বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

তার মানে কি পাকিস্তান ক্রিকেট খেলা ছেড়ে দিচ্ছে?

পাকিস্তানের বাংলাদেশে সফর বাতিলের খবরটি বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে চরম বিস্ময়কর। একটা দেশ এমন ‘অজুহাত’ দেখিয়ে সফর বাতিল করতে চাইলে, তাদের ক্রিকেট থেকে ‘বিরত’ থাকা উচিত বলে মনে করেন বিসিবি প্রধান। কারণ হিসেবে পাকিস্তানের মিডিয়ায় যেটা শোনা যাচ্ছে, সেটা হলো টানা তৃতীয়বার আসতে চায় না তারা এখানে।

তাহলে কি, তৃতীয়বার অন্য কোনো দেশে আর সফরে যাবে না পাকিস্তান? বিসিবি সভাপতি কারণটা একেবারে উড়িয়ে দিলেন না, বরং সংবাদমাধ্যমে এমন কথা ওঠায় কিছুটা বিরক্তও হলেন যেন। অন্য দেশগুলোর উদাহরণ টেনে তিনি বললেন, ‘আমি বাইরে যেটা শুনলাম, ওরা নাকি তৃতীয়বার আসবে না। এটা সাংবাদিকদের মাধ্যমেই শুনেছি। বিষয়টা আমি একেবারেই মানতে পারি না। তার মানে কি ওরা ক্রিকেট খেলা ছেড়ে দিচ্ছে? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকায় তো ওদের তিন-চারবার যেতে হবে, তাই নয় কি?’

যদি তা-ই হয়, তাহলে পাকিস্তানের ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত কিনা, এই প্রশ্নও তুলেছেন নাজমুল, ‘ওরা যদি টানা তিনবার কারও কাছে না যায়, তাহলে তো ওদের খেলা থেকেই বিরত থাকতে হবে, তাই নয় কি? আমার তো মনে হয় না কোনও বোর্ড এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। দেখা যাক ওরা আসলে কী বলতে চায়।’

এ বছরের ৩০ সেপ্টেম্বর র‌্যাংকিংয়ের প্রথম আট দল সরাসরি নিশ্চিত করবে ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের মূল পর্ব। এর বাইরে থাকলে খেলতে হবে বাছাইপর্ব। পাকিস্তানের বাংলাদেশ সফরে আসার সূচিটা এই র‌্যাংকিংয়ের সময়সীমার মধ্যেই। ঘরের মাঠে শক্তিশালী দল হয়ে উঠা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলে, সেটা নিশ্চিতভাবেই প্রভাব ফেলবে পাকিস্তানের র‌্যাংকিংয়ে। তাই র‌্যাংকিংয়ের হিসাবকেও তাদের না আসার পেছনে কারণ হিসেবে মনে করা হচ্ছে।

নাজমুল অবশ্য তেমনটা মনে করছেন না, ‘অনেক ইস্যু থাকতে পারে। সেটা ওরাই (পাকিস্তান) ভালো বলতে পারে। তবে এটা ঠিক, বাংলাদেশে এসে খেলতে গেলে অনেকেই চিন্তা করবে। কারণ নিশ্চিতভাবেই সামনের আগস্ট-সেপ্টেম্বরে মধ্যে র‌্যাংকিংয়ে ভালো জায়গায় থাকবে হবে বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে। এগুলো তো এখন একটা বিরাট ব্যাপার।’

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা