বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

হারের পর যা বললেন মুশফিক

অস্ট্রেলিয়ায় প্রথম প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে বৃষ্টি আইনে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ।

শুক্রবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলে সিডনি থান্ডারের বিপক্ষে। এদিন অবশ্য ব্যাটিং ব্যর্থতায় জয় পায়নি বাংলাদেশ। হেরে গেছে ৬ উইকেটে।

আজ অবশ্য দলের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন খেলোয়াড় মাঠে নামেননি। তরুণ খেলোয়াড়দের নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তবে শুরু থেকে তাড়াহুড়ো করতে গিয়ে শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ।

শেষদিকে নুরুল হাসান সোহান ও শুভাগত হোমের ব্যাট ভর করে ১২২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

ম্যাচ শেষে মুশফিকুর রহিমের কাছে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ সম্পর্কে জানতে চাওয়া হলে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, ‘সিডনি থান্ডার ম্যাচটি জিতে নিয়েছে। তবে আমি মনে করি এই মাঠে আমরা ২০ রান কম করেছি। যদিও এই মাঠে ব্যাট করা কিছুটা কঠিন। তারপরও শুরুতেই আমাদের ব্যাটসম্যানদের উপর সিডনি থান্ডারের বোলাররা চাপ তৈরি করে। যদিও এই ম্যাচে আমাদের দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় খেলেননি। তারা যদি খেলত তাহলে ফল হয়তো ভিন্ন হতে পারত। তবে আমি মনে করি আমাদের ব্যাটসম্যানরা শুরু থেকেই তাড়াহুড়ো করেছে। তাতে শুরুতেই আমরা অনেক উইকেট হারিয়ে বসি। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারিনি। তারপরও সোহান এবং শুভাগত বেশ ভালো খেলেছে এবং আমাদের বোলাররাও এই মাঠে ভালো বল করেছে।’

সিডনি থান্ডারের বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, এই ম্যাচে সিডনির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় খেলেননি। ওয়াটসন খেলেননি। ভালো কিছু বিদেশি খেলোয়াড়রা খেলেননি। তারপরও আমি মনে করি তারা দারুণ দল। গেল বছর তারা বিগ ব্যাশের শিরোপা জিতেছে। আসন্ন মৌসুমের জন্য তাদের শুভকামনা জানাচ্ছি। আশা করছি এবারও তারা ফাইনাল খেলবে এবং শিরোপা অক্ষুন্ন রাখবে।’

প্রস্তুতি ম্যাচ হলেও মাঠে প্রচুর দর্শক সমাগম হয়েছে। সে বিষয়ে মুশফিক বলেন, ‘এটা আসলে খুবই ভালো লাগার মতো একটি বিষয়। এর আগে আমরা যখন এখানে বিশ্বকাপ খেলতে এসেছিলাম তখনও অনেক প্রবাসী বাংলাদেশি মাঠে এসে আমাদের সমর্থন জুগিয়েছিলেন। তাদের সামনে খেলতে আমাদেরও বেশ ভালো লাগে। দুর্ভাগ্যজনকভাবে আজ অবশ্য আমরা জিততে পারিনি। আশা করছি নিউজিল্যান্ডে আমরা তাদের কিছু জয় উপহার দিতে পারব।’

নিউজিল্যান্ড সফরের বিষয়ে তিনি বলেন, ‘এই সফরটা আমাদের জন্য এক প্রকার চ্যালেঞ্জ। গেল কয়েক বছর ধরে ঘরের মাঠে আমরা বেশ ভালো ক্রিকেট খেলছি। এবার দেশের বাইরে ভালো খেলার চ্যালেঞ্জটা নিতে হচ্ছে আমাদের। যদিও এই সফরটা সহজ হবে না, সে কারণেই আমরা এখানে আগেভাগে এসেছি। যাতে করে কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে পারি। এখানে ছেলেরা বেশ ভালো করছে। আশা করছি এই অভিজ্ঞতা নিউজিল্যান্ডে কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা