শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

স্কুল পড়ুয়া শ্যালিকার সাথে দুলাভাইয়ের অবৈধ সম্পর্কের বলি হলো অসহায় বড় বোন !

ছোট বোনের সাথে স্বামীর অবৈধ সম্পর্কের বলি বড় বোন !

বান্দরবান প্রতিনিধি : স্বামীর সাথে নিজের স্কুল পড়ুয়া ছোট বোনের গোপন প্রেমের অবৈধ সম্পর্ক। এই নিয়ে স্বামী স্ত্রীর সাথে বিবাদ দুই বছর ধরে। প্রতিনিয়ত চলতো অত্যাচার।

‘ক্ষমতার জোরে’ এক বাড়িতেই দুই বোনকে রাখতেন আলাদা ঘরে। সবার কাছে দুজনকেই স্ত্রী পরিচয় দিতেন আনোয়ার হোসেন (৩৬)। স্থানীয় রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারনে দাপট ছিলো আনোয়ারের তাই ভয়ে এ বিষয়ে এলাকার কেউ কথা বলতেন না।
অবশেষে ঘটনা চাউর হলো বড় বোনের লাশ দিয়ে। শুক্রবার (৩০ জুন) পাওয়া যায় বড় বোন নাসিমা আক্তারের (৩২) লাশ।

শহরতলির ভরাখালী থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আনোয়ারকে গ্রেপ্তার করতে না পারলেও তার শ্যালিকা ও দ্বিতীয় স্ত্রী পরিচয়দানকারী শিমু আক্তারকে শনিবার (০১ জুলাই) গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রায় বছরখানেক আগে থেকেই শালী-দুলাভাইয়ের এই অভিসারের কাহিনী চলছিলো। বেশীদিন গোপন থাকেনী বিষয়টি। পরিবার কিংবা স্থানীয়দের মাঝে গোপন রাখার চেষ্টা করেনি তারা নিজেরাও। এরই মাঝে প্রায় ৭ মাস আগে স্কুলপড়ুয়া শ্যালিকা বাবার বাড়ি ছেড়ে দুলাভাইয়ের হাত ধরে পালিয়ে যায়। দিনকতক বাইরে থাকার পর ফিরে আসে বড় বোনের সংসারে সেই বাড়িতেই।

এভাবেই শ্যালিকা দুলাভাইয়ের গোপন মিলনে পথের কাটা হয়ে দাঁড়ায় নাসিমা । যার ফলে, কথায় কথায় স্ত্রীর উপর নির্যাতন চালাতে থাকে আনোয়ার। করে মারধোর। অভিযোগ করেও কোন প্রতিকার পায়না রুমা।

একটু সান্তনার আশায়, বাধ্য হয়ে, দুঃখের কাহিনী শোনায় আত্মীয়স্বজন এবং পাড়া-প্রতিবেশীদের কাছে। অপরদিকে, দিনেদিনে আরও গভীর হতে থাকে শ্যালিকা দুলাভাইয়ের অবৈধ প্রেমের সম্পর্ক। প্রেমের সফল পরিণতি দিতে তারাও সুযোগ খুঁজতে থাকে, পথের কাঁটা নাসিমাকে সরিয়ে দেয়ার।

নাসিমা আক্তারের মা জয়নাব বেগম অভিযোগ করেন, শত চেষ্টাতেও সুখ আসেনি সংসারে। স্বামীর সোহাগ জোটেনি নাসিমার কপালে। দূরত্বের দেয়াল বাধা হয়ে দাঁড়াতে পারেনি শালী-দুলাভাইয়ের প্রেমের সম্পর্কে। বেদম মারধরের পর আনোয়ার গলাটিপে নাসিমাকে হত্যা করেন। আনোয়ার তখন আত্মহত্যা সাজানোর জন্য নাসিমার মুখে কীটনাশক ঢেলে দিয়ে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।

বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভরাখালী (৪ নম্বর ওয়ার্ড) এলাকার সদস্য আবুল কালাম কে বলেন, আনোয়ার হোসেন সব সময় স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন। এরইমধ্যে জড়িয়ে পড়েন শ্যালিকার সাথে প্রেমে। এরই ধারাবাহিকতায় সাত-আট মাস আগে তাঁর শ্যালিকা শিমু আক্তারকে (১৫) লোহাগাড়া থেকে নিয়ে আসেন। দুই বোনকে আলাদা ঘরে রেখে স্ত্রী পরিচয় দিলেও এলাকাবাসী ভয়ে কেউ কিছু বলতে পারতেন না। প্রতিবাদ করলে অকথ্য নির্যাতন চলতো বড় বৌয়ের উপরে । সেই ধারাবাহিকতায় অবশেষে লাশ হলো নাসিমা।

মৃত নাসিমা আক্তারের বাবা নূরুল ইসলাম বান্দরবান সদর থানায় এসে নিজেই ছোট মেয়ে শিমু আক্তার ও জামাই আনোয়ার হোসেনসহ অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি হত্যা মামলা দায়ের করেছেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ প্রাথমিক তদন্তের বরাতে বলেছেন, নাসিমা আক্তারকে স্বামী আনোয়ার হোসেন ও দ্বিতীয় স্ত্রী পরিচয়দানকারী ছোট বোন শিমু আক্তার হত্যা করেছেন বলে মনে হচ্ছে। আনোয়ার হোসেন বর্তমানে পলাতক রয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে, ৬ নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী একটি ট্রাক খাদে অন্তত ছয়জনবিস্তারিত পড়ুন

বান্দরবানে অতি বৃষ্টির কারণে পাহাড় ধসে শিশুসহ নিহত ৬

বান্দরবানে বিভিন্ন এলাকায় অতি বৃষ্টির কারণে পাহাড় ধসে শিশুসহ ছয়জনবিস্তারিত পড়ুন

পুলিশের অভিযানে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটকঃ বান্দরবান

বান্দরবান জেলা প্রতিনিধিঃ বুধবার ভোররাতে অভিযান চালিয়ে বান্দরবান সদর থানাবিস্তারিত পড়ুন

  • হত্যা নাকি আত্মহত্যা? বান্দরবানের কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার !!
  • বান্দরবানে সেনাবাহিনীর সাথে গোলাগুলি, নিহত-১
  • ২ জন আটকঃ বান্দরবানের রুমার গহীন অরন্যে আফিম বাগান ধ্বংস
  • বান্দরবানে বিশুদ্ধ খাদ্য মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
  • বান্দরবানে-কেরানিহাট সড়কে ট্রাক উল্টে আহত ১০
  • বান্দরবানে প্রেমিককে বেঁধে প্রেমিকাকে গণধর্ষণ
  • বান্দরবানে গণপিটুনিতে দুই ‘অপহরণকারী’ নিহত
  • খুলে দেওয়া হয়েছে মংলা-ঘসিয়াখালী খাল
  • ২ শিশুকে ধর্ষণে সরকারি স্কুলের দফতরি গ্রেফতার
  • ঝর্ণায় সাঁতার কাটতে নেমে কলেজশিক্ষক নিখোঁজ
  • বান্দরবানের দুই যুবককে পিটিয়ে হত্যা