শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

দুই ঠিকাদারকে পিটিয়ে টাকা ছিনতাই করল আ’লীগ-যুবলীগ

দাবিকৃত চাঁদা না পেয়ে রংপুরের তারাগঞ্জে দুই ঠিকাদারকে পিটিয়ে তাদের সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের বিরুদ্ধে।

এ ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ ৫ জনকে অভিযুক্ত করে মঙ্গলবার রাতে তারাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলা পিইডিবি-৩-এর অর্থায়নে ৭৫ লাখ ৮০ হাজার ব্যয়ে উপজেলার ইকরচালি ইউনিয়নের জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ তলার একাডেমিক ভবনের নির্মাণ কাজ চলছে। আব্দুল মালেক কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে।

সম্প্রতি ইকরচালি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ভুট্টু মিয়া ঠিকাদার রশিদুল ইসলামের কাছে দলীয় কাজে ব্যয় করার জন্য ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এতে ঠিকাদার রশিদুল ইসলাম তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানান।

এসময় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা স্কুল ভবন নির্মাণের কাজ করতে দিবেন না বলে হুমকি দিয়ে চলে আসেন।

গত মঙ্গলবার বিকালে ভবনের কাজ চলাকালীন সময় আওয়ামী লীগ নেতা ও যুবলীগ নেতা দলবল নিয়ে গিয়ে ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেয়ার চেষ্টা করেন। এসময় লেবার সর্দার এমদাদুল হক ও রডমিস্ত্রি পূর্ন্য চন্দ্র বাধা দিলে তাদের মারধর করেন তারা।

খবর পেয়ে ঠিকাদার রশিদুল ইসলাম ও কামরুল পাটোয়ারী ঘটনাস্থলে গেলে লোহার রড দিয়ে পিটিয়ে তাদের কাছে থাকা সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যান আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

পরে স্থানীয় লোকজন গুরুতর অাহত অবস্থায় ঠিকাদার কামরুল পাটোয়ারীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ও ঠিকাদার রশিদুল ইসলামকে স্থানীয় তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিংকনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

এ ঘটনায় রাতেই ঠিকাদার রশিদুল ইসলাম চাঁদা দাবি ও মারধরের অভিযোগ এনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ ৫ জনকে আসামি করে তারাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মিঞা পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। যুগান্তর

এই সংক্রান্ত আরো সংবাদ

মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জবিস্তারিত পড়ুন

রংপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পালাল চিকিৎসক

রংপুরে ভুল চিকিৎসায় মেধা (২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগবিস্তারিত পড়ুন

ট্রাকচালকের আসনে ছিল হেলপার

পীরগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

  • রংপুরে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা গ্রেফতার
  • গৃহবধূ হত্যায় স্বামী ও দেবরের ফাঁসি
  • বাল্যবিয়ের প্রতিবাদে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা
  • স্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে অসহায় স্বামীর মামলা
  • রংপুরে গাছে বাসের ধাক্কা, তিনজন নিহত
  • পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত
  • খাদিজাকে বাঁচাতে বিনা পারিশ্রমিকে গাইবেন জনপ্রিয় শিল্পীরা
  • রংপুরে গৃহবধূর লাশ উদ্ধার
  • রংপুরে ২ গৃহবধূ নিহত, স্বামীরা আটক
  • যে কম্বল দেয় তা দিয়া ঠাণ্ডা কাটে না বাহে
  • রংপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করেছেন ৪৫বছরের শিক্ষক!