অপপ্রচার নিয়ে মাশরাফির সতর্কতা
সম্প্রতি বেশ তোড়জোড় করে প্রচার করা হচ্ছে দেশের সবচেয়ে বড় স্পিকিং ইভেন্ট ইউনিসেল প্রেজেন্টস ‘রাইজ অ্যাবোভ অল-২০১৮’ পাওয়ার্ড বাই এক্সট্যাসি। আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই ইভেন্ট। অনুষ্ঠানের প্রচারে বলা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এতে অংশ নিবেন। তবে এটিকে অপপ্রচার বলে উল্লেখ করেছেন টাইগার দলপতি।
এ অনুষ্ঠানের বিষয়ে মোটেও অবগত নন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের নামে সত্যায়িত করা পেইজে মঙ্গলবার সন্ধ্যায় একটি পোস্ট করেন ওয়ানডে অধিনায়ক। যেখানে সম্প্রতি প্রচার করা এ অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টিকে গুজব বলে ব্যাখ্যা করেন তিনি।
মাশরাফি বিন মুর্তজা তার পেইজে এ অনুষ্ঠান সম্পর্কে লিখেন, ‘কিছুদিন যাবৎ আমি দেখছি আমার নাম এবং ছবি ব্যবহার করে একটি অনুষ্ঠানের প্রচারণা চালানো হচ্ছে। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই অনুষ্ঠান সম্পর্কে আমি বিন্দুমাত্র অবগত নই, এবং কোন ভাবেই জড়িত নই। দুঃখজনক হলেও সত্যি আমার অনুমতি ছাড়াই ১২ তারিখের এই অনুষ্ঠানে আমার নাম এবং ছবির অপব্যবহার করা হচ্ছে। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে এ ব্যাপারে বিশেষ ভাবে সতর্ক করা হলো। ধন্যবাদ।’
এই সংক্রান্ত আরো সংবাদ
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন
নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেবিস্তারিত পড়ুন