শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

নালিশ করায় প্রধান শিক্ষককে পেটাল ছাত্ররা

যশোরে ক্লাস ফাঁকি দিয়ে রেলস্টেশন এলাকায় ঘুরঘুর করা ছাত্রদের ধরে স্কুলে এনে অভিভাবকের কাছে নালিশ করার ঘটনার জেরে প্রধান শিক্ষককে মারপিট করেছে শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের নাম ফজলুর রহমান। তাকে চলন্ত বাস থেকে নামিয়ে লাঠিসোটা দিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার বিকালে যশোর সদরের কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের কলোনির সামনে এ ঘটনা ঘটে।

ফজলুর রহমান যশোর সদরের ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের আনছার আলীর ছেলে। স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনার সাথে জড়িত দুই ছাত্র আল-আমিন ও হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ।

হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক ফজলুর রহমান জানান, সপ্তম, নবম ও দশম শ্রেণির সাতজন ছাত্র ও দুইজন ছাত্রী স্কুল ফাঁকি দিয়ে মুন্সী মেহেরুল্লাহ নগর স্টেশন এলাকায় আড্ডা দিচ্ছিল। তাদেরকে সেখান থেকে ধরে এনে স্কুলে হাজির করা হয়। এরপর অভিভাবকদের বাড়ি থেকে ডেকে এনে মুচলেকা নিয়ে তাদের হাতে তুলে দেয়া হয়। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়।

রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে স্কুল শেষে ঝিনাইদহের কালীগঞ্জে বাড়ির উদ্দেশ্যে বাসে রওনা হন ফজলুর রহমান। পথিমধ্যে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের যশোর সাতমাইল কাজী নজরুল ইসলাম কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে রাস্তায় দাঁড়িয়ে থাকা বহিরাগত মেহেদী হাসান রুনু, সুমন, পলাশ, শিক্ষার্থী শুভ, আল আমিন, হাবিবুর, রিংকু, বাসের গতিরোধ করে। এসময় তারা বাস থেকে নামিয়ে তাকে মারপিট করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ইউসুফ আলী জানান, শিক্ষকের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ছাতিয়ানতলা-চুড়ামনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি চুড়ামনকাটি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না জানান, সদর যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য মেহেদি হাসান রুনুর নেতৃত্বে ছাত্ররা প্রধান শিক্ষকের ওপর হামলা করেছে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমল হুদা জানান, প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় আল-আমিন ও হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় কেউ আটক নেই। মামলার প্রস্তুতি চলছে।

এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবি করেছেন যশোর জেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক আছহাবুল গাজীসহ নেতারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

ইসরায়েলে হামলার প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রবিস্তারিত পড়ুন

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকেবিস্তারিত পড়ুন

সন্ত্রাসী হামলায় আইনজীবী আহত

নিজস্ব সংবাদদাতা : কোর্টে বিরোধীদলীয় মামলা পরিচালনা করার কারনে সন্ত্রাসীবিস্তারিত পড়ুন

  • ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • তালাশ টিমের উপর হামলা, ক্র্যাবের নিন্দা ও প্রতিবাদ
  • ক্যাম্পে নাশকতার পরিকল্পনা, অস্ত্র-গোলাসহ ৪ গ্রেপ্তার
  • সুপ্রিম কোর্টে মারামারি ঘটনায় ৩ সহকারী অ্যাটর্নি জেনারেল বরখাস্ত
  • তথ্য চেয়ে সাংবাদিক জেলে: সুষ্ঠু তদন্তে জোর দিচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী
  • নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা আটক নীলফামারীতে
  • সোনারগাঁয়ে ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত
  • দ্রুত রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
  • বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে গাজায় ৫ জনের মৃত্যু
  • চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
  • মৌলভীবাজারে ২৯০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ