বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

‘তনু হত্যা শুধু একটি নমুনামাত্র’ ধর্ষণ বেড়ে চলেছে কারন…?

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রীওে নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতকরণ এবং সারাদেশে অব্যাহতভাবে চলমান নারী নির্যাতন, হত্যা-ধর্ষণের বিচার দাবিতে নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

নাগরিক সমাবেশে বক্তারা বলেন, ‘তনু হচ্ছে একটি প্রতীক। দেশে বর্তমানে ধর্ষণের মহামারি বিরাজ করছে। রাষ্ট্রে একের পর এক ধর্ষণের পরও বিচার না হওয়ায় আজ এ অবস্থা। সরকারের বিচারহীনতার কারণেই ধর্ষণ বেড়ে চলছে।’

রোববার (১০ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র ইউনিয়ন আয়োজিত নাগরিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবীব রুম্মন বলেন, ‘তনু হত্যা শুধু একটি নমুনামাত্র। সামাজিকভাবে আমরা এতো নিচে নেমে গেছি যে, আমরা এখন পশুর মতো আচরণ করছি। মুক্তিযুদ্ধের পর থেকে আমরা পশুর চরিত্র নিয়ে এগুচ্ছি। তাই এ পশু চরিত্রধারীদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত এলাকায় তনুকে হত্যা করা হয়েছে। এ ঘটনাটিকে ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। তনু একটি লড়াইয়ের নাম। রাষ্ট্রযন্ত্র ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়ার কারণে ধর্ষকরা আজ দাপিয়ে বেড়াচ্ছে।’
2016_04_10_22_
সংগঠনের আরেক সাবেক সভাপতি শরীফুজ্জামান বলেন, ‘দেশে এখন আইনের শাসন নেই। শাসকের ইচ্ছায় শাসকগোষ্ঠীর আইন দ্বারা দেশ পরিচালিত হচ্ছে। একসময় স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাওয়া হত, এখন হত্যাকাণ্ডের বিচার চাওয়া হচ্ছে।’

সমাবেশ থেকে অবিলম্বে তনুর হত্যাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। পাশাপাশি অন্যান্য হত্যাকাণ্ডেরও বিচার দাবিসহ বর্ষবরণে সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয়।

ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাসের সঞ্চালনায় এসময় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ, ছাত্র ইউনিয়ন নেতা লিটন নন্দীসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কান্না জড়িত কন্ঠে কুড়িগ্রামে পুলিশের ট্রেইনি কনস্টেবল

আমার বাবা ভিক্ষা করতো, মা রাজমিস্ত্রীর কাজ করতো। সংসারে খুববিস্তারিত পড়ুন

তিশা থেকে জয়া আহসান, কপালে বাঁকা টিপের সেলফির রহস্য কী?

আবহমানকাল থেকেই উৎসব-পার্বণ ছাড়াও বাঙালি মহিলাদের কপালে শোভা পায় নানাবিস্তারিত পড়ুন

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা

৯ মার্চ বসবে ‘মিস ওয়ার্ল্ড ২০২৪’-এর ৭১তম আসর। এ প্রতিযোগিতারবিস্তারিত পড়ুন

  • বাঁশির সুরে চলে অন্ধ সুভাষের সংসার
  • কিশোর বয়সে কেন ধুমপানে আসক্ত হচ্ছে ?
  • রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করলেন নূর উদ্দিন শামীম
  • সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার তরুণী
  • ব্যতিক্রমী শিল্প গড়ে বাংলাদেশি তরুণের চমক! তাও বালু দিয়ে !
  • আমাদের অহংকার বাংলাদেশের নারীঃ যুক্তরাষ্ট্রে গাড়ি প্রকৌশলে বাংলাদেশি নারী
  • মেহেদী রাঙা হাতে ঢাবি ছাত্রীরা
  • তিথির জন্য দেড় লাখ টাকা জোগাড় হয়েছে
  • ২১ রিসোর্টের তথ্য এক নজরে, সবগুলোই ঢাকার আশেপাশে !
  • পেশি তৈরিতে সাহায্য করবে যেসব খাবার
  • বাংলাদেশে এই প্রথমবারের মতো গিটারের জাদুকর ঢাকায় আসছেন
  • পুরো দেশ অবাক ! বিরল এক বিয়ের ঘটনা বাংলাদেশে !