শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ফাইনাল পরীক্ষা বন্ধ করে দিল ছাত্রলীগ

ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল কায়সারকে পরীক্ষায় অংশ নিতে না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা হতে দিল না সংগঠনটি।

আজ বৃহস্পতিবার গণযোগাযোগ ও সাংবাদিকদা বিভাগের ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল।

সহিংসতার অভিযোগে কায়সার বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের জন্য বহিষ্কৃত। এ মেয়াদ শেষ হয়নি।

বিভাগের পরীক্ষা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া জানান, কায়সার চতুর্থ বর্ষের স্নাতক ফাইনাল পরীক্ষায় অংশ নিতে বিভাগে গেলে বহিষ্কৃত হওয়ায় তাঁকে পরীক্ষায় অংশ নিতে দেননি পরীক্ষা কমিটির সদস্যরা। পরে এ খবর ছড়িয়ে পড়েল ছাত্রলীগের নেতাকর্মীরা যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এসে জড়ো হয়। পুলিশ এসে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিলে তারা বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা লাগিয়ে দেয়। এ সময় পুলিশের পাঁচ সদস্য ও ছাত্রলীগের এক কর্মী আহত হয়। সেইসঙ্গে একজনকে আটক করে পুলিশ। তবে কিছুক্ষণ পর তালা খুলে দেয় নেতাকর্মীরা।

পরীক্ষা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া জানান, অন্য পরীক্ষাগুলো রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এদিকে, বিশ্ববিদ্যালয় থেকে দুপুর দেড়টায় নগরীতে শাটল ট্রেনের ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেনের হোস পাইপ কেটে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে ট্রেনটি যথাসময়ে ছেড়ে যেতে না পারায় দুর্ভোগে পড়েছেন হাজারো শিক্ষার্থী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একপক্ষের নেতা মাহবুবুল হক শাহীনের ওপর হামলা ও তার একটি আঙ্গুল কেটে নেওয়ার ঘটনায় ২০১৬ সালে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শির্ক্ষাথী আবদুল্লাহ আল কায়সারকে দুই বছরের জন্য বহিষ্কার করে প্রশাসন। দুই বছরের মেয়াদ শেষ হওয়ার আগে তিনি পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করলে প্রশাসন বাধা দেয়। এর প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা পরীক্ষায় বাধা দেয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন জানান, আজকের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক আবদুল্লাহ আল কায়সার, উপদপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুলকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর টিপু বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দুজনকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত প্রত্যাহার হয়ে যায় কি না সে বিষয়ে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

রমজানে বিদ্যালয় বন্ধ: হাইকোর্টের আদেশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যা বললো

রমজানে স্কুল বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের কপি হাতে পেলে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

চলছে এইচএসসি-সমমান পরীক্ষা

শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সোমবার সকাল ১০টায় পরীক্ষাবিস্তারিত পড়ুন

  • ৭ কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • সাইনবোর্ডেই ঝুলছে ঢাকা-আরিচা মহাসড়কের নিরাপত্তা
  • বুধ ও বৃহস্পতিবারের ডিগ্রি পরীক্ষা স্থগিত
  • শিবির সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ !!
  • শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে আড়াই গুণ: শিক্ষামন্ত্রী
  • ঢাবি অধিভুক্ত ৭ কলেজের জন্য পৃথক ভর্তি পরীক্ষা
  • এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ঢাবি উপাচার্য প্যানেল গঠিত, ৩ জনের নাম প্রস্তাব
  • শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতিতে ‘আঙুল ভাঙল’ ঢাবি শিক্ষকের
  • ত্রুটিপূর্ণ পরীক্ষা পদ্ধতির কারণেই ফল নিম্নমুখী
  • রাজশাহীতে কমেছে পাসের হার, জিপিএ-৫
  • এবার জিপিএ-৫ শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২০,৫৫০ জন