শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

পাকিস্তানের সঙ্গে ম্যাচ টাই করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রথমে হংকং, এর পর নেপাল- কম শক্তিশালী দুই দলকে উড়িয়ে দিয়ে ইমার্জিং কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল মুমিনুল হকের বাংলাদেশ। তাদের আসল পরীক্ষা ছিল পাকিস্তানের বিপক্ষে। যেখানে শক্তিতে দুই দলই ছিল সমানে সমান। ম্যাচ শেষে তারা কেউ কাউকে ছাড়িয়ে যেতে পারেনি। ম্যাচটি হয়েছে টাই। তবে পয়েন্ট ভাগাভাগির কারণে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচে সমান ৫ পয়েন্ট নিয়ে নেট রান রেটে স্বাগতিকদের পেছনে ফেলে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।

কক্সবাজারে টস জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। বাংলাদেশের পেসার মোহাম্মদ সাইফউদ্দিন তাদের শুরুটা করে তোলেন অসহনীয়। নিজের প্রথম ৩ ওভারে দুই ওপেনার ইমরান বাট ও ইমাম-উল-হককে এলবিডব্লিউ করেন এ ২০ বছর বয়সী পেসার। ২০ রানে ২ উইকেট হারানো পাকিস্তান আরেকবার জোড়া আঘাতের মুখোমুখি হয়। ৩৪ ও ৩৫ রানে আরও দুই ব্যাটসম্যানকে হারায় তারা।

এই ধাক্কা অতিথি দলটি কাটিয়ে ওঠে হাম্মাদ আজম (৩০) ও হ্যারিস সোহেলের (৬৩) জুটিতে। পঞ্চম উইকেটে ৮৬ রান যোগ করেন তারা। হ্যারিসের হাফসেঞ্চুরির ইনিংসটি ছিল পাকিস্তানের মান বাঁচানো। পরের ব্যাটসম্যানরা ছোটখাটো অবদান রাখলেও হোসেন তালাতের অপরাজিত ৫৭ রান স্কোরবোর্ডে এনে দেয় সম্মানজনক স্কোর। ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৩ রান করে পাকিস্তান।

পাকিস্তানের মতো বাংলাদেশ শুরুটা ভালো করতে পারেনি। স্কোরবোর্ডে ২৪ রান থাকতেই দুই ওপেনার সাইফ হাসান ও আজমির আহমেদ আউট হন। পরে নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিথুনের সঙ্গে দুটি পঞ্চাশ ছাড়ানো জুটিতে প্রতিরোধ গড়েন মুমিনুল। অধিনায়ক ইনিংস সর্বোচ্চ ৭৫ রানে আউট হন। নাজমুলের সঙ্গে তার ৬৩ ও মিথুনের সঙ্গে ৭৩ রানের জুটি বাংলাদেশকে জয়ের পথে রেখেছিল।

কিন্তু শেষ ১০ ওভারে এলোমেলো হয়ে যায় খানিকটা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ দুই ওভারে ১৪ রানের দরকার ছিল। কিন্তু শেষের আগের ওভারে তারা ৭ রান করে এক উইকেট হারিয়ে। শেষ ওভারে প্রয়োজন ছিল ৭ রান, যেখানে প্রতি বলে একটি করে রানের বেশি নিতে পারেননি দুই ব্যাটসম্যান সাইফউদ্দিন ও নাঈম হাসান। ফলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় পাকিস্তানের মতোই ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৩।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। আগামী ১ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দেশের অনূর্ধ্ব-২৩ দল। আর একই দিন কলম্বোতে সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে মাশরাফিরা। অন্য সেমিফাইনালে পাকিস্তানের অনূর্ধ্ব-২৩ দল মোকাবিলা করবে আফগানিস্তান ইমার্জিং টিমকে, ভেন্যু চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৫০ ওভারে ২৩৩/৮ (হ্যারিস ৬৩, তালাত ৫৭*; সাইফউদ্দিন ৩/৫৪, আবুল ২/৪০)

বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৩/৮ (মুমিনুল ৭৫, মিথুন ৫৩; তালাত ২/৪১, জাফর ২/৪০)

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা