বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

CANADA, AUSTRALIA, NEWZEALAND,UK and UKRAINE এর নাগরিকত্ব গ্রহন করা আর স্বপ্ন নয়-বাস্তবতা

২০১৬-১৭ সালকে বলা হচ্ছে ইমিগ্রেশনের জন্য সোনালী সময়ের সেরা বছর। সারা পৃথিবী থেকে সর্বাধিক সংখ্যক লোকজন চলতি এবং আগামী বছর মাইগ্রেশন করে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোতে স্থায়ী ভাবে বসবাস করার সুযোগ পাবে। শিক্ষাগত যোগ্যতা, বয়স, আর্থিক সামর্থ্যর মাপকাঠিতে নির্ধারন হবে আপনার স্থায়ী হবার সম্ভাবনা।

Worldwide Migration Consultants Ltd একটি নিবন্ধিত আইনী প্রতিষ্ঠান।এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাংলাদেশের সুপ্রীম কোর্টের আইনজীবী, আন্তর্জাতিক অভিবাসন ও কোম্পানী আইন বিশেষজ্ঞ, সাইথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের বর্তমান সভাপতি এবং Worldwide Migration Consultants Ltd সন্মানীত চেয়ারম্যান Dr. Sheikh Salahuddin Ahmed দীর্ঘদিন যাবত পৃথিবীর বিভিন্ন দেশের লোকজনদের মাইগ্রেশন সুবিধা দিয়ে আসছে।আপনি আপনার যোগ্যতা অনুযায়ী সঠিক প্রক্রিয়া অনুসরন করে ও কিছু পদ্ধতি ও আইন মেনে আবেদন করে পরিবার সহ মাইগ্রেশন করার সুযোগ নিতে পারেন। Worldwide Migration Consultants Ltd এর পরিচালিত প্রোগ্রামগুলো হচ্ছে:

আপনার গন্তব্য হতে পারে কানাডা: পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী দেশগুলোর একটি কানাডা। কানাডায় যাবার প্রস্তুতি গ্রহনের এখনই সময় ।নতুন ইমিগ্রেন্টদের জন্য ইতিমধ্যে কানাডার ফেডারেল এবং প্রোভিন্শনাল সরকার তাদের কর্ম পদ্ধতি অনুযায়ী কাজ শুরু করেছে। ৬০টির উপরে কানাডায় ইমিগ্রেশন করার পদ্ধতি রয়েছে। Professional দের জন্য অনেকগুলো কেটাগরি আছে, তার মধ্যে অন্যতম হলো ফেডারেল এবং কুইবেক স্কিল প্রোগ্রাম, প্রভিনশনাল নমিনি প্রোগ্রাম, কানাডিয়ান এক্সিপেরিয়েন্স ক্লাস, Federal Self-Employed program এছাড়া রয়েছে Family Class Sponsorship programs।কানাডায় সর্বাধিক সংখ্যক আবেদনকারী FSW & Express Entry প্রোগ্রামে আবেদন করছে। তাছাড়া বিপুল সংখ্যক লোকজন বিভিন্ন PNP প্রোগ্রামের মাধ্যমে নমিনেশন নিয়ে কানাডায় নাগরিকত্ব গ্রহন করছে। অনেকগুলো PNP প্রোগ্রাম চালু আছে তাই দেরী না করে ভালো ইমিগ্রেশন আইনজীবীর সহায়তা নিয়ে যেনে নিন আপনি Eligible কিনা এবং Papers রেডী করে সঠিক ভাবে ফাইল জমা দিন।

কেয়ারগিভারের চাকুরীসহ স্থায়ী হতে পারেন কানাডায়:

‘কেয়ারগিভার’ বা সেবা শুশ্রূষাকারিদের উন্নত বিশ্বের দেশগুলোতে রয়েছে বিশেষ মর্যাদা। বিশেষ করে কানাডায় কেয়ারগিভার হিসেবে কাজ করতে গেলে সহজেই পাওয়া যায় সে দেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ (নাগরিকত্ব)। আর এই কাজে প্রতি ঘণ্টায় ১৫ ডলার পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে। কানাডার অন্যান্য প্রোগ্রামের মতো এই প্রোগ্রামটি জটিল বা সময়মাপেক্ষ নয়। Worldwide Migration Consultants Ltd বাংলাদেশে প্রথমবারের মতো কেয়ারগিভার বা ন্যানি প্রোগ্রাম চালু করেছে । যারা যোগ্য কেয়ারগিভার হিসেবে বিবেচিত হবেন, তাঁরা পাবেন কানাডায় পরিবারসহ স্থায়ীভাবে বসবাসের সুযোগ। Worldwide Migration Consultants Ltd মাধ্যমে চাকরি ও কাজের অনুমতি দুটোই মিলবে বাংলাদেশ থেকে।নুন্যতম H.S.C বা Diploma, ইংরেজীতে কথা বলার প্রাথমিক দক্ষতা এবং নার্সিং এর উপর 06 মাসের ট্রেনিং বা 01 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই আপনি চাইলে চাকুরীসহ কানাডায় বসবাস করতে পারেন।

চাকুরীর জন্য স্বর্গ খ্যাত অস্ট্রেলিয়া: চাকুরী, বসবাস,নাগরিক সুযোগ-সুবিধা যে কোন ক্যাটাগরিতে অষ্ট্রেলিয়া সবার পছন্দের শীর্ষের দেশ।AUSTRALIA Skill Migration (Self employed, State Nomination, Employer Nomination),Temporary Work Visa, Student, Family, Visitor যে কোন ভিসা আপনি নিতে পারেন আপনার পছন্দ ও প্রয়োজন অনুযায়ী। Worldwide Migration Consultants Ltd আপনাকে দিবে সঠিক সিদ্ধান্ত নিবার সুযোগ এবং আপনার ভিসা সংক্রান্ত যাবতীয় কাজগুলো করে দিবে দক্ষ ও দায়িত্বশীলতার সাথে। ইন্জিনিয়ার, ডাক্তার, ব্যাংকার, এন.জি.ও কর্মীরা সহ অনেক পেশার লোকজন অস্ট্রেলিয়ায় স্থায়ী অভিবাসন নিতে পারে।

শান্তির দেশ নিউজিল্যান্ড: নির্দিষ্ট সময় পরপর স্কিলড মাইগ্রেশন ক্যাটাগরিতে ড্র অনুষ্ঠিত হয়। বছরে প্রায় কয়েক হাজার পরিবার এই প্রোগ্রামের আওতায় নিউজিল্যান্ডের স্থায়ী নাগরিকত্ব (পিআর) পেয়ে থাকেন। এই ক্যাটাগরিতে বাংলাদেশিরাও নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাসের সুযোগ নিতে পারেন।স্কিলড মাইগ্রেশন ক্যাটাগরি সম্পর্কে এবং এই আবেদনের শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা সম্পর্কে জানানো হয় নিউজিল্যান্ডের সরকারি ওয়েবসাইটে বা বিশেষজ্ঞ আইনজীবীর সহায়তা গ্রহন করতে পারেন।নিউজিল্যান্ডে সম্ভাব্য পেশার মধ্যে রয়েছে জেনারেল প্র্যাকটিশনার, প্যাথলজিস্ট, সাইকোথেরাপিস্ট, সোনোগ্রাফারসহ আরো কিছু খাত।নিউজিল্যান্ড সরকারের ওয়েবসাইটে দেশটিতে চাহিদা থাকা বিভিন্ন পেশার কথা সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে।এছাড়া স্টুডেন্ট ভিসা নিয়েও পড়াশুনা করতে পারেন দেশটিতে।

ব্যবসার স্বর্গ খ্যাত মালয়েশিয়ায় বিজনেস মাইগ্রেশন মালয়েশিয়ায় নিজ নামে কোম্পানী খুলে যে কোন বৈধ ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করার মাধ্যমে আপনি চাইলেই পরিবার সহ স্থায়ী ভাবে বসবাস করতে পারেন এবং ব্যবসা করে আর্থিক ভাবে লাভবান হতে পারবেন।খুবই কম বাজেটে ব্যবসা করে ইউরোপের লাইফ স্টাইলে জীবন-যাপন করা যায় একমাত্র মালয়েশিয়ায়। মাত্র 04 মাসে ব্যবসা শুরু করা যায় দেশটিতে।

ইউক্রেন সিটিজেনশিপ প্রোগ্রাম: প্রায় 10,000 মার্কিন ডলার মাথাপিছু আয়ের দেশ ইউক্রেন।পৃথিবীর মধ্যে বর্তমান সবচেয়ে কম সময়ে পাসপোর্ট পাওয়া যায় দেশটিতে। বসবাস ও ব্যবসা করার জন্য রয়েছে অসাধারন কিছু সুযোগ-সুবিধা। Worldwide Migration Consultants Ltd বাংলাদেশী নাগরিকদের জন্য প্রোগ্রামটি উন্মুক্ত করেছে। প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিস ভিজিট করলেই আপনি জানতে পারছেন আপনার সম্ভবনা কতটুকু।করুন। আমরাই প্রথম এই প্রোগ্রামটির সুচনা করেছি।এই প্রোগ্রামের অধীনে মাত্র ০১ বছরের মধ্যে ইউক্রেনের পাসপোর্ট পাওয়া সম্ভব।

পড়াশুনা করুন বিশ্বের শ্রেষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে: সেশনজট, রাজনৈতিক হানাহানি,নিম্নমানের সিলেবাস ইত্যাদি কারন ছাড়াও অনেকে বিদেশে পড়াশুনা করতে চায় শুধুমাত্র বিদেশী নাগরিকত্ব ও ভালো একটি চাকুরীর প্রত্যাশায়।আপনার সম্ভাবনাময় ভবিষ্যত গড়ে তুলতে Worldwide Migration Consultants Ltd হতে পারে একটি গুরুত্বপূর্ণ সোপান । আপনার যোগ্যতা ও পছন্দ অনুযায়ী আমরা বিশ্বের যে কোন দেশে ওয়ার্ল্ড রেংকিংয়ে থাকা কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ব্যবস্থা করতে পারবো।সাধারনত বাংলাদেশী ছেলে মেয়েদের কাছে Canada, Australia, NZ, UK, Denmark, Norway, Sweden, Germany বিশ্ববিদ্যালয়গুলোই থাকে পছন্দের শীর্ষে। Engineering, Medical, Business, IT, Law ইত্যাদি যে কোন বিষয়ে পড়াশুনা করতে পারেন।

এছাড়া পোল্যান্ড, নরওয়ে, চিলিতে Job Visa বা ব্যবসা করার সুযোগ নিতে পাবেন Worldwide Migration Consultants Ltd এর মাধ্যমে। বিদেশ কাজ করার বা পরিবার সহ বসবাস করা যাদের স্বপ্ন তারাই বেছে নিতে পারেন আমাদের দেরী না করে বিস্তারিত জানতে Worldwide Migration Consultants Ltd যোগাযোগ করুন। অতি স্বল্প সময়ে নিশ্চিত জব সহ শান্তির লীলাভুমি নরওয়েতে বসবাস করতে পারেন। কোন IELTS এর প্রয়োজন নেই।

আপনি যদি আগ্রহী থাকেন তবে দেরী না করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক আইনজীবী, ওয়ার্ল্ডওয়াইড মাইগ্রেশন কনসালট্যান্টস লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শেখ সালাহউদ্দিন আহমেদ রাজুর সাথে সরাসরি দেখা করতে 01966041333,01993843340 এই নাম্বারে ফোন করে উনার এপয়েন্টমেন্ট গ্রহন করুন অথবা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পাঠাতে পারেন এই ই-মেইল [email protected] ঠিকানায় । এ ছাড়া যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা ভাইবারে +৬০১৪৩৩০০৬৩৯ নম্বরে। এ ছাড়া ভিজিট করুন www.wwbmc.com. ওয়েবসাইটে। ঢাকার উত্তরায় ৭ নম্বর সেক্টরের ৫১ সোনারগাঁও জনপথে অবস্থিত খান টাওয়ারে ওয়ার্ল্ডওয়াইড মাইগ্রেশন লিমিটেডের অফিসেও খোঁজ নিতে পারেন। ফোনে প্রাথমিক তথ্যর জন্য কথা বলতে পারেন 01966041555, 01977014778,01966041888,01993843339,

এই সংক্রান্ত আরো সংবাদ

বাংলাদেশের আকাশে দেখা যাচ্ছে গোলাপি চাঁদ

বিশ্বের বিভিন্ন প্রান্তের আকাশে দেখা মিলছে গোলাপি চাঁদের। বিশেষ রঙ্গেরবিস্তারিত পড়ুন

ট্রেনে কাটা পড়েছে আনু মুহাম্মদের পায়ের সব আঙুল

রাজধানীর খিলগাঁওয়ে রেলগেটে ট্রেনে বাম পায়ের আঙুল কাটা পড়েছে তেল,বিস্তারিত পড়ুন

সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি

প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এ অবস্থায় সারাদেশে ৩বিস্তারিত পড়ুন

  • বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে টানা ৩ দিন
  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
  • সংগীত শিল্পী খালিদ আর নেই
  • রাজধানীতে হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
  • কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আর নেই
  • তিশা থেকে জয়া আহসান, কপালে বাঁকা টিপের সেলফির রহস্য কী?
  • বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।
  • গাজায় এক দিনে নিহত আরও ১৯৩
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • বেইলি রোডের ভবনটিতে রেস্তোঁরা করার অনুমোদন ছিল না: রাজউক
  • পরিচয় জানা গেছে মর্গে থাকা শিশুটির