শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

শেরপুরে পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা

শেরপুরে রাকিবুল হাসান নামে এক পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার পুলিশ সদস্য নং-২২৭। তিনি গত বছরের ১২ নভেম্বর থেকে শেরপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

সোমবার সকালে ভাতশালা ইউনিয়নের বাটারা এলাকার বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটির নিচ তার লাশ উদ্ধার করা হয়।

বিদ্যুৎ সঞ্চালন লাইনটি জেলা পুলিশ লাইন থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শহরের আলোচিত ‘মক্ষীরানী’ মিনু বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত রকিবুল হাসান টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পুটিয়াজানির শৈলকুড়িয়া গ্রামের প্রবাসী মো. শাহজাহান মিয়া ছেলে।

এদিকে রকিবের লাশ উদ্ধারের পর পুলিশের শীর্ষ পর্যায়ের সব কর্মকর্তা, সিআইডি, ডিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা পুলিশের কনস্টেবল রাকিবুল হাসানকে হত্যা করে বিদ্যুতের টাওয়ারের নিচে লাশ ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে রাকিবুলের লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। লাশটি উদ্ধারের সময় মাথার ডান পাশ থেতলানো, উরুর ডান পাশে ভারী অস্ত্রের আঘাত এবং এসিড দিয়ে শরীরের বিভিন্ন অংশ ঝলসানোর চিহ্ন পাওয়া গেছে।

এ সময় লাশের পাশ থেকে একটি টি-শার্ট, একটি মোবাইল ফোন এবং মহিলাদের ব্যবহৃত একজোড়া সেন্ডেল উদ্ধার করা হয়। রকিবের লাশ উদ্ধারের পর পুলিশের শীর্ষ পর্যায়ের সব কর্মকর্তা, সিআইডি, ডিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সদস্যরা রক্তের দাগ অনুসরণ করে পুলিশ লাইন সংলগ্ন শহরের বহুল আলোচিত মক্ষীরাণী মিনু বেগমের বাড়িতে যান। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক তল্লাশি চালান তারা। এসময় মিনু বাড়িতে ছিলেন না। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ির মালিক মিনুকে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হেফাজতে নেয়।

এদিকে শহরের পুলিশ লাইনের পাশেই পুলিশ সদস্য খুন হওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে পাষন্ড স্বামী

শেরপুরে মাসুদা বেগম (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যারবিস্তারিত পড়ুন

শিশু রনিকে যুবক বানিয়ে মামলা, অবশেষে জামিন

শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘরাকান্দি ইউনিয়নে একটি মারপিটের মামলায় রনি নামেবিস্তারিত পড়ুন

কৃষকের ঘর ও প্রাণ ‍দুই-ই নিলো বুনো হাতি

শেরপুর প্রতিনিধি : বুনো হাতির আক্রমণে শেরপুরের শ্রীবরদীতে রিবন মারাকবিস্তারিত পড়ুন

  • মাত্র ৭ জন পরীক্ষার্থীর জন্য পরীক্ষা কেন্দ্র!
  • শেরপুরে টর্নেডোর আঘাতে ২৭টি ঘরবাড়ি লণ্ডভণ্ড
  • ইমামকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ
  • মাজারে চাঁদা তোলাকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য নিহত
  • শেরপুরে ২ ভাইয়ের যাবজ্জীবন
  • শেরপুরে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার
  • শেরপুরের বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহত
  • শেরপুরে পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
  • শেরপুরে বন্য হাতির হামলায় এক নারীর মৃত্যু
  • শেরপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • শেরপুরে এবার ১৫০ মণ্ডপে দুর্গাপূজা
  • শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত