অতিরিক্ত ‘পরীক্ষা-নিরীক্ষায়’ ক্ষুব্ধ পাপন
শুরু থেকেই বলা হচ্ছিলো চলতি জিম্বাবুয়ে সিরিজ বাংলাদেশের জন্য পরীক্ষা নিরীক্ষার সিরিজ। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা একাদশ নামানোই জিম্বাবুয়ে সিরিজের মূল লক্ষ্য। সেই ‘পরীক্ষা’র ধারাবাহিকতাতেই সিরিজের তৃতীয় ম্যাচে চার অভিষেক ঘটে স্বাগতিক দলে। ফলাফল, ৩১ রানের হার। তাই স্বভাবতই ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
হতাশ বোর্ড সভাপতি নাজমুল পুরষ্কার বিতরণীর পর একটি জাতীয় দৈনিকে তিনি তার হতাশা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা হবে তা জানতাম। তবে আজ (গতকাল) যে এত বেশি হবে, এটা জানতাম না। আমার মনে হয়, পরীক্ষা-নিরীক্ষা একটু বেশি হওয়াতেই আমাদের বোলিংটা দুর্বল হয়ে গেছে।’
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কাছেও তিনি অসুন্তষ্টি প্রকাশ করেছেন। চার নতুনের একাদশ দেখে বিস্মিত নাজমুল হাসান ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্তে তার আপত্তির কথা সরাসরিই জানিয়েছেন। তামিম ইকবালকে দুই ম্যাচ বসিয়ে রাখারও পক্ষে নন তিনি। হাথুরুসিংহেকে কালই পরামর্শ দিয়েছেন, শেষ টি-টোয়েন্টিতে তামিমকে দলে রাখার। বোলিংয়ে অভিজ্ঞতা বাড়াতে একাদশে রাখতে বলেছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানিকেও।
পাপনের মতে ২০ ওভারের ক্রিকেটে অনেক দলের পক্ষেই ১৮৭ রান তাড়া করে জেতা সেরা একাদশ ছাড়া সম্ভব নয়। তিনি বলেন, ‘আমাদের মুশফিক ছিল না, তামিমও খেলেনি। সে জন্য ব্যাটিংও দুর্বল হয়ে পড়েছে। যারা ছিল, তাদের পক্ষে ওভারপ্রতি ৬, ৭, ৮ পর্যন্ত হয়তো রান করা সম্ভব, বাকিটা সম্ভব নয়।’
শেষ ম্যাচে পূর্ণ শক্তির একাদশই চান বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘খেলা শেষে কোচ, অধিনায়ক ও ম্যানেজারকে পরের ম্যাচে এত বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে না করেছি। দলে আরও অভিজ্ঞ খেলোয়াড় দরকার। তামিমকে অবশ্যই দলে থাকতে হবে। আরাফাত সানি একজন বিশেষজ্ঞ স্পিনার। এত পেসারকে চেষ্টা না করিয়ে আমরা তাকেও খেলাতে পারি। আর পেসার যদি কাউকে নিতেই হয়, তাসকিন আহমেদকেও দেখা যেতে পারে।’
তবে কোচ হাতুরুসিংহের কাছে দলের সঠিক সমন্বয় দাড় করানোটাই আসল। এবার দেখা যাক শেষ ম্যাচেও এই নতুনদের পরীক্ষা চলে নাকি বোর্ড সভাপতির আদেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন
নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেবিস্তারিত পড়ুন