বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

গুহাবাসী আদিম মানুষ কীভাবে দাঁত পরিষ্কার করত

আদিম যুগের মানুষ গুহায় থাকত। কাঁচা সবজি, ফল, মাংস খেত। জানা কথা। দাঁতের অবস্থা কী হতো। মানুষের মরে যাওয়ার আগেই সব দাঁত নষ্ট হয়ে পড়ে যাওয়ার কথা! তা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়নি। কারণ কী? আদিম মানুষ নিয়মিত দাঁতের যত্ন নিত। দাঁত পরিষ্কার করতে যথেষ্ট সময় দিত গুহামানবরা!

কারেন হারডি নামে এক গবেষক দাঁত নিয়ে কাজ করেন। মানুষ দাঁতের যত্ন কীভাবে নেওয়া শুরু করে, তা নিয়েই লেখালেখি আর মাথা ঘামান তিনি। স্পেনের উত্তরাঞ্চলে দাঁতের ফসিল পেয়েছেন তিনি। ফসিলের ওপর কাজ করে দ্য ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, খ্রিস্টপূর্ব সাড়ে তিন হাজারেরও বেশি বছর আগের চিহ্ন এসব দাঁত। এগুলো মোটেও ক্ষয়ে পড়া না, বোঝাই যায় দাঁতের মালিক যথেষ্ট যত্ন নিয়েছেন নিজ দাঁতের।

কারেন জানান, দাঁতগুলো নিয়ে পরীক্ষা করেছেন তিনি। এগুলোতে ঘাস, বীজ, শস্যদানা, পাতা, মাংসের চিহ্ন আছে। অর্থাৎ আদিম ভদ্রলোক এগুলো খেয়েছেন। পুড়িয়ে নয়, এসব কাঁচাই খেয়েছেন তিনি। গবেষণার একপর্যায়ে কারেন লক্ষ করেন, কাঠের আঁশ পাওয়া গেছে। এসব আঁশ মানুষের হজমের উপযোগী নয়। কারেন দাবি করছেন, এগুলো দিয়েই দাঁত পরিষ্কার করত আদিম মানুষ। অর্থাৎ দাঁত পরিষ্কার করতে গাছের কোনো অংশ ব্যবহার করত আদিম মানুষ।

প্রাচীন মিসরেও ‘টুথপিক’জাতীয় সামগ্রী উদ্ধার করা হয়। কারেন বলেন, ‘দাঁতকে ঘিরে থাকে ডেন্টাল প্লাক নামে একটি জিনিস। নিয়মিত দাঁত পরিষ্কার না করলে প্লাকটি শক্ত হয়ে যায়। আধুনিক মানুষ এরপরই ছোটেন দাঁতের চিকিৎসকের কাছে।’ কিন্তু আদিম মানুষ প্রাকৃতিকভাবেই নিজেরা দাঁতের যত্ন নেন বলে জানান তিনি।

শিম্পাঞ্জিরা কিন্তু নিয়মিত দাঁতের যত্ন নেয়! দাঁতের জন্য ছোট কাঠি ব্যবহার করে, কিছু ঘাসও খেয়ে নেয়। ফলে এদের দাঁতও থাকে ধবধবে সাদা!

এই সংক্রান্ত আরো সংবাদ

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

লজ্জায় লাল হয়ে যায় পাখিও

লজ্জা পেলে শুধু মানুষের মুখই লাল হয়ে যায় তা কিন্তুবিস্তারিত পড়ুন

  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ
  • কান্না থামছিল না তাঁরঃ ‘বাবা আমি আসছি’ বলে লাশ হলেন তরুণী