শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

আ.লীগ নেতার গাড়িতে ধাক্কা খেয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পৌর আওয়ামী লীগের সভাপতির গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী স্থানীয় ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছে। আহত হয়েছে আরেক নেতা। গাড়ির সামনের অংশ ও মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছগিরশাহ কাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ নেতার নাম পাবেল রহমান (১৬)। সে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং দশম শ্রেণির ছাত্র। আর আহত নেতার নাম নাবিউল আরাফাত (১৮)। তিনি একই ওয়ার্ডের ছাত্রলীগের সহসভাপতি ও একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পাবেল চকরিয়া পৌরসভার দিগরপান খালী এলাকার জানে আলমের ছেলে ও আহত নাবিউল একই গ্রামের শাহ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু নিজের গাড়ি নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন। ওই সময়ে বিপরীত দিক থেকে মোটরসাইকেলে করে ওই দুই ছাত্রলীগ নেতা চকরিয়া যাচ্ছিল। হঠাৎ গাড়িটির সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল দুই আরোহীকে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাবেল মারা যায়। নাবিউলকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ বলেন, গত ২৯ জুলাই চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে পাবেল সাধারণ সম্পাদক ও নাবিউলকে সহসভাপতি করা হয়।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমগীর হোসেন বলেন, ঢাকা মেট্টো ঘ-০৫-০০৪৪ নম্বর গাড়ির মালিক চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিই জব্দ করা হয়েছে।

জাহেদুল ইসলাম লিটু মোবাইলে বলেন, ‘ছাত্রলীগের নেতারা খুব বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি চালাচ্ছিল। একপর্যায়ে আমার গাড়িকে সরাসরি ধাক্কা দেয়।’ এতে তিনি নিজেও আহত হয়েছেন বলে দাবি করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

আগামীতে সবার অন্ন, বস্ত্র, শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করতে পারবো: প্রধানমন্ত্রী

গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আগামীতে সবার অন্ন, বস্ত্র,বিস্তারিত পড়ুন

শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। পবিত্র ঈদুল ফিতরবিস্তারিত পড়ুন

জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তার কথা জানালো ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, জাতীয় ঈদগাহসহবিস্তারিত পড়ুন

  • শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধের বেদি
  • চার দিনেরে সফরে ঢাকায় ভুটানের রাজা
  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
  • যেভাবে টানা ৬ দিনের ছুটি মিলতে পারে ঈদুল ফিতরে
  • বায়ু দূষণ: শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে পাকিস্তান
  • শ্রমিক অধিকার নিয়ে নালিশের নিষ্পত্তি নভেম্বরে: আইনমন্ত্রী 
  • সংগীত শিল্পী খালিদ আর নেই
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
  • মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত হবেন সাদি মহম্মদ
  • কান্না জড়িত কন্ঠে কুড়িগ্রামে পুলিশের ট্রেইনি কনস্টেবল
  • দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় হবে জানালেন প্রধানমন্ত্রী
  • অবশেষে ডিএনএ পরীক্ষায় জানা গেল অভিশ্রুতি নাকি বৃষ্টি