অন্যরকম লুকে ন্যান্সি

গত বছরের কোরবানি ঈদে প্রকাশের কথা ছিল জনপ্রিয় শিল্পী নাজমুন মুনির ন্যান্সির চতুর্থ একক অ্যালবাম। কিন্তু শেষের অংশের কাজ বাকি থাকায় সেটা আর হয়নি। তবে এবার পাকাপাকিভাবে আসছে পহেলা বৈশাখে প্রকাশ পাচ্ছে ন্যান্সির একক ‘ভালোবাসি বলে’। এরই মধ্যে সবক’টি গানের রেকর্ডিং শেষে মিক্স-মাস্টারিংও সম্পন্ন হয়েছে।
আহমেদ রিজভীর কথায় অ্যালবামের গানগুলোর সুর ও সংগীত করেছেন মান্নান মোহাম্মদ, নাজির মাহমুদ, শফিক তুহিন ও মুশফিক লিটু। তবে নতুন খবর হচ্ছে অ্যালবাম প্রকাশের পাশাপাশি একটি গানের মিউজিক ভিডিও করছেন ন্যান্সি। অ্যালবামের সঙ্গে আসছে বৈশাখেই এ ভিডিও নিয়ে শ্রোতাদের সামনে আসছেন তিনি। শফিক তুহিনের কথা ও সুরে ক্লাসিক্যাল বেইজডে গানটির ভিডিও পরিচালনা করেছেন চন্দন চৌধুরী।
এরই মধ্যে ভিডিওটির কাজ শেষ হয়েছে। এখানে অন্যরকম একটি ক্লাসিক্যাল লুকেই দেখা যাবে ন্যান্সিকে। এর আগে এরকম লুকে আর কোনো ভিডিওতে হাজির হননি তিনি। এ বিষয়ে ন্যান্সি বলেন, আমি সব সময় অডিও গানের পক্ষে, আর ভিডিওর বিপক্ষে। তবে এবার সাউন্ডটেক ও রিজভী ভাইয়ের অনুরোধে এ ভিডিওটিতে কাজ করলাম। তবে একেবারেই আলাদা প্যাটার্নে এর কাজ করা হয়েছে। আমার নিজের কাছে বেশ ভালো লেগেছে।
সাজ, পোশাক থেকে শুরু করে পুরো ভিডিওতে ক্লাসিক্যাল একটা আবহ পাওয়া যাবে। আশা করছি ভালো লাগবে সবার। এদিকে ন্যান্সি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন প্লেব্যাক নিয়ে। সর্বশেষ ‘আমেরিকান ড্রিম’ ছবিতে শওকত আলী ইমনের সুর-সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সামনেও বেশ কিছু চলচ্চিত্রে গান গাওয়ার কথা রয়েছে তার। পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন এ শীর্ষ সংগীত তারকা।
এফ/০৮:২১/১৫মার্চ
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন