শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

আমি তাকে জীবিত, অক্ষত ফেরত পেতে চাই: ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা

বাংলাদেশে অপহৃত লেখক-সাংবাদিক ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তার বলেছেন, তিনি ক্রমশ: তার স্বামীর পরিস্থিতি নিয়ে শঙ্কিত হয় পড়ছেন।

বিবিসি বাংলা-কে দেয়া এক সাক্ষাৎকারে ফরিদা আক্তার বলেন, তার স্বামীর জন্য দেশের সকলকে এগিয়ে আসা উচিত।

‘আমি তাকে জীবিত, অক্ষত ফেরত পেতে চাই, আমি এ বিষয়ে কোনো আপোষ করব না’, বলেন ফরিদা আক্তার।

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ, সরকার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবার কাছে আমার একটি আবেদন, আমি তাকে জীবিত এবং অক্ষত অবস্থায় ফেরত পেতে চাই।’

৩ জুলাই সোমবার ভোরে ঢাকার শ্যামলী এলাকায় নিজ বাসা থেকে অজ্ঞাত পরিচয় লোকজন ফরহাদ মজহারকে নিয়ে যায় বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ তার বাসায় যায়, এবং খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান হয়েছে বলে জানা গেছে।

ফরিদা আক্তার বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তার ভরসা আছে, কিন্তু তা সত্ত্বেও তিনি মনে করেন এই অপহরণ সবার উদ্বেগের বিষয় হওয়া উচিত।

‘আমি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে উদ্যোগ দেখতে চাই’, বলেন তিনি।

ঢাকায় শ্যামলীর নিজের বাসা থেকে ভোর পাঁচটার দিকে একটা ফোন পেয়ে বের হয়ে যান বামপন্থী চিন্তাবিদ ফরহাদ মজহার, যিনি সাম্প্রতিক বছরগুলোতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জোরালো লেখা-লেখি করেছেন ।

ফরিদা আক্তার বলেন, যে সকালের দিকে তার স্বামী তাকে ফোন করে জানান যে তাকে অপহরণ করা হয়েছে।

‘কতক্ষণ পরে একটি ফোন আসলো, তিনি বললেন, মনে হয় ওরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, মেরে ফেলবে,’ ফরিদা আক্তার বলেন।

তিনি বলেন, ‘তার গলাটা শুনে বোঝা যাচ্ছিল উনি ভীত অবস্থায় ছিলেন।’

কিছুক্ষণ পরে আবার ফোন করে ফরহাদ মজহার ফরিদা আক্তারকে বলেন যে অপহরণকারীরা টাকা চাইছে, টাকা দিলে ছাড়বে। ফরিদা আক্তার বলেন, ‘সকালের দ্বিতীয়বারের ফোনে বললেন, ১০টার মধ্যে ৩৫ লক্ষ টাকা দিতে হবে। তবে কখন কোথায় দিতে হবে, সেসব বলেন নাই।’

ফরিদা আক্তার বলেন, তিনি কোন গোষ্ঠীকে এই অপহরণের জন্য সন্দেহ করছেন না।

‘উনি লেখা-লেখি করেন, সবাই জানেন উনি কী ধরণের চিন্তা-ভাবনা করেন, কাজেই এখানে সন্দেহ করার মত কিছু নেই’, বলেন তিনি।

ফরিদা বলেন, তারা যখনই যা তথ্য পাচ্ছেন সেটা পুলিশকে দিচ্ছেন। পুলিশ তাদের মত করে কাজ করছে এবং তাদের ওপর আস্থা রয়েছে। কিন্তু তিনি চান যাতে দেশের সবাই এ বিষয়ে এগিয়ে আসে।

এর আগে, পুলিশ শ্যামলীর ওই বাসার সিসিটিভি ফুটেজ দেখে জানায়, তারা দেখেছেন ফরহাদ মজহার একা স্বাভাবিকভাবেই বাসা থেকে বের হয়ে যান।

তেজগাঁও জোনের উপ-কমিশনার বিপ্লব সরকার বলেন, ‘এরপর কী ঘটেছে সেটা তাদের কাছে এখনও রহস্য। এ রহস্য উদঘাটনের জন্য আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি। তথ্যপ্রযুক্তির সহায়তাও নিচ্ছি। এর বেশি কিছু এখন বলা সম্ভব না।’

অপহরণ করা হয়েছে এমন তথ্য দিয়ে আদাবর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

সূত্র: বিবিসি বাংলা

এই সংক্রান্ত আরো সংবাদ

থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছয় দিনের সরকারি সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজবিস্তারিত পড়ুন

তিন বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পেলেন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারাবিস্তারিত পড়ুন

বাংলাদেশের আকাশে দেখা যাচ্ছে গোলাপি চাঁদ

বিশ্বের বিভিন্ন প্রান্তের আকাশে দেখা মিলছে গোলাপি চাঁদের। বিশেষ রঙ্গেরবিস্তারিত পড়ুন

  • মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
  • বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি ও সমঝোতা স্মারক সই
  • বেনজীরের বিরুদ্ধে দুদকে ব্যারিস্টার সুমনের অভিযোগ 
  • ট্রেনে কাটা পড়েছে আনু মুহাম্মদের পায়ের সব আঙুল
  • দেশের কৃষক বাঁচার জন্য যা প্রয়োজন সেটাই করবে সরকার: কৃষি মন্ত্রী
  • সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি
  • বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে টানা ৩ দিন
  • লিটার প্রতি ১০ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম
  • খালেদা জিয়া ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন : প্রধানমন্ত্রী
  • টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি
  • গবেষণায় বাংলাদেশে বিক্রি হওয়া শিশুখাদ্য সেরেলাক নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • স্বর্ণের দাম সব রেকর্ড ভাঙল