বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

প্রথমবারের মতো বৈধ ট্রান্সজেন্ডার বিয়ে সম্পন্ন হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বৈধ ট্রান্সজেন্ডার বিয়ে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজ্যের কেষ্টপুর বাগুইআটির একটি হোটেলে ধুমধাম করে শ্রী ঘটক ও সঞ্জয় মুহুরির মধ্যে এ বিয়ে হয়।

এনজিও, থিয়েটার ও নাট্যকর্মী শ্রী ঘটক হিজড়া ছিলেন। আর বেসরকারি সংস্থায় সেলস বিভাগে কর্মরত সঞ্জয় পুরুষ।

বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা। অস্ত্রোপচার করে নারীতে রুপান্তরিত হন শ্রী ঘটক। এরপর গত বছরের ১৭ ফেব্রুয়ারি সামাজিকভাবে বিয়ে করেন তাঁরা। কিন্তু তাঁদের ওই বিয়ের আইনি অনুমোদন ছিল না দেশটিতে। সম্প্রতি আদালত ট্রান্সজেন্ডার বিয়ের অনুমতি দেন। এর পরই তাঁরা নতুন করে আবার বিয়ের পিঁড়িতে বসেন।

ওই দম্পতি জানান, শ্রী ঘটকের সঙ্গে সঞ্জয়ের প্রেম হয় ২০০০ সালে। ওই সময় তাঁদের প্রেম কেউ মেনে নিচ্ছিল না। কিন্তু বন্ধুত্বের বন্ধন স্থায়ী রাখতে শ্রীকে ছেড়ে যেতে চাননি সঞ্জয়। পরে চিকিৎসকের পরামর্শ নেন তাঁরা। চিকিৎসক শ্রী ঘটকের শরীরে অস্ত্রোপচার করেন। পরে হরমোন থেরাপির মাধ্যমে নারীতে পরিণত হন শ্রী ঘটক। এরপর বিয়ে করেন তাঁরা। শ্রী ও সঞ্জয়ের এই ভালোবাসার লড়াইয়ের মধ্যেই ভারতের সুপ্রিম কোর্ট ট্রান্সজেন্ডার ও সমকামীদের মধ্যে বিয়ের বৈধতা দেন। এর ভিত্তিতে আদালতের কাছে নিজেদের বিয়ের বৈধতা দাবি করেন শ্রী ও সঞ্জয়। আদালত থেকে স্বীকৃতি পাওয়ার পর শনিবার অনুষ্ঠান করে বিয়ে করেন তাঁরা।

সঞ্জয় মুহুরি বলেন, ‘শ্রী ঘটকের শরীরের স্ত্রী লিঙ্গ প্রতিস্থাপিত হলেও জরায়ুসহ বেশ কিছু সমস্যা সাময়িকভাবে রয়ে গেছে। যাতে ভবিষ্যতে মা হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তা নিয়ে আমি কোনো চিন্তা করি না।’ ভালোবাসার মানুষটির শরীরে আর কোনো কাটাছেড়া করতে রাজি নন সঞ্জয়। প্রয়োজনে আগামী দিনে সন্তান দত্তক নেবেন তিনি।

বিয়ের আসরে শ্রী ঘটক সাংবাদিকদের জানান, তাঁদের ভালোবাসায় পরিবারের যথেষ্ট উৎসাহ রয়েছে। স্বামী হিসেবে সঞ্জয় যথেষ্ঠ দায়িত্ববান এবং তাঁর প্রতি যত্নবান। শ্বশুরবাড়ির সবাই তাঁকে খুব ভালোবাসে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তাঁরা হানিমুনে গোয়ায় ঘুরতে যাবেন।

সঞ্জয় মুহুরি জানান, শ্রী যথেষ্ট সুন্দরী। তার মধ্যে সবই আছে যা পুরুষরা চান। তাকে পেয়ে খুব খুশি তিনি। দুজনে হাতে হাত রেখে এভাবে সারাটি জীবন পার করতে চান তাঁরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, ৪ শিশুসহ নিহত ১৪

ফিলি’স্তিনের মধ্য গা’জার নুসিরাত ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় চার শিশুসহবিস্তারিত পড়ুন

চার দিনেরে সফরে ঢাকায় ভুটানের রাজা

চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের রাজা জিগমে খেসারবিস্তারিত পড়ুন

  • ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০
  • কঠিন রোগে ভুগছেন হিনা খান, চাইলেন ভক্তদের সাহায্য
  • আফগানিস্তানে তীব্র তুষারপাত ও বৃষ্টিতে ৬০ জনের মৃত্যু
  • গুরুতর আহত মমতা, হাসপাতালে ভর্তি
  • কে কোন ক্যাটাগরিতে জিতলেন অস্কার?
  • মিস ওয়ার্ল্ড-২০২৪ জিতলেন ক্রিস্টিনা পিসকোভা
  • আর অভিনয় করতে পারবেন না সামান্থা!
  • রেকর্ড গড়ে আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি
  • আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ
  • বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে গাজায় ৫ জনের মৃত্যু
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • রিজার্ভ বেড়ে ২১ বিলিয়ন ডলার ছাড়াল