বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সাড়ে ৯ বছর পর মুশফিককে ছাড়াই টেস্ট দল

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সাউদির বাউন্সারে হাসপাতালে যাওয়ার আগে ৫৩টি বল খেলেছিলেন মুশফিক। যার এক তৃতীয়াংশই ছিল ‘মারণাস্ত্র’। অস্ট্রেলিয়া মহাদেশে খেলতে গেলে এমন পরিস্থিতির সামনে পড়তে হবে এটা স্বাভাবিক।

কিন্তু যার হাতের আঙুলে আগে থেকেই চিড়, তিনিই কী না আবারো ব্যাট হাতেই নামলেন। নেমেও কী আর রেহাই পেলেন, একের পর এক বাউন্স তার আহত আঙুলকে আরও থেঁতলে দিতে ছুটে এসেছিল?

তারপরও খেলা চালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের অধিনায়ক। কিন্তু হঠাৎ সাউদির সেই ‘মরণঘাতি’ বাউন্সার। তৎক্ষণাত মাটিতে শুয়ে গেলেন। চারদিক থেকে দৌড়ে আসলেন নিউজিল্যান্ডের খেলোয়াড়রা। একে একে এসে তার অবস্থার কথা জিজ্ঞেস করতেছিল। কিন্তু অবস্থার অবনতি দেখে অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে নেয়া হল হাসপাতালে। ততক্ষণে দ্বিতীয় ইনিংসে দলের অবস্থাও ভালো নেই। তাই হাসপাতাল থেকে এসেও ব্যাট হাতে নামতে চেয়েছিলেন মুশফিক। বাংলাদেশের টেস্ট ক্রিকেট আর মুশফিকুর রহিম বলতে গেলে অবিচ্ছেদ্য এক সম্পর্কই। কিন্তু ইনজুরি আর নিয়তি তো মেনে নিতেই হবে।

তাই দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না ডানহাতি এই ব্যাটসম্যানের। সবচেয়ে বড় কথা সাড়ে ৯ বছর পর মুশফিককে ছাড়া টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

সেই সময় অধিনায়ক ছিলেন মোহাম্মদ আশরাফুল, ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে এখন যিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ। তখন খেলছিলেন হাবিবুল বাশার, যিনি এখন নির্বাচক। তখন জাভেদ ওমর, মোহাম্মদ রফিকরা খেলতেন। টেস্ট ক্রিকেট নিয়ে তখনও স্বপ্ন দেখতেন মাশরাফি বিন মুর্তজা। সেটি ২০০৭ সাল।

সেবার শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ। প্রথম টেস্টে যথারীতি উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন খালেদ মাসুদ। ততদিনে উইকেটের সামনে তার পারফরম্যান্স নিয়ে উঠেছে প্রশ্ন। ওই সফরে প্রথম টেস্টেও বাজে পারফরম্যান্সের পর দ্বিতীয় টেস্টে দেওয়া হলো বাদ। জায়গা পেলেন মুশফিক।

ততদিনে ২০০৫ ও ২০০৬ সালে দুটি টেস্ট খেলে ফেলেছেন মুশফিক। দুটিই ছিল ব্যাটসম্যান হিসেবে। মাসুদ বাদ পড়ায় সুযোগ পেলেন প্রথমবার কিপার ব্যাটসম্যান হিসেবে খেলার। কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় ইনিংসে খেললেন ৮০ রানের দারুণ এক ইনিংস। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। মাসুদের ক্যারিয়ারের ইতি, মুশফিক অধ্যায়ের সূচনা।

সেই অধ্যায় টানা চলে এসেছে এতদিন। ২০০৭ সালের জুলাই থেকে এই ক্রাইস্টচার্চ টেস্টের আগ পর্যন্ত বদলে গেছে অনেক কিছু, কিন্তু বাংলাদেশের টেস্ট দলে মুশফিকের নাম ছিল অবিচল। এই সময়ে খেলেছেন বাংলাদেশের ৪৯ টেস্টের সবকটি। তার ফেরার সেই টেস্টের একাদশের একমাত্র তিনি ছাড়া আর কেউ নেই এখনকার দলে। আততায়ী চোট থামাল তাকেও।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা