বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

যে ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণ করে অভিনেতা তানভীর তনু

২৫ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিনেতা তানভীর তনুকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রূপনগর আবাসিক এলাকার নিজের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল আলম জানান, পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আজ শনিবার সকালে তানভীর তনুকে আদালতে পাঠানো হবে।

পুলিশ সূত্র থেকে জানা গেছে, একটি বেসরকারি প্রতিষ্ঠানের ২৫ বছর বয়সী তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তানভীর তনুর। তাঁর স্ত্রী থাকার পরও তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণীকে মালয়েশিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তানভীর তনু। ওই তরুণীর অভিযোগ, গত ৬ মে তানভীর তনু তাঁর নিজের বাসা ডেকে নেন। এ সময় তাঁর স্ত্রী বাসায় ছিলেন না। তবে তানভীর তনুর এক বন্ধু ছিলেন।

একপর্যায়ে তরুণীকে ধর্ষণ করেন তিনি। এরপর বন্ধুকেও ধর্ষণ করতে বলেন তানভীর তনু। একপর্যায়ে ওই তরুণী পালিয়ে আসেন। এ ঘটনার পর তানভীর তনু পলাতক ছিলেন। তবে তিনি বাসায় ফিরে আসার খবর পেয়ে ওই তরুণী পুলিশকে খবর দেন। এরপরই সেখান থেকে তানভীর তনুকে পুলিশ গ্রেপ্তার করে।

এদিকে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া অভিনেতা তানভীর তনু সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি তার কোনো সহশিল্পীই। তবে কয়েকজন শিল্পী নাম প্রকাশ না করার শর্তে তাকে নিয়ে কিছু তথ্য জানান।

তাদের জানানো তথ্য অনুযায়ী, তানভীর তনু আই ডোন্ট কেয়ার, খাসজমিন, গুণ্ডা দ্য টেরোরিস্ট, পাষাণ, ফুল অ্যান্ড ফাইনাল ছবিগুলোসহ অনেক ছবিতে অভিনয় করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘কর্মফল’ অবলম্বনে নির্মিত নাটক ‘কর্মফল’র সতীশ চরিত্রেও দেখা গেছে তাকে।

তার ক্যারিয়ারের শুরু র‍্যাম্প মডেলিং দিয়ে, পরবর্তীতে তিনি নাটক এবং ফুল অ্যান্ড ফাইনাল দিয়ে সিনেমায় অভিনয় শুরু করেন।

তাকে নিয়ে সর্বশেষ কাজ করা একজন চিত্রপরিচালক বলেন, ‘আমার জানা মতে তিনি ব্যক্তিজীবনে বিবাহিত। তার স্ত্রী চাকরি করেন। এ ছাড়া তার নিজের ব্যবসা রয়েছে। ’ তবে কিসের ব্যবসা রয়েছে তা ওই পরিচালক জানাতে পারেননি।

প্রসঙ্গত, তরুণীকে ধর্ষণের অভিযোগে তানভীর তনুকে শুক্রবার রাতে মিরপুরের রূপনগর আবাসিক এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তনুকে গ্রেফতারের সময় বাসায় তার স্ত্রীও ছিলেন। তবে এ দম্পতির কোনো সন্তান নেই বলে জানান ওসি।

এই সংক্রান্ত আরো সংবাদ

মামুনুল হকের জামিন হল নাশকতা মামলায়

নাশকতার তিন মামলায় জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিববিস্তারিত পড়ুন

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা

এফডিসিতে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করেছে কয়েকজন চলচ্চিত্র শিল্পী। সেখানকারবিস্তারিত পড়ুন

বেনজীরের বিরুদ্ধে দুদকে ব্যারিস্টার সুমনের অভিযোগ 

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদেরবিস্তারিত পড়ুন

  • টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
  • ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
  • টাঙ্গাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
  • সন্ত্রাসী হামলায় আইনজীবী আহত
  • ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • তালাশ টিমের উপর হামলা, ক্র্যাবের নিন্দা ও প্রতিবাদ
  • ক্যাম্পে নাশকতার পরিকল্পনা, অস্ত্র-গোলাসহ ৪ গ্রেপ্তার
  • সুপ্রিম কোর্টে মারামারি ঘটনায় ৩ সহকারী অ্যাটর্নি জেনারেল বরখাস্ত
  • তথ্য চেয়ে সাংবাদিক জেলে: সুষ্ঠু তদন্তে জোর দিচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী
  • নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা আটক নীলফামারীতে
  • সোনারগাঁয়ে ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত