শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ছাত্রলীগকর্মীকে ‘মারধর’ নেতাদের ‘ফোন নম্বর না থাকায়’

গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ফোন নম্বর মুঠোফোনে সংরক্ষণ না করায় সংগঠনের এক কর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাদার বখশ হলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন অপরপক্ষের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাতে ওই হলে দুটি ফাঁকা গুলির শব্দ হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী আবদুস সালামকে মারধরের অভিযোগ উঠেছে সংগঠনের গত কমিটির সহ-সম্পাদক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে।

তবে সাদ্দাম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আবদুস সালাম মাদার বখশ হলে অবৈধভাবে থাকছে। সে ওই হলের শিক্ষার্থী নয়। তাই বিষয়টি তার কাছে জানতে চাওয়ায় সে খারাপ ব্যবহার করে।’

হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে হল গেটে তালা ঝুলিয়ে ৩৫-৪০ জন নেতাকর্মী নিয়ে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাকিবুল হাসান বাকি। বিষয়টি জানাজানি হলে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এরপর রাত দেড়টার দিকে হলের তৃতীয় ব্লক থেকে পরপর দুটি গুলির শব্দ শোনা যায়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য সাকিবুল হাসান বাকি বলেন, ‘গত রাত ১১টার দিকে বর্তমান সভাপতি গ্রুপের প্রায় ২০-২৫ ছেলে মাদার বখশ হলের অতিথি কক্ষে বৈঠক করেন। সেখানে তারা আমার বিভাগের ছোট ভাই আবুদস সালামের মুঠোফোনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ফোন নম্বর দেখতে চান। কিন্তু ওই সময় মুঠোফোনে তাঁদের নম্বর সংরক্ষণ না থাকায় তাঁকে মারধর করা হয়। বিষয়টি জানতে পেরে আমি সেখানে গিয়ে তাঁদের কাছে সালামকে মারার কারণ জানতে চাই।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘রাতে মাদার বখশ হলের নেতাকর্মীরা তাঁদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য অতিথি কক্ষে বসে। ওই সময় একটা ছেলের সঙ্গে তাঁদের ভুল বোঝাবুঝি হয়। সাকিবুল হাসান বাকি বিষয়টি শুনতে পেয়ে বহিরাগত ছেলে নিয়ে ওই হলের নেতাকর্মীদের ভেতরে আটকে রেখে হলের বাইরে অবস্থান নেয়। পরে আমি ও সাধারণ সম্পাদক সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করি।’

তবে গুলির বিষয়টি সভাপতি গোলাম কিবরিয়া এবং সাকিবুল হাসান বাকি দুজনেই অস্বীকার করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

বুধবারই নান্টু প্রথম তার কলেজ অধ্যক্ষ সাহেবের মুখ দেখেছেন

রাজশাহীর দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর বিএম কারিগরি কলেজ থেকে এবারবিস্তারিত পড়ুন

গোদাগাড়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেলে

সমাপনী বৃত্তির ফল জালিয়াতির অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে রাজশাহীর গোদাগাড়ীবিস্তারিত পড়ুন

  • এবার রাজশাহীতে এবার রান্নাঘরে ১২৫ গোখরা
  • রাজশাহীতে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু
  • থানায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি, প্রতিবাদে সড়ক অবরোধ
  • রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার
  • রাজশাহীতে ২য় বিয়ে করলেন মডেল রাউধার বাবা
  • মোটরসাইকেলে যাওয়ার পথে বজ্রপাতে স্কুলশিক্ষকের মৃত্যু
  • রাজশাহীতে ছেলের মাথায় রক্ত দেখে বাবার মৃত্যু
  • রাজশাহীতে কালবৈশাখীর হানা, জনদুর্ভোগ
  • নিহত আ’লীগ নেতার সই জাল করে ১৩ লাখ টাকা তুললেন বড় ভাই!
  • শিক্ষা সফরে ছাত্রীর সঙ্গে ছবি : শিক্ষকের জরিমানা
  • রাজশাহীতে চিকিৎসার নামে অসুস্থ নারীকে ধর্ষণ করেছে কবিরাজ !!
  • ইয়াবা কেনার সময় হাতেনাতে পুলিশের কাছে কলেজ অধ্যক্ষ আটক