শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

আইনশৃঙ্খলা বাহিনীর বরাদ্দ বৃদ্ধি একটা বিনিয়োগ: প্রধানমন্ত্রী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর মধ্য দিয়ে জনগণের নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে র‌্যাব। তিনি বলেছেন, তাই আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বরাদ্দ বৃদ্ধি এক ধরনের বিনিয়োগ।

আজ বুধবার রাজধানীর কুর্মিটোলায় র‌্যাবের সদর দপ্তরে সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের দরবারে জঙ্গিবাদ আজ একটা বিরাট সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশেও আমরা এই জঙ্গি হামলার শিকার হচ্ছি। তবে এই জঙ্গিবাদ ঠেকাতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের কোস্টগার্ড, র‌্যাব সবাই যার যেখানে যতটুকু সুযোগ হচ্ছে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছে।’ তিনি এ জন্য তাদের ধন্যবাদ জানান। এ সময় প্রধানমন্ত্রী জঙ্গি অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাবে। সেটাই আমাদের লক্ষ্য। কাজেই আমরা যখনই সরকার গঠন করেছি প্রতিটি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নমূলক কাজ আমরা করেছি। আমরা চাই জনগণের নিরাপত্তা প্রদান করতে এবং আর্থিক উন্নয়ন নিশ্চিত করতে। তাই আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উন্নয়নের জন্য আমরা বরাদ্দ বৃদ্ধি করেছি এবং যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি আমরা সংগ্রহ করে দিচ্ছি।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী খাতে বরাদ্দ বিশেষভাবে বাড়ানোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা মনে করি, এই বৃদ্ধি বা যে অর্থ আমরা বরাদ্দ করছি এটা আমাদের ব্যয় না। বরং জনগণের জানমাল নিরাপত্তা এবং আর্থ-সামাজিক উন্নয়নের জন্য এটাও এক ধরনের বিনিয়োগ বলে আমরা মনে করছি। সেই চিন্তাচেতনা থেকেই আমরা এই বরাদ্দ বৃদ্ধি করে যাচ্ছি।’

এ সময় প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য ১২৩ শতাংশ বেতন বৃদ্ধির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, একসঙ্গে এত বেশি বেতন বৃদ্ধি পৃথিবীর আর কোনো সরকার তা দিতে পারেনি। আমরা দিতে পেরেছি, কারণ আমাদের সেই সক্ষমতা আছে।

জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যা যা করার দরকার সব ধরনের সহযোগিতা দেবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আত্মসমর্পণ করে ছেড়ে দিলে হবে না। তাদের প্রতিষ্ঠিত করতে হবে, যাতে তারা আর সেদিকে পা না বাড়ায়্। আর এ জন্য যা যা প্রয়োজন সবকিছু করবে সরকার।

পণ্যে ভেজালসহ বিভিন্ন অপরাধমূলক কাজ নিবারণে র‌্যাবের বিভিন্ন অভিযানে সুফল দিচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাদের এই কার‌্যক্রমের কারণে অনেক ক্ষেত্রে রাজস্ব বৃদ্ধি পেয়েছে।

র‌্যাবকে আরো শক্তিশালী ও তাদের কার‌্যক্রম আরো জোরালো করতে বিভিন্ন কৌশলগত সুবিধা বাড়ানো হবে বলে জানান প্রধানমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদসহ বাহিনীর উধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

লিটার প্রতি ১০ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

প্রতি লিটারে ১০ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৩বিস্তারিত পড়ুন

খালেদা জিয়া ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন : প্রধানমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে বর্তমান প্রধানমন্ত্রী শেখবিস্তারিত পড়ুন

টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি

টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বই‌ছে চুয়াডাঙ্গায়। তাপদা‌হের কার‌ণেবিস্তারিত পড়ুন

  • গবেষণায় বাংলাদেশে বিক্রি হওয়া শিশুখাদ্য সেরেলাক নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • স্বর্ণের দাম সব রেকর্ড ভাঙল
  • আগামীতে সবার অন্ন, বস্ত্র, শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করতে পারবো: প্রধানমন্ত্রী
  • শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার
  • জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তার কথা জানালো ডিএমপি কমিশনার
  • শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধের বেদি
  • চার দিনেরে সফরে ঢাকায় ভুটানের রাজা
  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
  • যেভাবে টানা ৬ দিনের ছুটি মিলতে পারে ঈদুল ফিতরে
  • বায়ু দূষণ: শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে পাকিস্তান
  • শ্রমিক অধিকার নিয়ে নালিশের নিষ্পত্তি নভেম্বরে: আইনমন্ত্রী 
  • সংগীত শিল্পী খালিদ আর নেই