অধিনায়কদের কেন ছেড়ে দিল আইপিএলের ৫টি দল?
যার নেতৃত্বে গত মৌসুমে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) জিতলো কলকাতা নাইট রাইডার্স, সেই শ্রেয়াস আইয়ারকেই ছেড়ে দিল কেকেআর। সচরাচর জয়ী দলগুলো পরের মৌসুমে তাদের নেতৃত্বস্থানীয় খেলোয়াড়দের ধরে রাখে। কিন্তু এবার দেখা গেল তার ব্যতিক্রম। শাহরুখ খানের দল তাদেরকে গত আসরের চ্যাম্পিয়ন হতে নেতৃত্ব দেওয়া খেলোয়াড়কেই ছেড়ে দিলেন।
তবে শুধু শাহরুখ খানের দল নয়, আইপিএলের ১০টি দলের মধ্যে ৫টি দল তাদের গত আসরের অধিনায়ককে দল থেকে ছেড়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে লক্ষ্মৌ সুপার জায়েন্টসও। তবে লক্ষ্মৌ যে রাহুলকে ছেঁটে ফেলবে সেটা তাও প্রত্যাশিত ছিল। কারণ, গতবার কয়েকটি হারের পর দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে রাহুলকে উত্তেজিতভাবে বকাঝকা করেছিলেন, তা নিয়ে বিতর্ক কম হয়নি।
কিন্তু শুধু তো কলকাতা বা লক্ষ্মৌ নয়, দিল্লি ছেড়ে দিয়েছে ঋষভ পান্থকে, বেঙ্গালুরু ফ্যাফ ডুপ্লেসিকে ও পাঞ্জাব শিখর ধাওয়ানকে।
শিখর ধাওয়ানকে পাঞ্জাব কিংস যে নিলামে তুলে দিবে সেটা আঁচ করা গিয়েছিল আগেই। কারণ তিনি গতবার দলের ম্যানেজমেন্টের প্রত্যাশাপূরণ করতে পারেননি। তিনি এখন ভারতের টেস্ট, ওয়ানডে ক্রিকেট, টি-টোয়েন্টি কোনো দলেই জায়গা পান না। এমনকি পাঞ্জাবের হয়ে তিনি গতবার আহামরি কিছুও করতে পারেননি।
দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি বেঙ্গালুরুর ফ্যাফ ডুপ্লেসিও। অতীতে এই মারকুটে প্লেয়ার প্রচুর ম্যাচে ভালো খেলেছেন। কিন্তু গতবার পারেননি। আইপিএলের জগতও খুব নিষ্ঠুর। দলগুলির ম্যানেজমেন্ট পারফর্ম অর পেরিশ নীতিতে বিশ্বাস করে।
তবে দিল্লির ঋষভ পান্থ ও কলকাতার শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেওয়া নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। কিছুদিন আগেই দিল্লি সৌরভ গঙ্গোপাধ্যায়কে কোচের পদ থেকে ছেঁটে ফেলেছে। তারপর তারা আবার পান্থকে না রেখে চমক দিল।
এখন থেকেই এই আলোচনা শুরু হয়ে গেছে, আসন্ন নিলামে ঋষভ পান্থ, কে এল রাহুল, শ্রেয়াস আইয়ারকে কিনতে কত দর হাঁকবে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো।
কারা থাকলেন?
কলকাতা নাইট রাইডার্স এবার রিঙ্কু সিং-কে সবচেয়ে বেশি টাকা দিয়ে রেখেছে। রিঙ্কু পেয়েছেন ১৩ কোটি টাকা। সুনীল নারাইন ও আন্দ্রে রাসেল পাচ্ছেন ১২ কোটি, রমনদীপ ও হর্ষল রানা পাচ্ছেন ৪ কোটি টাকা করে। মিচেল স্টার্ককেও ছেড়ে দিয়েছে কেকেআর।
কেকেআরের ক্ষেত্রে চমক অবশ্যই রিঙ্কু সিং-কে সবচেয়ে বেশি অর্থ দিয়ে রাখা। ২০১৮ সালে ৫৫ লাখ টাকায় কেকেআরে খেলতে এসেছিলেন উত্তরপ্রদেশের এক গ্যাস সিলিন্ডারের ডেলিভারি ম্যানের ছেলে রিঙ্কু। আইপিএলে ৪৬টি ম্যাচে ৮৯৩ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৪৩-এরও বেশি। রিঙ্কু সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখের ডায়লগ উদ্ধৃত করে লিখেছেন, “হামারি প্রেম কাহানি অভি শ্রেফ শুরু হুই হ্যায়, পিকচার আভি বাকি হ্যায়।” তারপর থেকে জল্পনা শুরু হয়েছে, রিঙ্কুকেই কি অধিনায়ক করতে চলেছে কেকেআর।
চেন্নাই ধোনিকে দলে রেখেছে। ধোনির সঙ্গে একাত্ম হয়ে গেছে চেন্নাই টিম। তাকে ৪ কোটি টাকা দিয়ে রাখা হয়েছে। এছাড়া আছেন ঋতুরাজ গায়কোয়াদ (১৮ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), শিবম দুবে (১২ কোটি) ও পাথিরানা (১৩ কোটি)।
মুম্বাই ইন্ডিয়ান্স তাদের গতবারের ৫ প্রধান ক্রিকেটারকে ধরে রেখেছে। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ও সূর্যকুমার পেয়েছেন ১৬ কোটি ৩৫ লাখ, রোহিত শর্মা ১৬ কোটি ৩০ লাখ, শিবম দুবে ৮ কোটি এবং বুমরাহ পেয়েছেন ১৮ কোটি টাকা।
এরপর রোহিত শর্মা জানিয়েছেন, তিনি খুশি। তিনি দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি মনে করেন, এখন যারা দেশের হয়ে খেলছে, তাদের প্রাধান্য দেয়া উচিত। তারপরও দল যে এভাবে তাকে রেখেছে, সেজন্য তিনি খুশি।
পাঞ্জাব মাত্র দুইজন খেলোয়াড়কে রেখেছে। শশাঙ্ক সিং-কে সাড়ে ৫ কোটি ও প্রভাসিমরন সিং-কে ৪ কোটি টাকা দিয়ে। আকাশদীপ-সহ সবাইকে তারা ছেড়ে দিয়েছে।
আইপিএলে প্রতিটি টিম ১২০ কোটি টাকা দিয়ে প্লেয়ার কিনতে পারে। সেক্ষেত্রে পাঞ্জাবের হাতে নিলাম থেকে প্লেয়ার কেনার জন্য সবচেয়ে বেশি ১১০ কোটি টাকা থাকছে। সবচেয়ে কম থাকছে মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে। তারা ৪৫ কোটি টাকা হাতে নিয়ে নিলামে য়াবে।
বেঙ্গালুরু বিরাট কোহলিকে ২১ কোটি, রজত পাতিদারকে ১১ কোটি ও যশ দয়ালকে ৫ কোটি টাকা দিয়ে রেখেছে। গুজরাট টাইটানস রশিদ খানকে ১৮ কোটি টাকা দিয়ে রেখেছে। রাজস্থান রয়্যালসে একই পরিমাণ অর্থ পাচ্ছেন সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদে হেনসি ক্লাসেন পাচ্ছেন ২৩ কোটি। তিনিই হলেন এখনো পর্যন্ত সবচেয়ে বেশি দামি ক্রিকেটার। নিকোলাস পুরানকে ২১ কোটি টাকা দিয়ে রাখছে সানরাইজার্স হায়দরাবাদ।
আপাতত রিটেনশন পর্ব শেষ। নভেম্বরের শেষের দিকে আইপিএলের নিলামের দিকে তাকিয়ে থাকতে হবে। সেখানেই টিক হবে ক্রিকেটারদের কত টাকা দিয়ে কিনছে কোন দল।
এই সংক্রান্ত আরো সংবাদ
পোষ্য কোটাকে ‘লাল কার্ড’ দেখালেন রাবি শিক্ষার্থীরা
পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিতে বিলম্ব করায় রাজশাজী বিশ্ববিদ্যালয় (রাবি)বিস্তারিত পড়ুন
ভারতীয় হাইকমিশনারকে দেওয়া বিএনপির ৩ সংগঠনের স্মারকলিপিতে যা রয়েছে
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকারবিস্তারিত পড়ুন
বাশার আল-আসাদের পতনের নায়ক কে এই জোলানি?
সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দিয়েছেন ইসলামপন্থী সশস্ত্রবিস্তারিত পড়ুন