অক্ষয় কুমারের সঙ্গে সানি লিওনের ‘ব্লিং’
বলিউডে সানি লিওনের অবস্থানটা অনেকটাই সর্বঘটে হয়ে যাচ্ছে না তো? মানে, সানি থাকলেই ছবি মার-কাটারি, এমন একটা আইডিয়া বোধ হয় কোথাও ঘনিয়ে উঠছে। তা নইলে সুপারস্টার অক্ষয় কুমারের ‘সিংহ ইজ ব্লিং’-এ সানির প্রয়োজন পড়বে কেন?
কানাঘুঁষোয় শোনা যাচ্ছে, প্রভু দেবা পরিচালিত এই ছবিতে নাকি এক ক্যামিও চরিত্রে অভিনয় করছেন সানি। ২০১২-এ ‘জিসম ২’-এ বলিউড কেরিয়ার শুরু করেন একদা-পর্নস্টার সানি। সে হিসেবে দেখলে, এ খবর যদি সত্যি হয়, তবে এই প্রথম সানি কোনও ‘এ-লিস্টার’ স্টারের সঙ্গে রুপোলি পর্দা ভাগ করে নিচ্ছেন। ব্যাপারটা তাঁর কেরিয়ারের দিক থেকেও গুরুত্বপূর্ণ বটে।
তবে, এই ‘ক্যামিও’-টি ঠিক কেমন, তা জানা যায়নি কোনওভাবেই। জানতে চাইলে সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার জানিয়েছেন, ফিল্ম-নির্মাতারাই এ ব্যাপারে ভাল বলতে পারবেন। আশা করা যাচ্ছে, অক্টোবর নাগাদ অ্যাকশন-কমেডি ‘সিংহ ইজ ব্লিং’ রিলিজ করতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন