শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

আইপিএলে খেলার স্বপ্ন মেহেদী হাসান মিরাজের, দেশ ছাড়বেন সন্ধ্যায়

প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে আজ সন্ধ্যায় দেশ ছাড়বেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যাবেন তিনি। সিপিএলে ভালো করতে পারলে ভবিষ্যতে আইপিএলেও সুযোগ আসতে পারে বলে মনে করেন এই অফ স্পিন অলরাউন্ডার।

সিপিএলে মিরাজ খেলবেন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে। যেই দলটির মালিক বলিউড তারকা শাহরুখ খান। সে সাথে আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের মালিকও তিনি। সিপিএলে ভালো করতে পারলে তাই আইপিএলেও সুযোগ আসতে পারে বলে বিশ্বাস করেন তিনি।

সেই প্রসঙ্গে মিরাজ বলেন, সুযোগতো এক জায়গা থেকে আরেক জায়গায় তৈরি হয়। যেহেতু শাহরুখ খানের দল আছে আইপিএলে। আর সিপিএলে তার দলের হয়ে আমি খেলব। যদি ভালো খেলতে পারি তাহলে ভবিষ্যতে আইপিএলে সুযোগ আসতে পারে।

সিপিএলে নিজের সর্বোচ্চটা উজার করে দিতে চান মিরাজ। কারণ তার দিকে তাকিয়ে থাকবে যে বাংলাদেশের সমর্থকরাও। মিরাজ বলেন, এই মুহূর্তে আমি বলতে পারি ক্যারিবিয়ান লিগে আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করব। আর আমার পারফরম্যান্সের দিকে দল এবং বাংলাদেশের সমর্থকরা তাকিয়ে থাকবে। কারণ আমি বাংলাদেশের প্রতিনিধি হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছি।

এছাড়াও মিরাজ মনে করেন, ভালো করতে পারেল যেকোনো জায়গাতেই সুযোগ আসতে পারে। প্রত্যেকটা খেলাই প্রতিটি খেলোয়াড়ের জন্য বড় সুযোগ। ক্যারিবিয়ান এই লিগটা আমার জন্য এখন বড় সুযোগ। কারণ বিশ্বের অনেক বড় বড় খেলোয়াড় ওখানে খেলে। ওদের বিপক্ষে আমি যখন খেলব আমার মানসিক শক্তি অনেক বাড়বে। সত্যি কথা বলতে এটা আমাকে অনেক সাহায্য করবে। এখানে ভালো করলে যেকোনো জায়গাতেই সুযোগ হতে পারে। তাই চেষ্টা থাকবে এখানে ভালো কিছু করার।

১৯ বছর বয়সি এই অলরাউন্ডার আরও বলেন, দেশের হয়ে ক্রিকেট খেলার অনুভূতিটা অন্যরকম। যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তবে বিদেশি লিগের খেলার অনুভূতিটা ভিন্ন। কারণ আমি ওখানে বাংলাদেশের প্রতিনিধি হয়ে খেলতে যাচ্ছি। আমি আছি, সাকিব ভাই আছেন। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। ভালো করলে সবাই বলবে বাংলাদেশের খেলোয়াড় ভালো করেছে। একজন ক্রিকেটারের জন্য এটা অত্যন্ত ভালো লাগার বিষয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি

দেশের ক্রিকেটে নারীদের অগ্রযাত্রা চলছে। নিগার সুলতানা জ্যোতির দল দাপটেরবিস্তারিত পড়ুন

  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা
  • যে কদিন মাঠের বাইরে থাকতে হবে তামিমকে