বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

পাকিস্তানের ‘ইউটার্ন’, বিস্মিত বিসিবি সভাপতিও

সব কিছু ঠিকঠাকই ছিলো। আইসিসির এফটিপি অনুযায়ী জুলাইয়ের প্রথম সপ্তাহে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিলো পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের। কিন্তু অনেকটা হঠাৎ করেই অনির্দিষ্ট কালের জন্য সফরটি স্থগিত করার ঘোষণা দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।

পাকিস্তানের এমন ইউটার্নে বিস্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও। পাকিস্তানের হঠাৎ এমনটা করার কারণ বুঝতে উঠতে পারেননি তিনি। তবে এখনই কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজি হননি বোর্ড প্রধান।

এ প্রসঙ্গে দেশের শীর্ষ এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে পাপন বলেন, ‘আমরা এখানে একসঙ্গে মিটিং করছি। সভা করছি। তিনি (শাহরিয়ার) কিন্তু একবারও বলেননি জুলাইয়ে বাংলাদেশে দল পাঠাবেন না। সর্বশেষ এ নিয়ে যখন কথা হয়, এটাই ঠিক হয়েছিল যে, জুলাইয়ে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। বিনিময়ে আমরা হয়তো আমাদের “এ” দল বা অনূর্ধ্ব-১৯ দল পাঠাব।’

তবে যেহেতু পিসিবি এখনও কোন লিখিত কোন বক্তব্য দেয়নি তাই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতে রাজি হননি বিসিবি সভাপতিও, ‘আমি বিষয়টা শুনেছি। কিন্তু পিসিবি এখনো এটা আমাদের আনুষ্ঠানিকভাবে জানায়নি। তারা কিছুই বলেনি। ওনারা লিখিতভাবে জানালে তখন আমরা আমাদের বক্তব্য দেব।’

সর্বশেষ ২০০৭ সালে পাকিস্তান সফরে গিয়েছিলো বাংলাদেশ। এরপর আর পাকিস্তানে সফর করেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে দুইবার বাংলাদেশে এসে খেলে গেছে পাকিস্তান। ২০১১-১২ সালে এবং ২০১৫ সালে বাংলাদেশে সফর করেছে পাকিস্তান। আগামী জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিলো পাকিস্তানের। কিন্তু তাদের আমন্ত্রণ রক্ষা না করার অজুহাতে টানা তিনবার বাংলাদেশে সফর করতে অস্বীকৃতি জানায় পাকিস্তান।

এ প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, ‘পাকিস্তান এর মধ্যেই দুইবার বাংলাদেশ সফর করেছে। তাই আমরা তাদেরকে এ বছরে আতিথ্য দেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু বাংলাদেশ তাতে রাজি হয়নি। তাই আমরা টানা তিনবার বাংলাদেশ সফরে যেতে চাই না। যে কারণেই আমরা এই সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী বছর পারা যায় কি না দেখা যাক।’

পিসিবির এমন ইউটার্নে বিস্ময় প্রকাশ করে বৃহস্পতিবার মিরপুরে বিসিবির কার্যালয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা সত্যিই বিস্মিত। এক মাস আগেও জানতাম তারা এখানে সফর করবে। ২০১৫ সালের পর আমাদের সঙ্গে চুক্তি হয়েছিলো পরের দুটি সিরিজ তারা আমাদের এখানে খেলবে। এটা নিয়ে একটা আর্থিক ইস্যু ছিলো। বিষয়টি তখন নিষ্পত্তি করা হয়েছিলো। তারা বলেছিলো ২০১৭ সাল পর্যন্ত ঢাকাতেই খেলবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা