শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ঘরে বসেই তৈরি করুন ব্রণের মাস্ক!

মুখে দাগ। দুশ্চিন্তায় রয়েছেন। কীভাবে তা দূর হবে, জানেন না। নানা পদ্ধতি অবলম্বন করেও কোনো লাভ হচ্ছে না। হয়তো আপনার ত্বকের ধরনে তা কাজ করছে না। তাই তো মুখের দাগ দূর করার নানা উপায়ের কথা জানিয়েছেন কিউবেলার রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান। নানা কারণে মুখে দাগ হতে পারে। তবে ব্রণ থেকে দাগ হওয়ার আশঙ্কা বেশি থাকে; বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত।

নিম এবং লেবুর রসঃ
কয়েকটা নিম পাতা বেটে নিন এবার তাতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এবার এই প্যাকটি মুখ ও ঘাড়ে লাগান। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের মৃত কোষ দূর করে ত্বক পরিষ্কার করে। এবং ত্বকের কালো দাগ দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে।

অ্যালোভেরা এবং হলুদঃ
হলুদ এবং অ্যালোভেরার রস মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি মুখের কালচে ভাব দূর করার পাশাপাশি ত্বক নরম করে। কাঁচা হলুদ ব্রণের জন্য খুবই কার্যকর দুটো উপাদান। সমপরিমাণ বাটা কাঁচা হলুদ নিয়ে এতে পরিমাণ মত পানি মিশিয়ে পেষ্ট তৈরি করতে হবে। মিশ্রণটি এরপর ব্রণ আক্রান্ত জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষণ পর শুকিয়ে গেলে মুখঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণটি শুধুমাত্র ব্রণদূর করার কাজ করে না বরং ব্রণের দাগ দূর করতেও সাহায্য করে।

পুদিনা পাতাঃ
পুদিনা পাতা তৈলাক্ত ত্বকের জন্য খুব বেশি উপকারি। বিশেষ করে ব্রণ বা ব্রনের দাগ ব্লাকহেডস বা হোয়াটহেডস ত্ব কের বলিরেখা দূর করতে পুদিনা পাতা সাহায্য করে।

দারুচিনি গুঁড়াঃ

রাতে ঘুমানোর আগে ভালো করে মুখ পরিষ্কার করে পরিমাণমতো দারুচিনি গুঁড়া ও মধু একসঙ্গে মিশিয়ে ব্রণের ওপর লাগিয়ে রাখুন এবং সকালে ঘুম থেকে উঠে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে উপকৃত হবেন। এ ছাড়া দাগ হালকা হয়ে যাবে।

আলু এবং লেবুঃ
ত্বকের যেখানে কালো দাগ, সেখানটায় আলুর রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে ১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে কালো দাগ চলে যাবে।বলিরেখা দূর করতে আলুর রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে চোখের নিচে ও কোনায় প্রতিদিন পাঁচ মিনিট লাগিয়ে রাখুন।শুকানোর পর ধুয়ে ফেলুন। এতে কালো দাগ অনেকটা কমে যাবে। সুত্রঃ ফেমিনা!

এই সংক্রান্ত আরো সংবাদ

গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?

গরমে, ঘামে চুল তেলতেলে হয়ে যায়। তাই মাথার ত্বক পরিষ্কারবিস্তারিত পড়ুন

একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা

দেশের বাজারে এক লাফে ৩১৩৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন

ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়

ত্বকে নানা কারণেই দাগ পড়তে পারে। বলা বাহুল্য, এই দাগবিস্তারিত পড়ুন

  • দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
  • কঠিন রোগে ভুগছেন হিনা খান, চাইলেন ভক্তদের সাহায্য
  • মিস ওয়ার্ল্ড-২০২৪ জিতলেন ক্রিস্টিনা পিসকোভা
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • তিশা থেকে জয়া আহসান, কপালে বাঁকা টিপের সেলফির রহস্য কী?
  • পরোক্ষ ধূমপান থে‌কে নারী‌দের সুরক্ষা চায় ‘নারী মৈত্রী’
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • মন্ত্রণালয়ের নামে ‘মহিলা’ বদলে দেয়া হচ্ছে ‘নারী’
  • তরুণীরা আবেদনময়ী সেলফি তোলেন কেন?
  • যেভাবে প্রতিবন্ধকতা জয় করছেন কানিজ ফাতেমা
  • ‘বুড়ার কাছ থেকে না নিলে মারা যাব’
  • স্কুলের শেষ দিনই টুইটারে মালালার প্রথম দিন