শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ফুলে যাওয়া বর্ধিত শিরার আছে সমাধান!

শীতে স্থায়ীভাবে স্ফীত বা ফুলে যাওয়া বর্ধিত শিরার ব্যথা বাড়ে। বর্ধিত শিরা বলতে বৃদ্ধ শিরাকে বোঝায়।

বর্ধিত শিরাগুলি খুবই অস্বাভাবিকভাবে ফুলে ওঠা শিরা যা চামড়ার ওপরের দিকেই দেখা যায়। বেশির ভাগ লোকের এই শিরাগুলো দেখা যায় পায়ে বা থাইয়ের অংশে। পুরুষের তুলনায় সাধারণত নারীরাই এ রোগে বেশি ভুগে থাকেন।

বিশেষজ্ঞদের মতে, এই বিশ্রী শিরাগুলো খুবই সাধারণ এবং হামেশাই দেখার যায়। বর্ধিত শিরার কিছু লক্ষণ আছে যেমন : পা ফুলে ওঠা, অস্থিরতা,পায়ে ফোসকা, চুলকানি,পায়ে শিরটান,পা ভারী লাগা ও ক্লান্তিভাব। অনেকের আবার দু’পা একে অপরের ওপর রাখলে শিরা ফুলে ওঠে । তবে এ রোগটি অনেক সময় বংশানুক্রমেও হয়ে থাকে।

দুঃসহ ব্যথার রোগ বর্ধিত শিরা, তাই এর চিকিৎসা বা ব্যথার উপষম এখুনি করা উচিত। তাছাড়া অকারণে আর যণ্ত্রণা সহ্য করবেন কেন? যদি ঘরেই এর সমাধান থাকে!

নিম্নে এর ঘরোয়া কিছু সমাধান দেয়া হল:

* ক্যাস্টর ওয়েল বর্ধিত শিরার সমস্যার এক অন্যতম সেরা নিরাময়। স্নানের পর বর্ধিত শিরার স্থানে একটু ক্যাস্টর ওয়েল লাগান। পা থেকে পায়ের পাতা ঘষে হালকা ম্যাসাজ করে দিন। আরাম পাবেন।

* চেরি ব্ল্যাকবেরি জাতীয় খাবার সারা দিন খেতে থাকুন।চেরি পায়ের যণ্ত্রণা উপষমে সাহায্য করে।

* আপনার খাদ্য তালিকায় কম ফ্যাট কার্বোহাইড্রেট যুক্ত মাছের পরিমাণ অনেকটা বাড়িয়ে দিন।এতে আপনার শিরার যণ্ত্রণা কমবে।

* আদা, পেঁয়াজ, রসুন ও আনারস আপনার খাবারের মধ্যে বেশি মাত্রায় রাখুন।এই উপাদানগুলো আপনার বর্ধিত শিরার ব্যথা কমায়।

* ব্যায়াম যদিও হয়ত আপনার জন্য যণ্ত্রণাদায়ক, তারপরও প্রতিদিন করার চেষ্টা করুন। হাঁটা, সাঁতার কাটা ও সাইকেল চালানো রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং শরীরের ওজন নিয়ণ্ত্রণে রাখে।

* খুব আঁটসাঁট জামাকাপড় না পড়াই ভাল। এতে স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হয়।

* ভারী ওজন তোলা থেকে দূরে থাকুন, যাতে পায়ের ওপর অকারণ চাপ না পড়ে।যদি পায়ে আপনার খুব যণ্ত্রণা হয়, মাঝে মধ্যে একটু লোশান লাগান। এতে শিরাগুলো শান্ত হয়।

* সারা দিন টেবিলে ঠায় বসে কাজ করবেন না। মাঝে মধ্যে অবশ্যই বিশ্রাম নিন যেমন: একটু হাঁটুন ও হাত পায়ের পেশী একটু জিরিয়ে নিন। এতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে।

* কাজের প্রয়োজনে যদি আপনাকে সকাল ৯টা থেকে বিকাল ৬টা অবধি দাঁড়াতে হয়, তাহলে মাঝে মধ্যে পায়ে বিশ্রাম দিন।সবচেয়ে ভাল সমস্যার সমাধান ঘরোয়া পদ্ধতিতে হল মাঝে মাঝে এক পা থেকে আরেক পায়ে শরীরের ভারটা বদলান।

* এক বালতি ঠাণ্ডা পানিতে পা ডুবিয়ে রাখুন। এতে রক্ত সঞ্চালন সহজ ও স্বাভাবিক হবে।

* শিরার ফুলে থাকা থেকে আরাম পেতে উচ্চ ফাইবার যুক্ত খাবার খুব উপকারি।এতে শরীরে পুষ্টি যোগাবে ও পায়ের যণ্ত্রণা অনেকটাই কমবে।

* ফুলে থাকা শিরার ওপর চুলকোনো এড়ান। এই অভ্যেসটা ভেতরে ক্ষত (আলসারেশন) ও রক্তক্ষরণে মদত দেয় ও অন্য আরও অনেক সমস্যা ডেকে আনে। চুলকানো জায়গায় নিম পাতা ঘষে দিন – এতে সমস্যা কিছুটা কমবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?

শেষ কবে টুথব্রাশ পরিবর্তন করেছিলেন? যদি মনে করতে না পারেন,বিস্তারিত পড়ুন

ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়

ত্বকে নানা কারণেই দাগ পড়তে পারে। বলা বাহুল্য, এই দাগবিস্তারিত পড়ুন

তরমুজ খেলে কি সত্যিই ওজন কমে?

বাজারে এখন তরমুজে ভরে গেছে। টকটকে লাল রসালো এই ফলবিস্তারিত পড়ুন

  • পরোক্ষ ধূমপান থে‌কে নারী‌দের সুরক্ষা চায় ‘নারী মৈত্রী’
  • বছরে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে ৩০০০ শিশু
  • আপনি মানসিক রোগী কিনা বুঝবেন কিভাবে?
  • শীত হোক বা গ্রীষ্ম—সারা বছরেই পায়ে দুর্গন্ধ ?
  • রেফ্রিজারেটর খুললেই নাকে হাত, বাজে গন্ধ ?
  • খালি পেটে না খাওয়া ভালো যেসব খাবার
  • ইতিবাচক জীবনের জন্য শ্বাস নেবেন যেভাবে
  • পুরুষের ক্যানসারের যেসব লক্ষণকে অবহেলা করা কারো উচিত নয়
  • করোনারি হৃদরোগের নীরব ৪টি লক্ষণ, জানা দরকার সকলেরই
  • স্তন ক্যানসারের কারণ ও লক্ষণ জানেন?
  • এলার্জির সমস্যা কমাবে আপনি পাবেন একটুখানী স্বস্তি
  • জানা দরকারঃ ক্যান্সারের শীর্ষ অজানা লক্ষণগুলো