বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ইংলিশদের উড়িয়ে ভারতের জয়

বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত। রাজকোট টেস্ট ড্রয়ের পর এই ম্যাচটি দুই দলের জন্যই ছিল এগিয়ে যাওয়ার ম্যাচ। আর এতে সফল হলো স্বাগতিকরাই। স্পিনারদের ঘূর্ণি বোলিংয়ে ২৪৬ রানের বিশাল জয় তুলে নিয়েছে বিরাট কোহলির দল। ফলে সিরিজটিতে ১-০ ব্যবধানে এগিয়ে রইল স্বাগতিকরা।

তবে ম্যাচে যে ভারতই জয় পেতে যাচ্ছে তা অনেকটা অনুমিতই ছিল। কেননা ম্যাচের পঞ্চম দিনে ভারতীয় বোলারদের আধিপত্যই ছিল বেশি। এদিন খেলতে নেমে লাঞ্চের আগেই ইংলিশদের পাঁচ উইকেট তুলে নেয় তারা।

চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের দুই উইকেট পড়েছিল। পরে শেষ দিনের এক সেশনেই পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড। আর বাকি তিন উইকেট নিতে তেমন একটা অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। শেষ ২৯ রানে উইকেট তিনটি তুলে নিয়েছে তারা।

ইংল্যান্ডের সবচেয়ে বড় স্তম্ভ জো রুটকে ফিরিয়ে আসল ধাক্কাটা দেন মোহাম্মদ শামি। ক্রিজে থিতু হয়ে বসা রুটকে ২৫ রানে প্যাভিলিয়নের পথ ধরান তিনি। এর আগে ডাকেটকে রানের খাতা খোলার আগেই ফিরিয়ে দিনের শুরুটা দারুণ করেন রবিচন্দ্রন অশ্বিন।

ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন দলপতি অ্যালেস্টার কুক। এছাড়া হাসিব হামিদ ২৫ এবং জনি বেয়ারস্টো ৩৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পা রাখতে পারেননি। ফলে ১৫৮ রানেই গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস।

ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন অশ্বিন এবং জয়ন্ত যাদব। আর দুটি করে উইকেট নিয়েছেন সামি ও জাদেজা।

এর আগে টসে জিতে বিরাট কোহলির দল বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে ৪৫৫ রান সংগ্রহ করে। তার জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ইংলিশদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১০৩ রান। আর তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২৫৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। পরে কোহলির দল ২০০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে। তাদের ইনিংস ২০৪ রানে থামলে ইংলিশদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪০৫ রানের।

ম্যাচসেরার পুরস্কারটি তুলে নিয়েছেন ভারতের দলপতি বিরাট কোহলি।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা