শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের হামলার শিকার উপজেলা চেয়ারম্যান

নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক। তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার দুপুরে এ ঘটনার কিছুক্ষণ আগেই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় স্থানীয় সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলনের উপস্থিতিতে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে সভা পণ্ড হয়ে যায় এবং সংসদ সদস্য সভা ত্যাগ করেন। তার পরই দুর্বৃত্তরা উপজেলা পরিষদ কার্যালয়ে এসে চেয়ারম্যানের ওপর হামলা চালায়।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, ‘উপজেলা মাসিক সমন্বয় সভায় স্থানীয় সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলনের বিরুদ্ধে দুই একজন ইউপি চেয়ারম্যান বক্তব্য দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সংসদ সদস্য সভা ত্যাগ করেন।’

‘এর পর উপজেলা চেয়ারম্যান আব্দুল হক নিজ কার্যালয়ে ইউপি চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করছিলেন। দুপুরের দিকে দুর্বৃত্তরা উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে হামলা চালিয়ে তাঁর মাথায় আঘাত করে পালিয়ে যায়।’

আহত উপজেলা চেয়ারম্যান আব্দুল হককে উদ্ধার করে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানান ইউএনও।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সন্ত্রাসী হামলার ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

সংসদ সদস্যের স্ত্রী ডেইজী মিলন এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল সেখ ও বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ায় উভয়ে মাসিক সমন্বয় সভায় ওসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় আমজাদ হোসেন প্রতিবাদ করেন। তখন উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের ইন্ধনে ওই চেয়ারম্যানরা সংসদ সদস্যদের বিরুদ্ধে বক্তব্য দিতে থাকেন। একপর্যায়ে তাঁকে লাঞ্ছিত করার চেষ্টা করেন। এ অবস্থায় সংসদ সদস্য সমন্বয় সভা ত্যাগ করেন।’

‘তারপর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে কী হয়েছে সে বিষয়ে আমরা কেউ অবগত নই। এমপির নির্দেশে তাঁর ওপর হামলার ঘটনা ঘটেনি’, যোগ করেন ডেইজি মিলন।

তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল সেখের সঙ্গে মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন

ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যাঃ নিখোঁজ মাদরাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার !

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর আরিফুল ইসলাম (১৩) নামে একবিস্তারিত পড়ুন

ইফতার খেয়ে তাবলিগের ১৩ জন অসুস্থ

সিরাজগঞ্জে ইফতারি খাওয়ার পর তাবলিগ জামাতের ১৩ জন সদস্য অসুস্থবিস্তারিত পড়ুন

  • জিপিএ-৫ না পাওয়ায় আত্মহত্যা!
  • পুলিশের কাছ থেকে জামায়াত নেতাকে ছিনিয়ে নিল নারীরা
  • সিরাজগঞ্জে দুটি ট্রাকের সংঘর্ষে নিহত ৩
  • সিরাজগঞ্জে গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষণ
  • সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ৩
  • টাকার ভাগ নিয়ে সিরাজগঞ্জে আ’লীগের দুই পক্ষে সংঘর্ষ
  • প্রতিবন্ধি সাইফুলের কষ্টার্জিত উপার্জনে দেয়াল লিখনের মাধ্যমে সমাজকে বদলে ফেলার চেষ্ঠা
  • চিরকুট লিখে তাড়াশে আদিবাসি গৃহবধুর আত্মহত্যা
  • সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২
  • চাঞ্চল্যকর নিখোঁজের সাতদিনঃ জেলেদের জালে যুবকের মরদেহ
  • ভালোবাসা মেনে নেইনি এই সমাজ এই পৃথিবী, আত্মহত্যায় প্রেমিক-প্রেমিকার মৃত্যু
  • সিরাজগঞ্জ জেলা মহিলা আ,লীগের সম্মেলনে সভাপতি সেলিনা বেগম স্বপ্না এমপি, সাধারন সম্পাদক হাসনা হেনা