শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

আধা ঘণ্টায় ভোট দিচ্ছেন ৩ জন

সিলেটের প্রবাসী অধ্যুষিত ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভোট গ্রহণ চলছে।

সোমবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত এ ভোট হবে।

সকালে ভোটারদের উপস্থিতি ছিল কম। আধা ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র ৩ জন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা ছাড়াও দুটি উপজেলাতেই বিদ্রোহী প্রার্থী রয়েছেন শাসকদল আওয়ামী লীগের।

সরেজমিনে দেখা গেছে, সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও ওসমানীনগরের লাশ কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ছিল প্রায় ভোটার শূন্য। আধা ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র ৩ জন। এই কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ৬৭ জন।

ভোটারদের উপস্থিতি কম হওয়ার ব্যাপারে ওসমানীনগর উপজেলার আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান যুগান্তরকে বলেন, সিলেটের মানুষ দেরিতে ঘুম থেকে ওঠেন। তাই ভোট কেন্দ্রে আসতে সময় লাগছে।

বিএনপির প্রার্থী মঈনুল হক বলেন, আবহাওয়া ভাল না থাকায় ভোটারদের উপস্থিতি কম।

এখানে নিরাপত্তার দায়িত্বে থাকা বিজিবি ৪১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, ভোট কেন্দ্রে সর্ব্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।

ওসমানীনগর উপজেলা নির্বাচনে ৮টি ইউনিয়নের এক লাখ ২৯ হাজার ৮৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। উপজেলার ৫২টি কেন্দ্রের ৩১৪টি বুথে চলছে ভোট গ্রহণ। এরমধ্যে ৪২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

ওসমানীনগরে নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন আতাউর রহমান (আওয়ামী লীগ, নৌকা প্রতীক), আখতারুজ্জামান চৌধুরী জগলু (আওয়ামী লীগ বিদ্রোহী, ঘোড়া প্রতীক), ময়নুল হক চৌধুরী (বিএনপি, ধানের শীষ প্রতীক) এবং শিব্বির আহমদ (জাতীয় পার্টি, লাঙ্গল প্রতীক)।

অপরদিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ ৩ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- ক্ষমতাসীন দল আওয়ামী মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আকমল হোসেন (নৌকা)।

বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দপুর-শাহারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান (ধানের শীষ) এবং আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা (আনারস)।

সহকারী রিটানিং অফিসার ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

জগন্নাথপুর উপজেলার মোট ভোটার ১ লাখ ৭৬ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৬৯২ ও নারী ভোটার ৮৩ হাজার ৮০৭ জন। এই উপজেলার মোট কেন্দ্র ৮৭টি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে বন্যার উন্নতি হলেও পিছু ছাড়ছে না দুর্ভোগ

পানি কমতে শুরু করায় সিলেটের আট উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটাবিস্তারিত পড়ুন

সিলেটে দোকানে দোকানে পানি, ব্যবসায়ীদের মাথায় হাত

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের ব্যবসায়ী ফখরুল ইসলাম। বন্যার কারণে তারবিস্তারিত পড়ুন

সিলেটে মৃদু ভূমিকম্প

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর পরিমাণ ছিলবিস্তারিত পড়ুন

  • সিলেটে ঢলের পানিতে শিশুসহ চার ও বজ্রপাতে একজনের মৃত্যু
  • ১০ ঘণ্টা পর সিলেটের পথে রেল চলাচল শুরু
  • ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে হিন্দু মহাজোট নেতা গ্রেপ্তার
  • বিয়ের প্রথম রাতে বর নিখোঁজ, সারা রাত একা বাসরঘরে বসে আছে নববধূ !! এলাকায় তোলপাড় চলছে ..
  • স্কুল ছাত্রীকে যৌন হয়রানি, ৩ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি
  • স্বামীর সহযোগিতায় চার সন্তানের জননীকে ধর্ষণের পর হত্যা!
  • আতিয়া মহলের ২ মামলায় পিবিআই’র তদন্ত শুরু
  • সিলেটে মা-মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার
  • সিলেটে বন্যায় প্রায় ১০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
  • জেলা ছাত্রলীগের ভাগ্য নির্ধারণ আজ!
  • বিশ্বনাথে আ’লীগের দু’গ্রুপের দ্বন্দ্বে ১৪৪ধারা জারি
  • সিলেটে মার্কিনকন্যার একইসঙ্গে ২ স্বামীর ঘর, চাঞ্চল্যকর তথ্য ফাঁস!