শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বাড়িতে ঢুকে মারধর, লুটপাট করল স্কুলছাত্ররা!

ময়মনসিংহের একটি বাড়িতে হামলা চালিয়েছে একদল কিশোর। তারা আসবাবপত্র ভাঙচুর, লুটপাট ও নারীদের টানাহেঁচড়াও করে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, হামলাকারীদের বেশির ভাগই জিলা স্কুল ও নাসিরাবাদ স্কুলের ছাত্র! প্রায় ৩০ জন কিশোর ওই ঘটনায় অংশ নেয়।

ময়মনসিংহের একটি বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তারা আসবাবপত্র ভাঙচুর, লুটপাট ও নারীদের টানাহেঁচড়াও করে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, হামলাকারীরা জিলা স্কুল ও নাসিরাবাদ স্কুলের ছাত্র! প্রায় ৩০ জন কিশোর ওই ঘটনায় অংশ নেয়।

আজ মঙ্গলবার ময়মনসিংহ শহরের ভাটিকাশর মিশনের কাছে প্রাইমারি স্কুল রোডের একটি বাড়িতে হামলা করে ওই কিশোরদের দল। নারীদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে ১১ জনকে আটক করেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ৩০ জন কিশোরের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আবদুর রাজ্জাকের বাড়িতে ঢুকে পড়ে।

এরপর বাড়ির ভেতরে অবস্থান করা লাকী আক্তার, আফরোজা, সেলিনা, মমতাসহ নারীদের ওপর হামলা ও তাদের টানাহেঁচড়া করে।

ঘণ্টাখানেক ওই বাড়িতে ভাঙচুর এবং নারী ও পুরুষদের মারধর করে ওই কিশোরের দল। এরা ‘গ্রুপ ১১’ নামে একটি দলের সদস্য বলে জানা যায়। হামলার পর ওই বাড়ির লোকজন এদিক-ওদিক ছোটাছুটি করেন। আকুতি-মিনতি করলেও কিশোরদের মারধরের হাত থেকে রক্ষা পায়নি ওই বাড়ির লোকজন।

একপর্যায়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর, লুটপাট করতে থাকে ওই কিশোররা। নারীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা হামলাকারী ১১ জনকে ধরে একটি ঘরে আটকে রেখে র‌্যাব ও পুলিশকে খবর দেয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সবাইকে আটক করে থানায় নিয়ে যায়। আটক কিশোররা এখন থানাতেই আছে।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রুকনউদ্দিন বলেন, ‘খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

আটক কিশোররা ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং সরকারি জেলা স্কুল ও নাসিরাবাদ স্কুলের ছাত্র বলে জানা গেছে।

আকট কিশোরদের মধ্যে আরফিন আলম, মুনির মাসুদ, মাহাররার হোসেন, এ এন আরবার, ইসমাইল, নাহরিয়ার, মাহমুদুল হকের নাম পাওয়া গেছে।

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন হামলার শিকার নারীরা।

এ বিষয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো কামরুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

র‍্যাব ১৪-এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার ইফতেখার রাকীব বলেন, ‘খবর পেয়ে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ হামলাকারীদের আটক করেছে। তবে আমরা স্কুলশিক্ষার্থীদের এ ধরনের ঘটনায় জড়িত হওয়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি

টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বই‌ছে চুয়াডাঙ্গায়। তাপদা‌হের কার‌ণেবিস্তারিত পড়ুন

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকেবিস্তারিত পড়ুন

সন্ত্রাসী হামলায় আইনজীবী আহত

নিজস্ব সংবাদদাতা : কোর্টে বিরোধীদলীয় মামলা পরিচালনা করার কারনে সন্ত্রাসীবিস্তারিত পড়ুন

  • রাজধানীতে হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
  • ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • তালাশ টিমের উপর হামলা, ক্র্যাবের নিন্দা ও প্রতিবাদ
  • ক্যাম্পে নাশকতার পরিকল্পনা, অস্ত্র-গোলাসহ ৪ গ্রেপ্তার
  • নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা আটক নীলফামারীতে
  • আমতলীতে তৃতীয়বার মেয়র হলেন মতিয়ার রহমান
  • সোনারগাঁয়ে ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত
  • চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
  • মৌলভীবাজারে ২৯০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ
  • কলেজের পিয়ন আবার স্কুলের প্রধান শিক্ষকও তিনি
  • মানিকগঞ্জে হুমকি দিয়ে মন্দিরের মাটি কেটে রাস্তা নির্মাণ