বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বিচারক নেই ৪ মাস, বিচারকাজ বন্ধ ৬ হাজার মামলার

রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক নেই প্রায় ৪ মাস। এ কারণে প্রায় ৬ হাজার মামলার বিচারকাজ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বিচারপ্রার্থী মানুষ। জরুরি ভিত্তিতে বিচারক নিয়োগ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে আইনজীবী সমিতি।

আইনজীবী ও বিচারপ্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে চলতি বছরের জুন মাসের প্রথম দিকে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক অবসরে চলে যাওয়ার পর থেকে এ আদালতে কোনও বিচারক নেই। জরুরি প্রয়োজনে ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জেলা ও দায়রা জজ। তবে তার নিজের আদালতে মামলার চাপও যথেষ্ট। দুটি আদালতের দায়িত্ব পালন করতে তাকে হিমশিম খেতে হচ্ছে। আইনজীবীরা বলেছেন বিচারক না থাকায় দিনের পর দিন নতুন মামলা রুজু করা সহ প্রতিদিনকার মামলাই শুনানি সম্ভব হচ্ছে না। অন্যদিকে বিচারাধীন যে ৬ হাজার মামলা রয়েছে তার বিচারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে বিচারপ্রার্থীরা বিচার থেকে বঞ্চিত হচ্ছে।

সরেজমিনে রংপুরের নারী ও শিশু নির্যাতন আদালতে গিয়ে দেখা গেছে বিচারপ্রার্থী অনেক নারী ও পুরুষ আদালতের সামনে অপেক্ষা করছেন। গঙ্গাচড়া উপজেলার ধামুর গ্রাম থেকে আসা শাহাজাহান মিয়া বলেন, ‘১২ বছর আগে আমাদের নামে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করা হয়। সেই মামলায় আমরা ১২ বছর ধরে আদালতে আসছি আর হাজিরা দিয়ে আবার বাড়ি ফিরে যাচ্ছেন। আজ পর্যন্ত মামলার সাক্ষ্য গ্রহণই শুরু হয়নি। অথচ মামলার তারিখে উকিল মহুরি ও আমাদের যাতায়াত খরচ বাবদ দেড় থেকে দু হাজার টাকা খরচ হচ্ছে। মামলার খরচ জোগাতে ইতোমধ্যে দুই বিঘা জমির দেড় বিঘাই বিক্রি করে দিতে হয়েছে। কবে নাগাদ মামলার বিচার শুরু হবে আর কবেই বা শেষ হবে তা জানি না।’

বদরগজ্ঞের কুতুবপুর নাগের হাট এলাকা থেকে আসা সাবিত্রি রানী জানান, তাদের নামে প্রতিপক্ষ নারী নির্যাতনের মিথ্যা মামলা দায়ের করেছে দুই বছর আগে। তখন থেকে প্রতি তারিখে আদালতে আসছেন, হাজিরা দিচ্ছেন আর বাড়ি ফিরে যাচ্ছেন। বিচার কবে শুরু হবে তা জানেন না। আদালতে এসে শুনছেন বিচারক নেই। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উকিল মহুরিকে প্রতি তারিখে টাকা দিতে হয়। এতো টাকা কোথায় পাবো?’

পীরগঞ্জের খালাসপীর গ্রামের মমতা বেগম জানান, ১১ বছর আগে তিনি ধর্ষনের শিকার হলে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় আসামিরা জামিনে রয়েছে। দীর্ঘ ১১ বছরে মামলার বিচার শুরু হয়নি। আজ অবধি একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়নি। তার প্রশ্ন, ‘তাহলে আর কত বছর লাগবে মামলার বিচার শেষ হতে?’

বিচারপ্রার্থীদের হয়রানির বিষয়ে রংপুরের সিনিয়র আইনজীবী হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ রংপুর শাখার আহ্বায়ক এম এ বাশার অ্যাডভোকেট বলেন, ‘রংপুরে নারী নির্যাতনের হার অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি। এখানে আগে ২টি ট্রাইবুনাল ছিল। সেখানে দুজন বিচারক ছিলেন। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে একটি আদালত এখান থেকে নরসিংদী জেলায় নিয়ে যাওয়া হয়। ফলে একটি আদালত ও একজন বিচারক দিয়ে কোনও রকমে বিচারকাজ চলে আসছিলো। এসব কারণে এখানে যে মামলার জট সৃষ্টি হয়েছে তা আর কমানো সম্ভব হয়ে ওঠেনি। তার ওপর ৪ মাস ধরে বিচারক নেই এ অবস্থায় বিচারপ্রার্থীরা কোনও বিচার পাচ্ছে না। এটা ন্যায় বিচারের পরিপন্থী বলে তিনি অভিযোগ করে দ্রুত বিচারক নিয়োগ করার দাবি জানান তিনি।

এ ব্যাপারে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি ২ জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, ‘নারী নির্যাতন মামলায় যেখানে ৩ মাসের মধ্যে বিচার শেষ হওয়ার কথা সেখানে মামলার তারিখ পড়ে বছরে ২টা। এখানেই আইনের লঙ্ঘন হয়ে যাচ্ছে। এ জন্য দ্রুত মামলা নিস্পত্তির জন্য রংপুরে কমপক্ষে দুই জন বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন।’

অন্যদিকে একই আদালতের বিশেষ পিপি ১ রফিক হাসনাইন জানান, রংপুরে নারী নির্যাতন মামলা দ্রুত নিস্পত্তির জন্য তিন জন বিচারক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। কিন্তু বিচার বিভাগ স্বাধীন হওয়ায় বিচারক নিয়োগ দেওয়ার ক্ষমতা প্রধান বিচারপতির। তিনি স্বীকার করেন, ১২ বছর নয়, ১৮ বছর ধরে আদালতে আসছেন আর ঘুরে যাচ্ছেন এমন মামলাও রয়েছে। তবে দ্রুতই রংপুরে তিন বিচারক নিয়োগ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সার্বিক বিষয়ে জানতে রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সমিতির পক্ষ থেকে মন্ত্রণালয়ে জানানো হয়েছে। দ্রুতই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানতে পেরেছেন।র্

আরও পড়ুন এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসন সাড়ে তিন লাখ

এই সংক্রান্ত আরো সংবাদ

মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জবিস্তারিত পড়ুন

রংপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পালাল চিকিৎসক

রংপুরে ভুল চিকিৎসায় মেধা (২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগবিস্তারিত পড়ুন

ট্রাকচালকের আসনে ছিল হেলপার

পীরগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

  • দুই ঠিকাদারকে পিটিয়ে টাকা ছিনতাই করল আ’লীগ-যুবলীগ
  • রংপুরে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা গ্রেফতার
  • গৃহবধূ হত্যায় স্বামী ও দেবরের ফাঁসি
  • বাল্যবিয়ের প্রতিবাদে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা
  • স্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে অসহায় স্বামীর মামলা
  • রংপুরে গাছে বাসের ধাক্কা, তিনজন নিহত
  • পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত
  • খাদিজাকে বাঁচাতে বিনা পারিশ্রমিকে গাইবেন জনপ্রিয় শিল্পীরা
  • রংপুরে গৃহবধূর লাশ উদ্ধার
  • রংপুরে ২ গৃহবধূ নিহত, স্বামীরা আটক
  • যে কম্বল দেয় তা দিয়া ঠাণ্ডা কাটে না বাহে
  • রংপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে বিয়ে করেছেন ৪৫বছরের শিক্ষক!