শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

পুকুরে ডুবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী নগরীর টিচার্স ট্রেনিং কলেজের পুকুরে এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম হোসেন মো. ফাহিম (২০)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলায় বলে নিশ্চিত করেছেন ফাহিমের সহপাঠীরা।

রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক আব্দুল্লাহ হিল কামাল জানান, ফাহিমের পিতা সিলেট টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ফরিদুল হক। এর আগে তিনি রাজশাহীতেও কর্মরত ছিলেন। তিনি বর্তমানে দুই মাসের প্রশিক্ষণে নিউজিল্যান্ডে আছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলে কোনো সিট হওয়ায় টিচার্স ট্রেনিং কলেজের মধ্যে হোস্টেলে থাকতেন ফাহিম।

টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক শাহীনুর রেজা বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য তার বাবা নিউজিল্যান্ড চলে যান। যাওয়ার আগে তার ছেলেকে আমাদের এখানে একটা রুমে তুলে দিয়ে যান। সেখানে ফাহিম তার দুই বন্ধুকে নিয়ে থাকতেন। আগামী ২৪ মার্চ তার বাবার দেশে ফেরার কথা রয়েছে।

বন্ধুদের বরাত দিয়ে শাহীনুর রেজা জানান, প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাস থেকে কক্ষে ফিরে তারা তালা-বাসন ও রুম পরিষ্কার করেন। এরপর সন্ধ্যার সময় ফাহিম গোসল করবে বলে কক্ষ থেকে বের হন। বন্ধুরা তাকে পুকুরে যেতে নিষেধ করলেও ফাহিম জোর করে একাই পুকুরে গোসল করতে নামে। একটু পরে তার এক বন্ধু সেখানে গিয়ে দেখে মাঝপুকুরে ফাহিম ডুবে যাচ্ছে। ফাহিমের বন্ধু সাঁতার না জানায় চিৎকার শুরু করে। আশেপাশের লোকজন ছুটে আসতে আসতে ফাহিম ডুবে যায়। দ্রুত দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা এসে পুকুরের নিচ থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

রাজশাহী সদর দমকল বিভাগের স্টেশন অফিসার ওমর ফারুক জানান, খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ফাহিমকে উদ্ধার করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।

নগরের রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন এবং পরিবারের ইচ্ছা অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

বুধবারই নান্টু প্রথম তার কলেজ অধ্যক্ষ সাহেবের মুখ দেখেছেন

রাজশাহীর দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর বিএম কারিগরি কলেজ থেকে এবারবিস্তারিত পড়ুন

গোদাগাড়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেলে

সমাপনী বৃত্তির ফল জালিয়াতির অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে রাজশাহীর গোদাগাড়ীবিস্তারিত পড়ুন

  • এবার রাজশাহীতে এবার রান্নাঘরে ১২৫ গোখরা
  • রাজশাহীতে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু
  • থানায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি, প্রতিবাদে সড়ক অবরোধ
  • রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার
  • রাজশাহীতে ২য় বিয়ে করলেন মডেল রাউধার বাবা
  • মোটরসাইকেলে যাওয়ার পথে বজ্রপাতে স্কুলশিক্ষকের মৃত্যু
  • রাজশাহীতে ছেলের মাথায় রক্ত দেখে বাবার মৃত্যু
  • রাজশাহীতে কালবৈশাখীর হানা, জনদুর্ভোগ
  • নিহত আ’লীগ নেতার সই জাল করে ১৩ লাখ টাকা তুললেন বড় ভাই!
  • শিক্ষা সফরে ছাত্রীর সঙ্গে ছবি : শিক্ষকের জরিমানা
  • রাজশাহীতে চিকিৎসার নামে অসুস্থ নারীকে ধর্ষণ করেছে কবিরাজ !!
  • ইয়াবা কেনার সময় হাতেনাতে পুলিশের কাছে কলেজ অধ্যক্ষ আটক