শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

‘মাশরাফির বিকল্প এখনো তৈরি হয়নি’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে কয়েক দিন ধরেই প্রশ্ন উঠছে, আসন্ন বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলতে পারবেন কি না। তবে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পরিষ্কার করে বলেছেন, মাশরাফি যত দিন ইচ্ছা বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবেন। দলে এখন পর্যন্ত মাশরাফির বিকল্প তৈরি হয়নি।

কিছু দিন আগে এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসান মাশরাফির টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ার প্রসঙ্গ টেনে একটি প্রক্রিয়া শুরুর কথা বলেছিলেন। এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে বাদ দেয়া হচ্ছে অধিনায়ক মাশরাফিকে। তবে সংবাদমাধমের এ তথ্যকে ভিত্তিহীন উল্লেখ করে পাপন জানান, অধিনায়ক মাশরাফিকে বাদ দেয়ার প্রশ্নই ওঠে না।

আজ দুপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ক্রীড়া সচিবের সাথে সাক্ষাৎ করতে আসেন। এরপর মিডিয়ার সামনে কথা বলতে গেলে মাশরাফি প্রসঙ্গ চলে আসে। তখন পাপন বলেন, ‘আমার আগের কথোপকথনে পুরোটা প্রচার মাধ্যমে আসেনি। যততুকু এসেছে তা শুনে মনে হয়েছে আমরা বুঝি মাশরাফিকে বাদ দিতে তৎপর। আসলে তা মোটেই সত্য নয়, আর এ ধরনের সংবাদ মাশরাফি ও আমাদের জন্য বিব্রতকর।’

মাশরাফির প্রশংসা করে বিসিবি প্রধান বলেন, ‘সম্ভবত মাশরাফি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক। তার নেতৃত্ব ক্ষমতা অসাধারণ, এক কথায় মাশরাফির সামর্থ্য নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই। আর পেস বোলার মাশরাফিও দলের অন্যতম সেরা পারফর্মার। তার চেয়ে বড় কথা অধিনায়ক হিসেবে এই মুহূর্তে তার বিকল্প কেউ নেই। কাজেই অধিনায়ক মাশরফিকে সরানর প্রশ্নই আসে না আর আমরা তা নিয়ে ভাবছিও না।’

এদিকে দলের স্বার্থে প্রতিটি খেলোয়াড়ের বিকল্প রাখতে হয় উল্লেখ করে পাপন আরো বলেন, ‘দলের স্বার্থে সব পারফর্মারের বিকল্প রাখতে হয়। সাকিব খেলা ছেড়ে দিলে কি হবে? মুশফিকের জায়গা কে নিতে পারেন, এমন চিন্তা তো বোর্ডের থাকবেই, সেটা আগে থেকেই চিন্তা করতে হবে, আর সে চিন্তা আমাদে মাথায় আছে। সেটা সবার বেলাই প্রযোজ্য। তবে এই মুহূর্তে মাশরাফিকে সরানোর কোনো সুযোগ ও সম্ভাবনা নেই। আমরা তা ভাবছিও না। মাশরাফির সাথে আমার কথা হয় এবং সব ঠিক আছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা