শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত ২

রাজধানীর মোহাম্মদপুরে গুলিতে দু’জন আহত হয়েছেন। র‌্যাবের দাবি, তাদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই দুই ব্যক্তি আহত হন। যাদেরকে ‘ডাকাত দলের সদস্য’ বলে জানায় র‌্যাব।

মঙ্গলবার ভোর রাতে মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় ‘এ বন্দুকযুদ্ধ’ হয়।

গুলিবিদ্ধরা হলেন- মো. হেলাল (৩৫) ও মো. সিরাজুল ইসলাম (৫০)।

গুলিবদ্ধ দুই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া জানান, ভোরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে নিয়ে আসে র‌্যাব।

এদের মধ্যে হেলালের বাঁ ঊরু ও সিরাজুলের ডান ঊরুতে গুলি লাগে।

তিনি জানান, তাদের মধ্যে সিরাজুলকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর র‌্যাব-২ নিয়ে গেছে। অন্যজন চিকিৎসাধীন।

র‌্যাব সদরদফতরের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মিজানুর রহমান জানান, মঙ্গলবার ভোর রাতে মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ডাকাতদের জড়ো হওয়ার খবর পেয়ে র‌্যাবের টহলদল সেখানে যায়।

এসময় ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে দু’জনকে আহত অবস্থায় আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি জানান, আটক দুই ব্যক্তির কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদপুর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) ফজল জানান, মোহাম্মদপুর হাউজিং এলাকায় র‌্যাবের সঙ্গে একটি ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে এ বিষয়ে লিখিত কোনো তথ্য আমরা পাইনি। তাই এ নিয়ে কিছু বলতে পারবো না।

তিনি জানান, ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তির আহত হওয়ার খবর শুনেছি। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাজধানীর শিশু হাসপাতালে আগুন

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালে আগুন লেগেছে। আজ শুক্রবার দুপুরবিস্তারিত পড়ুন

বায়ু দূষণ: শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে পাকিস্তান

বায়ুদূষণ বিশ্বজুড়ে এক মহামারি আকার ধারণ করেছে। দক্ষিণ এশিয়ার তিনবিস্তারিত পড়ুন

ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য মন্ত্রণালয় থেকে খেজুরের দাম নির্ধারণ করে দেওয়ার বিজ্ঞপ্তিতে নিম্নমানেরবিস্তারিত পড়ুন

  • রাজধানীতে হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
  • রাস্তায় ইফতার করলেন ডিএমপি কমিশনার
  • অবশেষে ডিএনএ পরীক্ষায় জানা গেল অভিশ্রুতি নাকি বৃষ্টি
  • তিন অপহরণকারী আটক, অপহৃত শিশু উদ্ধার !
  • ধর্ষণ করার আগে ছাত্রীটিকে দল বেঁধে মারধর করল
  • কখনো অঝর ধারায়, কখনো বা থেমে থেমে বৃষ্টি, ভোগান্তি সারাদিন
  • অধরা সিদ্দিকুরের দুর্দশায় দায়ী পুলিশরা
  • মতিঝিলে জনতা টাওয়ারে আগুন
  • মিরপুর ও আশপাশের এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
  • এই দুর্ভোগের শেষ কবে?