অনন্য উচ্চতায় মিসবাহ
প্রতিনিয়ত নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মেসবাহ উল হক। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুরু হওয়া প্রথম টেস্টের মধ্যদিয়ে পাকিস্তানের অধিনায়ক হিসেবে ৫০ ম্যাচ খেলে ফেললেন মিসবাহ।
মেসবার অধিনায়কত্বে ৫০ তম টেস্টিতে সুবিধা করতে পারেনি পাকিস্তান দল। ১৩৩ রানে অলআউট হয় পাকিস্তান। মেসবাহ উল হকের ব্যাক্তিগত রান ৩১। এটাই পাকিস্তানের হয়ে এই ইনিংসে সর্ব্বোচ্চ।
২০০১ সালে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই টেস্টে অভিষেক হয় মিসবাহর। ৬৮টি টেস্ট ম্যাচে ৪৮ দশমিক ৩১ গড়ে করেছেন ৪৮৩১ রান। ১০ সেঞ্চুরি ও ৩৬টি হাফসেঞ্চুরি রয়েছে ৪২ বছর বয়সী এ ক্রিকেটারের।
১৬৮ রানের অপরাজিত ইনিংসটি তার ক্যারিয়ার সর্বোচ্চ।
মিসবাহ উল হক পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন ২০১০ সালে। ৪৯ টেস্টে নেতৃত্ব দিয়ে অধিনায়ক মিসবাহ জিতেছেন ২৪টিতে, আর হেরেছেন ১৪টি, ড্র করেছেন ১১ টেস্টে।
তার নেতৃত্বেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো র্যাংকিংয়ে এক নম্বরে উঠেছিল পাকিস্তান।
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন