শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সরকারী কর্মকর্তারা পহেলা বৈশাখ উপলক্ষে নববর্ষ ভাতা পেলে পহেলা মে উপলক্ষে শ্রমিকরা ভাতা কেন নয়?

শ্রমিকের হাতুড়ির আঘাতের পর আঘাতে সভ্যতার সৃষ্টি, সভ্যতার অগ্রযাত্রা। তাদের শ্রমেই আধুনিক থেকে অতি আধুনিকতার ছোঁয়া। অথচ সভ্যতার শুরু থেকেই অধিকারহারা শ্রমিকরা।

ইটের ওপর ইট গেঁথে আকাশচুম্বী প্রাসাদে বসে যখন মহাকাশ জয়ের স্বপ্ন বোনা হয় ঠিক তখনও শ্রমিকরা অধিকার আদায়ে বুকের রক্ত ঝরায়।
বঞ্চিত খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাস ১৩১ বছর পার হলো। আজ পহেলা মে। মহান মে দিবস।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা শ্রমজীবী মানুষসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এ ছাড়াও দিবসটি উপলক্ষে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকেও তোলপাড় শুরু হয়েছে। কিছু পোষ্ট ‘আমাদের কণ্ঠস্বর’ এর পাঠকদের জন্য তুলে ধরা হলো—

নিজাম উদ্দিন নামের এক ভাই লিখেছেন, আজ মে দিবস! এই একটা দিন শুধু অযথা চিৎকার চেচামেচি। বছরের বাকি সময় গুলোতে শ্রমিকদের কথা আর কেউ ভুলে ও বলে না। যদিও বা মুখে বলে কাজে না। খোঁজ করলে দেখা যাবে,যারা বেশি চিৎকার চেচামেচি করছে তাদের বাড়িতেই শিশু শ্রমিক নির্যাতিত হচ্ছে। আর আমাদের দেশের সমাজতান্ত্রীক দল গুলোর কথা কি বলবো! তাদের চরিত্র হারিয়ে এখন দালালি শুরু করেছে!

আশ্রাফুল তানজিল নামের এক ভাই লিখেছেন, আমি চাই সকল শ্রমজীবী মানুষ তার নিধারিত মুল্য সঠিক সময়মত ফিরে পাক!

জুয়েল রানা নামের এক ভাই লিখেছেন, সরকারী কর্মকর্তারা পহেলা বৈশাখ উপলক্ষে নববর্ষ ভাতা পেলে পহেলা মে উপলক্ষে শ্রমিকদের জন্য মে – ভাতা কেন নয়??

নাসরিন সুলতানা নামের এক বোন লিখেছিন, “শ্রমিকের ঘাম শুকানোর আগেই তারপারিশ্রমিক পরিশোধ করো”।—–হযরত মুহাম্মদ (সাঃ)

এই সংক্রান্ত আরো সংবাদ

খেলার জগতের সামাজিক দায়বদ্ধতা ও পেশাদারি কাঠামো

লাল-সবুজের তরুণ প্রজন্মের এ সময়ের প্রিয় শ্লোগান, ‘বাংলাদেশের জান, সাকিববিস্তারিত পড়ুন

আগস্টের শোককে শক্তি হিসেবে নিতে পারি আমরা তরুণেরা

“যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তিবিস্তারিত পড়ুন

বাবা যখন ধর্ষক

যেখানে আপন বাবাই ধর্ষণ করে, সেখানে সৎ বাবার ধর্ষণ আমাদেরবিস্তারিত পড়ুন

  • দুই বড় দেশ যখন প্রতিবেশী ও প্রতিযোগী
  • মৌসুমি নৌকা শোরুম
  • ভারতবিদ্বেষ কেন বেড়ে চলেছে?
  • জনগণের কাছে শেখ হাসিনাই জয়ী
  • ‘গুলিস্তান’ নেই, তবু আছে ৬৪ বছর ধরে
  • পদ্মা ব্রিজ দিয়ে কী হবে?
  • যুদ্ধাহতের ভাষ্য: ৭০– “এখন অমুক্তিযোদ্ধারাই শনাক্ত করছে মুক্তিযোদ্ধাদের”
  • আসুন, বড় হই
  • আসুন, পিঠের চামড়া না তুলে পিঠ চাপড়ে দিতে শিখি
  • বাড়িওয়ালা মওদুদ ও বাড়িছাড়া মওদুদ
  • ব্রিটেনের নতুন সরকার নিয়ে যে শঙ্কা!
  • আওয়ামী লীগ ছাড়া কি আসলে কোনো বিকল্প আছে?