বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মাদক খাইয়ে আমাকে ধর্ষণ করেছিলো স্বামী এবং…

বিয়ের পর কেটে গিয়েছে নয় বছর৷ এতদিন পর স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে এক নৃত্যশিল্পীর অভিযোগ, দশ বছর আগে তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করেছিলেন তাঁর স্বামী৷ যদিও তখন অভিযুক্ত ‘স্বামী’র সঙ্গে তাঁর বিয়ে হয়নি৷ একইসঙ্গে স্বামীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগও তুলেছেন ওই নৃত্যশিল্পী৷ সম্প্রতি সার্ভে পার্ক থানায় ওই অভিযোগ দায়ের হয়৷ খবর-সংবাদ প্রতিদিন

এই ‘বিরল’ ধরনের অভিযোগ পাওয়ার পর হতবাক পুলিশও৷ বধূ অত্যাচারের অভিযোগ প্রায়ই পুলিশের কাছে আসে৷ এমনকী, বিয়ের পরও স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পুলিশের কাছে এসেছে৷ কিন্তু তা বলে দশ বছর আগে স্বামী ধর্ষণ করেছিলেন, এমন অভিযোগ পুলিশের কাছে বিশেষ আসেনি৷ যদিও এই অভিযোগ পাওয়ার পর পুলিশ বেশ গুরুত্ব দিয়েই তদন্ত শুরু করেছে৷ অন্যান্য ধর্ষণের মামলার মতো ওই নৃত্যশিল্পীকেও আদালতে গোপন জবানবন্দি দেওয়ানো হবে৷

পুলিশ জানিয়েছে, সম্প্রতি ওই নৃত্যশিল্পী পুলিশের কাছে অভিযোগ জানান, তিনি ওড়িশি ও বিভিন্ন আধুনিক নৃত্যেও পারদর্শী৷ গত ২০০৬ সালের জানুয়ারি মাসে একটি নামী রিসর্টে তাঁর নাচের অনুষ্ঠান ছিল৷ অনুষ্ঠানের শেষে এক ব্যক্তি তাঁর সঙ্গে পরিচয় করেন৷ নিজের কার্ড দেন৷ বলেন, তিনি যাতে আরও অনেক বেশি অনুষ্ঠান পান, সেই ব্যবস্থা তিনি করবেন৷ কয়েক মাস পর নৃত্যশিল্পী ওই ব্যক্তির ফোন পান৷ ২০০৬ সালেরই এপ্রিল মাসে ওই ব্যক্তি তাঁকে একটি হোটেলে দেখা করতে বলেন৷ সেইমতো যুবতী হোটেলের একটি ঘরে যান৷ বাইপাসের পাশে ওই হোটেলটি এখন প্রগতি ময়দান থানা এলাকার আওতায় পড়ে৷

নৃত্যশিল্পীর অভিযোগ, ওই ব্যক্তি গল্প করতে করতেই তাঁকে ঠান্ডা পানীয় খেতে দেন৷ পানীয় খাওয়ার পর ওই যুবতী মাদকাচ্ছন্ন হয়ে যান৷ সেই সুযোগে ওই ব্যক্তি তাঁকে ধর্ষণ করেন৷ ঘটনাটি যুবতী বাড়িতে জানালেও ভয়ে বাইরের কাউকে জানাননি৷ এর পরও ওই ব্যক্তি তাঁর সঙ্গে সম্পর্ক রাখেন৷ যুবতীর মা ওই ব্যক্তিকে বলেন তাঁর মেয়েকে বিয়ে করতে৷ সেই প্রস্তাব মেনে ওই ব্যক্তি গত ২০০৭ সালে নৃত্যশিল্পীকে বিয়ে করেন৷

পুলিশকে করা অভিযোগে ওই নৃত্যশিল্পী জানিয়েছেন, বিয়ের সময় নয় লাখ টাকার গয়না তাঁর বাপের বাড়ি থেকে যৌতুক হিসাবে দেওয়া হয়েছিল৷ তাঁর অভিযোগ, বিয়ের পর থেকে তাঁর উপর অত্যাচার চালানো হচ্ছিল৷ কিন্তু গত কয়েক মাস ধরে তাঁর উপর অত্যাচার বেড়ে চলে স্বামীর৷ স্বামী তাঁকে পাঞ্জাবের পাতিয়ালায় নিয়ে যান৷ অভিযোগ, পাতিয়ালায় তাঁর উপর শুরু হয় শারীরিক ও মানসিক অত্যাচার৷ তাঁর নয় লাখ টাকার গয়না অত্যাচার চালিয়ে স্বামী কেড়ে নেন বলে অভিযোগ করেছেন ওই নৃত্যশিল্পী৷ এর পর তিনি কলকাতায় ফিরে আসেন৷ পুলিশকে জানিয়েছেন, তিনি এখন স্বামীর সঙ্গে থাকেন না৷ তিনি দক্ষিণ কলকাতার নিউ সন্তোষপুর এলাকার একটি আবাসনের ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকেন৷

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নৃত্যশিল্পীর অভিযোগের ভিত্তিতে একসঙ্গেই পণের জন্য অত্যাচার ও দশ বছর আগের ধর্ষণের তদন্ত চলছে৷ এত বছর পর এই ধর্ষণের ঘটনার প্রমাণ জোগাড় করার চেষ্টা চলছে৷ যদিও বিয়ের পর ওই যুবতী কেন স্বামীর বিরুদ্ধে পুরনো ধর্ষণের অভিযোগ দায়ের করলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে৷ যদিও তদন্তের পর অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ৷

এই সংক্রান্ত আরো সংবাদ

তৃণমূল গুন্ডা অপরাধীদের উন্নয়ন করেছে

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তৃণমূল কংগ্রেসের নিন্দা করেছেন এবং দাবিবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে সর্বশক্তি দিয়ে লড়ব: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছেন তার দেশের সেনাবাহিনীর ওপরবিস্তারিত পড়ুন

হেলিকপ্টার বিধ্বস্তে কেনিয়ার সামরিক বাহিনীর প্রধানসহ নিহত ১০

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সামরিক বাহিনীর প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডিবিস্তারিত পড়ুন

  • ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
  • গবেষণায় বাংলাদেশে বিক্রি হওয়া শিশুখাদ্য সেরেলাক নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • স্বর্ণের দাম সব রেকর্ড ভাঙল
  • গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, ৪ শিশুসহ নিহত ১৪
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা ফিলিস্তিনিদের
  • চার দিনেরে সফরে ঢাকায় ভুটানের রাজা
  • ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২০
  • কঠিন রোগে ভুগছেন হিনা খান, চাইলেন ভক্তদের সাহায্য
  • আফগানিস্তানে তীব্র তুষারপাত ও বৃষ্টিতে ৬০ জনের মৃত্যু
  • গুরুতর আহত মমতা, হাসপাতালে ভর্তি
  • কে কোন ক্যাটাগরিতে জিতলেন অস্কার?
  • মিস ওয়ার্ল্ড-২০২৪ জিতলেন ক্রিস্টিনা পিসকোভা