শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

‘‘আমি কি মরে যাব মা ?’’ বুক চাপড়ে আহাজারি মা সালমার

খেলার সাথিদের নিয়ে বাড়ি মাতিয়ে রাখার কথা যে সময়, ঠিক সে সময়ে বিছানায় শুয়ে সময় কাটাতে হচ্ছে দ্বিতীয় শ্রেণির ছাত্র ইয়াসীন আরাফাতকে (৯)। কেননা ইয়াসিনের ব্ল্যাড ক্যান্সার হয়েছে।

আরাফাতের চিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে সাত লাখ টাকা। চিকিৎসার টাকা জোগাড় না করতে পারলে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে হবে তাকে।

আরাফাতদের বাড়ি বাগেরহাটের মোংলা শহরতলীর মোরশেদ সড়কের বাদামতলা এলাকায়। সেখানে একটি বাড়িতে পরিবারসহ ভাড়া থাকে তারা।

অল্প কিছুদিন আগেও আরাফাতের গলায় টাই পরিয়ে পাড়ার লোকদের বাবা রিয়াজ হোসেন বলতেন, ‘দেখে নিও, আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে। তোমাদের ফ্রি চিকিৎসা দিয়ে রোগ ভালো করে দিবে।’ তবে সে স্বপ্ন মুকুলেই ঝড়তে বসেছে।

ভাড়া বাসায় রিয়াজ হোসেনের ছোট্ট মুদি দোকান। তাতেই চলছিলো সুখের সংসার। মাস দুয়েক আগে ধরা পড়ে তাদের একমাত্র সন্তান ইয়াসীন আরাফাতের ব্ল্যাড ক্যান্সার। তাতেই পাল্টে যায় তাদের জীবনের দৃশ্যপট। রোগ নিরাময়ে চিকিৎসকের এ দরজা, ও দরজা ঘুরতে ঘুরতে নিঃস্ব আরাফাতের পরিবার।

একদিকে সমিতির কিস্তি পরিশোধের তাগাদা অন্যদিকে একমাত্র নয়নের মনি সন্তানের মরণ ব্যাধি। আল্লাহর কাছে নিজের জীবন নিয়ে পুত্রের জীবন ভালো করে দাও- এ দোয়া করা ছাড়া যেন কিছুই নেই অসহায় বাবা রিয়াজ হোসেনের। ছেলের শোকে কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে মা সালমা বেগমের।

সালমা বেগম বলেন, ‘নিজের চোখের সামনে সন্তানের মৃত্যু দেখছি। ওর পুরো শরীরের রক্তগুলো জমাট বেঁধেছে। মুখ থেকে প্রতিনিয়ত রক্ত পড়ে, মুখের ভেতরে দাঁতের গোঁড়ায় রক্ত জমাট বেঁধেছে। গালের ভেতরের মাংসও খসে পড়ছে। এটা দেখা কোনো মায়ের পক্ষে সম্ভব? ছেলেও জানতে চায়, ‘‘আমি কি মরে যাব মা।’’ বুক চাপড়ে আহাজারি সালমার।

এ কথাগুলো যখন স্থানীয় সংবাদকর্মীদের কাছে বলছিলেন মা সালমা তখন আশপাশে উপস্থিত প্রতিবেশীদের চোখে যেন বাঁধভাঙা জল। মায়ের আকুতি সবার সহযোগিতা পেলে বাঁচতে পারে আরাফাত।

তাই একজন অসহায় মা তাঁর সন্তানকে বাঁচাতে আঁচল পেতেছে সমাজের সব স্তরের মানুষের কাছে। মানুষ মানুষের জন্য। সবার ভালোবাসায়র বাঁচবে আরাফাত, বাবা মায়ের আশা।

ইয়াসীন আরাফাতকে সাহায্য পাঠাতে পারেন- আতিকুর রহমান সবুজ, সঞ্চয়ী হিসাব নম্বর : ২৩৮২৮, ইসলামী ব্যাংক লিমিটেড, মোংলা শাখা, বাগেরহাট। অথবা বিকাশ করতে পারেন ০১৯২১২৯০৭৬৩ মুঠোফোন নম্বরে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কঠিন রোগে ভুগছেন হিনা খান, চাইলেন ভক্তদের সাহায্য

ভারতীয় টেলিভিশন অভিনেত্রীদের মধ্যে হিনা খানের সাজপোশাক নিয়ে চর্চা লেগেইবিস্তারিত পড়ুন

কান্না জড়িত কন্ঠে কুড়িগ্রামে পুলিশের ট্রেইনি কনস্টেবল

আমার বাবা ভিক্ষা করতো, মা রাজমিস্ত্রীর কাজ করতো। সংসারে খুববিস্তারিত পড়ুন

অজানা গল্পঃ গহীন অরণ্যে এক সংগ্রামী নারী

গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের একটি গ্রাম ফুলানিরসিট। সেবিস্তারিত পড়ুন

  • মৌলানা পাস দিয়েছিলেন তারেক মাসুদ
  • আজ শুভ জন্মদিন হুমায়ূন আহমেদ স্যার এর, আয়োজন জুড়ে যা যা থাকছে
  • অভিনেতা ডিপজল দেশে ফিরবেন বৃহস্পতিবার: কি অবস্থায় আছেন তিনি !
  • ড. ইউনূস ফ্রান্সে সম্মাননা নাগরিকত্ব পেলেন
  • সুপারস্টার মেসিকে দেখতে চাকরি বিসর্জন দিলেন এক মেসিভক্ত !
  • দুই হাতে লেখে যে স্কুলের শিক্ষার্থীরা !
  • বাংলাদেশপ্রেমী ফাদার মারিনোর শেষ ইচ্ছা পূরণ হলো না !
  • বন্ধু ফাদার মারিনো রিগন আর নেই !
  • স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
  • ‘সন্তানকে আগুনে ছুড়ে আমাকে ধর্ষণ করে সেনারা’
  • বিয়ের পূর্বে তিনি আগের স্ত্রীদের কাছ থেকে অনুমতি নেনঃ চল্লিশ বছরে ১২০ বিয়ে!
  • কেবল চা-পানি পান করে ৬০টি বছর পার করে দিল