বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

হজযাত্রী নিবন্ধন : ঢাকা বিভাগে সর্বোচ্চ বরিশালে সর্বনিম্ন

চলতি বছরের হজ নিবন্ধন কার্যক্রম আগামীকাল রোববার (৩০ এপ্রিল) শেষ হচ্ছে। প্রাক নিবন্ধন ও নানা জটিলতায় একাধিকবার তারিখ পরিবর্তনের ফলে নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে সংশয়ের সৃষ্টি হলেও শেষ পর্যন্ত তা সুষ্ঠুভাবে হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম সচিব মো. আবদুল জলিল।

শনিবার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইতোমধ্যেই বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৩ হাজার ৭৪২ জন ও সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৬৭২ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এছাড়া হজ গাইড ও মোয়াল্লেম ব্যবস্থাপনায় ২১৩ জনের নিবন্ধন আগামীকালের মধ্যেই শেষ হচ্ছে বলে জানান তিনি।

জানা গেছে, চলতি বছরের হজ নিবন্ধনে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৫ হাজার ৬১৫ জন ও বরিশাল বিভাগ থেকে সর্বনিম্ন চার হাজার ৭৯৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। অন্যান্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম থেকে ২৬ হাজার ২৬১, রাজশাহী থেকে ১৮ হাজার ১৭৪, খুলনা থেকে ৮৩৫৩, রংপুর থেকে ৭৪২৯ ও ময়মনসিংহ বিভাগ থেকে ৬৭৮৮ জন নিবন্ধন করেছেন।

ঢাকা বিভাগের মধ্যে ঢাকা জেলা থেকে সর্বোচ্চ ২৫ হাজার ৬১৪ জন নিবন্ধন করেন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ১০ হাজার ১০৩ জন, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার তিন হাজার ৪৫৭ জন, রাজশাহী বিভাগের বগুড়া জেলার তিন হাজার ৪০১ জন, খুলনা বিভাগের খুলনা জেলার দুই হাজার ৩৬ জন, রংপুর বিভাগের দিনাজপুর জেলার এক হাজার ৮৯৪ জন ও বরিশাল বিভাগের বরিশাল জেলার এক হাজার ৬১৪ জন নিবন্ধন করেন।

শনিবার সঙ্গে হজ নিবন্ধনের সার্বিক বিষয় নিয়ে আলাপকালে ধর্ম সচিব মো. আবদুল জলিল বলেন, সৌদি সরকারের নির্দেশনা অনুসারে ২৮ মার্চ থেকে ১২ এপ্রিলের মধ্যে হজ নিবন্ধন সংক্রান্ত সব তথ্য-উপাত্ত পাঠানোর কথা থাকলেও নিবন্ধন জটিলতার কারণে নির্ধারিত সময়ে তা পাঠানো সম্ভব হয়নি।

তাহলে কীভাবে ৩০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করার সুযোগ দেয়া হলো এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ছাড়াও ভারত ও মিশরসহ বেশ কিছু দেশ নিবন্ধন সংক্রান্ত একই ধরনের জটিলতার সম্মুখীন হওয়ায় সৌদি সরকার ৩০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করে।

নির্ধারিত সময়ের মধ্যে সার্বিক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট সব হজ এজেন্সিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সচিব জানান, ইতোমধ্যেই বিজনেস অটোমেশন আইটি প্রতিষ্ঠানের মাধ্যমে হজ নিবন্ধন সম্পন্নকারী হজযাত্রীদের তথ্যউপাত্ত সৌদি আরবে পাঠানোর কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ করার অনুমোদন দিয়েছে সৌদি সরকার। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

বাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি ও সমঝোতা স্মারক সই

দ্বৈতকর পরিহারসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে পাঁচটি চুক্তি এবং পাঁচটিবিস্তারিত পড়ুন

বেনজীরের বিরুদ্ধে দুদকে ব্যারিস্টার সুমনের অভিযোগ 

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদেরবিস্তারিত পড়ুন

ট্রেনে কাটা পড়েছে আনু মুহাম্মদের পায়ের সব আঙুল

রাজধানীর খিলগাঁওয়ে রেলগেটে ট্রেনে বাম পায়ের আঙুল কাটা পড়েছে তেল,বিস্তারিত পড়ুন

  • দেশের কৃষক বাঁচার জন্য যা প্রয়োজন সেটাই করবে সরকার: কৃষি মন্ত্রী
  • সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি
  • বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে টানা ৩ দিন
  • লিটার প্রতি ১০ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম
  • খালেদা জিয়া ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন : প্রধানমন্ত্রী
  • টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি
  • গবেষণায় বাংলাদেশে বিক্রি হওয়া শিশুখাদ্য সেরেলাক নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • স্বর্ণের দাম সব রেকর্ড ভাঙল
  • আগামীতে সবার অন্ন, বস্ত্র, শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করতে পারবো: প্রধানমন্ত্রী
  • শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার
  • জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তার কথা জানালো ডিএমপি কমিশনার
  • শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধের বেদি