বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

জগন্নাথের আবাসন সমস্যা সমাধানে সরকার সচেষ্ট : শিক্ষামন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ বুধবার নতুন হলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পল্টনে অবস্থান কর্মসূচি পালনকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী একথা জানান।

বিকেলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হল নির্মাণের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে মন্ত্রণালয়ে জরুরি এ বৈঠক হয়েছে।

শিক্ষামন্ত্রী নাহিদের সভাপতিত্বে বৈঠকে শিক্ষা সচি সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, হেলাল উদ্দিন, অশোক কুমার বিশ্বাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় শিক্ষামন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকট আবাসিক সমস্যার কষ্টের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, এ সমস্যার সমাধানে সরকার সর্বতোভাবে সচেষ্ট রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যা নিরসনে উদ্যোগ নিয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। মন্ত্রী এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবক- শিক্ষকসহ সব মহলের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষামন্ত্রী বুধবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলরের সাথে উদ্ভুত পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
উল্লেখ্য, সদ্য স্থানান্তরিত কেন্দ্রীয় কারাগারের পুরান ঢাকার পরিত্যক্ত জায়গায় নতুন হল নির্মাণের দাবিতে গত ২ আগস্ট থেকে আন্দোলন শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত ১৭ অগাস্ট শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ে পুলিশের বাধা পেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান শেষে ধর্মঘটের ডাক দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গত বৃহস্পতি ও রোববার ধর্মঘট পালন করে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে রওনা হন তারা। পুরান ঢাকার বংশাল মোড়ে পুলিশের বাধা পেয়ে তাঁতীবাজার মোড় অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সেখান থেকে মঙ্গল ও বুধবার ধর্মঘটের ডাক দেন তারা। নতুন হলের দাবিতে ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুরানা পল্টন মোড়ে অবস্থান নেন। এখানে পল্টনের চৌরাস্তায় টায়ার জ্বালিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি থেকে আগামী শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক, বুদ্ধিজীবীদের নিয়ে সংহতি সমাবেশ, সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিল ও পরদিন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

রমজানে বিদ্যালয় বন্ধ: হাইকোর্টের আদেশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যা বললো

রমজানে স্কুল বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের কপি হাতে পেলে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

চলছে এইচএসসি-সমমান পরীক্ষা

শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সোমবার সকাল ১০টায় পরীক্ষাবিস্তারিত পড়ুন

  • ৭ কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • সাইনবোর্ডেই ঝুলছে ঢাকা-আরিচা মহাসড়কের নিরাপত্তা
  • বুধ ও বৃহস্পতিবারের ডিগ্রি পরীক্ষা স্থগিত
  • শিবির সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ !!
  • শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে আড়াই গুণ: শিক্ষামন্ত্রী
  • ঢাবি অধিভুক্ত ৭ কলেজের জন্য পৃথক ভর্তি পরীক্ষা
  • এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ঢাবি উপাচার্য প্যানেল গঠিত, ৩ জনের নাম প্রস্তাব
  • শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতিতে ‘আঙুল ভাঙল’ ঢাবি শিক্ষকের
  • ত্রুটিপূর্ণ পরীক্ষা পদ্ধতির কারণেই ফল নিম্নমুখী
  • রাজশাহীতে কমেছে পাসের হার, জিপিএ-৫
  • এবার জিপিএ-৫ শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২০,৫৫০ জন