মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

১৪ ফেব্রুয়ারির ফসল ঘরে আসতে শুরু করেছে!! মানবতা আজ পলিথিনে বন্দী…

‘মা, তুমি দেখছো না পলিথিনে আমার দম বন্ধ হয়ে আসছে। বাবা, কুকুর আর কাকগুলো আমায় ক্ষতবিক্ষত করছে।

মা, আমার কি দোষ, কী অপরাধ করেছি আমি? বাবা, আমার চিৎকার কী তোমার কান পর্যন্ত পৌছায় না?

মা তোমাদের ভালোবাসার (!) দায় আমি নিয়ে চলে যাচ্ছি। কখনো হয়তো ওপারে দেখা হবে তোমাদের সঙ্গে। তখন আমি তোমাদের সঙ্গে কথা বলবো না। আমার খুব কষ্ট হয়েছে মা ! যখন তুমি কাজের বুয়াকে দিয়ে খুব সকালে আমাকে ডাস্টবিনে রেখে এলে- আমার চোখে তখন এ পৃথিবীর প্রথম ভোর। একটু পরেই আমার ওই চোখটি খুবলে নিয়ে গেল একটা কাক! যন্ত্রণাও তো বুঝতে শিখিনি এখনো। কিন্তু কষ্টটা তো সত্যি।

তোমরা আমাকে অবহেলাই করোনি মেরেও ফেলেছ। আমি হয়তো কোনোদিন বলতে আসবো না এসব। হয়তো তোমাদের স্বপ্নেও আসবো না ! কিন্তু যতদিন বেঁচে থাকবে, তোমরা কি পারবে আমাকে ভুলে থাকতে !

মা, বাবা না হয় আমায় ফেলে চলে গেছে, কিন্তু তুমি তো মা ! তুমি কেন এমন করলে !
আমায় কোন একটা মসজিদ-মন্দিরের সামনে ফেলে আসতে। হয়তো কেউ না কেউ আমাকে নিয়ে যেত।

মা, তুমি একটু সাহস করলেই আমাকে বড় করতে পারতে, আমি ঠিকই একদিন আমার পুরুষরূপী বাবাকে খুঁজে নিতাম। আর মানুষের মতো মানুষ হয়ে প্রমান করে দিতাম, বাবা ছাড়াও মা তার সন্তানদের মানুষ করতে পারে। মা, কোনদিনই ক্ষমা করব না তোমাকে আর বাবাকে।

তোমরা যদি আমাকে গলা টিপে মেরে ফেলতে আমার খুব একটা কষ্ট হতো না, কিন্তু তোমরা তো জানো না, কাক আর কুকুরগুলো আমাকে কত কষ্ট দিয়ে মেরেছে, আমার কত কষ্ট হয়েছে। কুকুরগুলো আমাকে ছিড়ে টুকরো টুকরো করে খেয়েছে, তোমাদের বুঝি খারাপ লাগে নি!

দুনিয়ার সকল বাবা মা কে বলছি, আর কোন মানব সন্তানের জীবন যেন আমার মতো পলিথিনের ব্যাগে বন্দি হয়ে কাক ও কুকুরের খাবার বা ডাস্টবিনের আবর্জনায় পরিণত না হয় । ‘

এই সংক্রান্ত আরো সংবাদ

খেলার জগতের সামাজিক দায়বদ্ধতা ও পেশাদারি কাঠামো

লাল-সবুজের তরুণ প্রজন্মের এ সময়ের প্রিয় শ্লোগান, ‘বাংলাদেশের জান, সাকিববিস্তারিত পড়ুন

আগস্টের শোককে শক্তি হিসেবে নিতে পারি আমরা তরুণেরা

“যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তিবিস্তারিত পড়ুন

বাবা যখন ধর্ষক

যেখানে আপন বাবাই ধর্ষণ করে, সেখানে সৎ বাবার ধর্ষণ আমাদেরবিস্তারিত পড়ুন

  • দুই বড় দেশ যখন প্রতিবেশী ও প্রতিযোগী
  • মৌসুমি নৌকা শোরুম
  • ভারতবিদ্বেষ কেন বেড়ে চলেছে?
  • জনগণের কাছে শেখ হাসিনাই জয়ী
  • ‘গুলিস্তান’ নেই, তবু আছে ৬৪ বছর ধরে
  • পদ্মা ব্রিজ দিয়ে কী হবে?
  • যুদ্ধাহতের ভাষ্য: ৭০– “এখন অমুক্তিযোদ্ধারাই শনাক্ত করছে মুক্তিযোদ্ধাদের”
  • আসুন, বড় হই
  • আসুন, পিঠের চামড়া না তুলে পিঠ চাপড়ে দিতে শিখি
  • বাড়িওয়ালা মওদুদ ও বাড়িছাড়া মওদুদ
  • ব্রিটেনের নতুন সরকার নিয়ে যে শঙ্কা!
  • আওয়ামী লীগ ছাড়া কি আসলে কোনো বিকল্প আছে?