বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বয়স ৮৪, কিন্তু হাতে পিস্তল কথা বলে ‘দাদি’র

ত্তরপ্রদেশের বাগপাত জেলার জোহরি গ্রামের বাসিন্দা চন্দ্রো তোমরের বয়স যখন ৬৫, নাতনির বায়না রাখতে একদিন‌ ‘জোবরি রাইফেল ক্লাব’-এ যান তার সঙ্গে। নাতনির ইচ্ছে রাইফেল চালানো শেখা।

কুমার শানুর গাওয়া গানটা আবারও মনে পড়ে যায় এই ‘দিদিমা’র কথা বলতে গেলে। চন্দ্রো তোমর, বর্তমানে যাঁর বয়স ৮৪ বছর। ৬ সন্তান ও ১৫ জন নাতিপুতি নিয়ে বেশ সুখের সংসার ছিল তাঁর।

উত্তরপ্রদেশের বাগপাত জেলার জোহরি গ্রামের বাসিন্দা চন্দ্রো তোমরের বয়স যখন ৬৫, নাতনির বায়না রাখতে একদিন‌ ‘জোবরি রাইফেল ক্লাব’-এ যান তার সঙ্গে। নাতনির ইচ্ছে রাইফেল চালানো শেখা। কিন্তু, সেখানে গিয়ে ‘দাদি’ একটি পিস্তল তুলে নিজে থেকেই টার্গেট প্র্যাক্টিস করতে শুরু করেন। তাঁর দক্ষতায় মুগ্ধ হয়ে যান, সেখানে উপস্থিত সকলে।
image (2)
তার পরে আর ঘুরে তাকাননি তিনি, এক সর্বভারতীয় দৈনিককে জানিয়েছেন চন্দ্রো তোমর। পিস্তলই যেন তাঁর কাছে সব কিছু হয়ে গেল সেই মুহূর্ত থেকে। ‘বয়স কখনওই কোনও কাজে বাধা হতে পারে না’, বলে জানান চন্দ্রোদেবী।

এ যাবৎ ভারতের নানা জায়গায় গিয়ে ২৫টি চ্যাম্পিয়নশিপ জিতে এসেছেন চন্দ্রো তোমর। এবং সে কারণেই তিনি ‘শ্যুটার দাদি’ বা ‘রিভলবার দাদি’ নামেও পরিচিত।

চন্দ্রোদেবীর প্রভাব পড়েছে আশেপাশের বহু মহিলার উপরেও। বর্তমানে প্রায় ২৫ জন মহিলা রাইফেল ক্লাবে প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ৮০ বছরের প্রকাশি তোমর। তিনি সম্পর্কে চন্দ্রো তোমরের ননদ।

প্রসঙ্গত, ২০১০ সালে রিভলবার তোমরের বড় মেয়ে, সীমা তোমার ‘রাইফেল অ্যান্ড পিস্তল ওয়ার্ল্ড কাপ’-এর প্রথম মহিলা বিজয়ী হন। দাদির নাতনি, নীতু সোলাঙ্কিও বেশ কিছু আন্তর্জাতিক শ্যুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

লজ্জায় লাল হয়ে যায় পাখিও

লজ্জা পেলে শুধু মানুষের মুখই লাল হয়ে যায় তা কিন্তুবিস্তারিত পড়ুন

  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ
  • কান্না থামছিল না তাঁরঃ ‘বাবা আমি আসছি’ বলে লাশ হলেন তরুণী