবেন সাদি মহম্মদ
  • কান্না জড়িত কন্ঠে কুড়িগ্রামে পুলিশের ট্রেইনি কনস্টেবল
  • দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় হবে জানালেন প্রধানমন্ত্রী
  • অবশেষে ডিএনএ পরীক্ষায় জানা গেল অভিশ্রুতি নাকি বৃষ্টি