শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

হেফাজত কখনোই রাজনীতিতে জড়াবে না: আহমদ শফী

হেফাজতে ইসলাম কখনোই রাজনীতিতে জড়াবে না উল্লেখ করে সংগঠনটির আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, যেসব ব্যক্তি বিশেষ ও রাজনৈতিক দল ঈমান-আকিদা, সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ সমাজ গঠন এবং দেশের স্বার্থে কাজ করবে, তারা পরোক্ষভাবে হেফাজতের আন্দোলনের কারণে উপকৃত হবে। তবে হেফাজত কখনোই রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবে না। ভোটের রাজনীতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাউকে সমর্থনও জোগাবে না। শনিবার (২৯ এপ্রিল) বিকালে সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির এসব কথা বলেন।

বিবৃতিতে হেফাজতে ইসলাম প্রসঙ্গে শাহ আহমদ শফী বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে হেফাজতে ইসলাম অংশ নেবে এবং হেফাজত নির্বাচন কমিশনে নাম নিবন্ধনের আবেদন করছে— কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদ সম্পূর্ণ মিথ্যা। দাওরায়ে হাদীসের সনদকে সরকারিভাবে মান দেওয়ার পর থেকে ইসলামবিদ্বেষী অপশক্তি নতুনভাবে উলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যাচারে নেমেছে। বাম সেকুলারপন্থীদের ইসলামবিদ্বেষ ও ভণ্ডামির মুখোশ দিন দিন উন্মুক্ত হয়ে পড়ায় আলেম-ওলামার বিরুদ্ধে তাদের আক্রোশ বেড়ে গিয়েছে।’
হেফাজতের আমির বলেন, ‘হেফাজতের কোনও কার্যক্রমে গোপনীয়তা নেই। আমাদের সব কার্যক্রম স্পষ্ট ও প্রকাশ্য। কোনও রাজনৈতিক দলের সঙ্গে যেমন আমাদের বিশেষ কোনও সখ্য নেই, তেমনি শত্রুতাও নেই। ঈমান-আকিদা ও ধর্মীয় বিষয় এবং জাতীয় স্বার্থের প্রয়োজনে আমরা যে কারও সঙ্গে কথা বলার অধিকার রাখি। এতে রাজনৈতিক সংশ্লিষ্টতা খোঁজার কোনও সুযোগ নেই।’

আহমদ শফী বলেন, ‘হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে আমরা বার বার স্পষ্ট করে বলে আসছি, হেফাজত সম্পূর্ণ অরাজনৈতিক, ধর্মীয় ও আদর্শিক একটি সংগঠন। এরপরও কিছু মিডিয়ায় হেফাজতকে রাজনৈতিক রূপদানের প্রয়াস বিভ্রান্তি তৈরির চেষ্টা ছাড়া কিছু নয়। এসব খবরে হেফাজতের যেসব নেতার নাম উদ্ধৃত করা হয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলে জেনেছি, উদ্দেশ্যমূলকভাবে তাদের বক্তব্যে পরিবর্তন এনে বিকৃত করা হয়েছে।’

শাহ আহমদ শফী বলেন, ‘একটি জাতীয় দৈনিক রেলওয়ের জায়গার সঙ্গে আমাকে জড়িয়ে একটি নিন্দনীয় মিথ্যা সংবাদ প্রচার করেছে। দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার জায়গা সংকটের কারণে প্রশাসনিক সকল বিধি ও নিয়ম মেনেই হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার আগে ২০০৯ সালে ওই জায়গাটি মাদ্রাসার নামে লিজ পেতে আবেদন করা হয়। প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে আবেদনপত্রে আমার স্বাক্ষর থাকাটা স্বাভাবিক।’

আহমদ শফী বলেন, ‘কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদকে মাস্টার্স সমমান ঘোষণা করায় বাম সেক্যুলারপন্থী গোষ্ঠী ও ইসলামবিদ্বেষী মিডিয়ার গায়ে জ্বালা ধরে গেছে। তারা কওমি মাদ্রাসার শিক্ষা পদ্ধতি নিয়ে হাস্যকর ব্যাখ্যা-বিশ্লেষণ হাজির করে সিলেবাস নিয়ে অমূলক প্রশ্ন তুলছে। কওমি মাদ্রাসায় প্রয়োজনীয় সাধারণ জ্ঞানের পাশাপাশি উচ্চতর আরবি ভাষাজ্ঞান ও পবিত্র কুরআন-হাদীসের সর্বোচ্চ স্তরের মৌলিক শিক্ষা দেওয়া হয়। কুরআন-হাদীস ও ইসলামী জ্ঞানে পাণ্ডিত্য রাখা একজন বিজ্ঞ আলেম ছাড়া এই শিক্ষার মান নিয়ে বাইরের কারও মূল্যায়ন ও পর্যালোচনা কখনোই যথার্থ হবে না; যেমন মেডিক্যাল শিক্ষা পদ্ধতি নিয়ে একজন প্রকৌশলী বা আলেমের পর্যালোচনা যথার্থ হওয়ার কথা নয়।’
হেফাজতের আমির বলেন, ‘কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কখনও শিক্ষার্থীদের অন্যের গোলামি করার বা শ্রমের বাজারে সস্তা শ্রমিক হিসেবে নিজেকে বিক্রি করার শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করতে গিয়ে এই ভোগবাদীরা ভুলে যায় যে, ধর্মশিক্ষা-ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করা গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব।’

এই সংক্রান্ত আরো সংবাদ

খালেদা জিয়া ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন : প্রধানমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে বর্তমান প্রধানমন্ত্রী শেখবিস্তারিত পড়ুন

শ্রমিক অধিকার নিয়ে নালিশের নিষ্পত্তি নভেম্বরে: আইনমন্ত্রী 

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আগামী নভেম্বরেবিস্তারিত পড়ুন

বিএনপির কেন্দ্রীয় ৩ নেতার পদোন্নতি

বিএনপিতে কেন্দ্রীয় কমিটির ৩ নেতার পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • বিএনপি মানে খাইখাই, আ.লীগ মানেই দেই-দেই: প্রধানমন্ত্রী
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
  • গুরুতর আহত মমতা, হাসপাতালে ভর্তি
  • সুপ্রিম কোর্টে মারামারি ঘটনায় ৩ সহকারী অ্যাটর্নি জেনারেল বরখাস্ত
  • কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
  • সুপ্রিম কোর্ট নির্বাচন: হট্টগোল-মারামারিতে ভোট গণনা বন্ধ
  • সত্যকে কখনও মিথ্যা দিয়ে ঢাকা যায় না: প্রধানমন্ত্রী
  • ‘নিরাপত্তা নিশ্চিতে অন্যদের নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয়’
  • ঐক্যফ্রন্টের লিয়াজোঁ ও স্টিয়ারিং কমিটিতে আছেন যারা
  • লুটেপুটে খায় এমন প্রার্থীদের বর্জন করার আহ্বান রাষ্ট্রপতির
  • ‘দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন’