অবশেষে আদালতের শরণাপন্ন হবেন মালাইকা
বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বলিউডের চর্চিত বিষয় আরবাজ-মালাইকার বিচ্ছেদ। তাদের বিচ্ছেদ ঠেকাতে আরবাজের পরিবারের পক্ষ থেকে জোর চেষ্টাও চালিয়েছেন সালমান খান। কিন্তু আপস মীমাংসার সব চেষ্টা ব্যর্থ। এখন বিচ্ছেদের জন্য আদালতের শরণাপন্ন হবেন মালাইকা। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, খুব শিগগিরই বিচ্ছেদের জন্য আদালতের শরণাপন্ন হবেন মালাইকা অরোরা খান। এবং একমাত্র সন্তান আরহানকেও নিজের কাছে (কাস্টডি) রাখতে চাইছেন তিনি। সম্প্রতি এ নিয়ে তার আইনজীবীর সঙ্গে আলোচনাও করেছেন মালাইকা।
কিছুদিন আগে তাদের বিচ্ছেদ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে আরবাজ-মালাইকা যৌথভাবে লিখিত বিবৃতি দেন, এতে লিখেন- ‘এটা ঠিক যে, আমরা আলাদা হচ্ছি। পরস্পরে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। এতদিন বিষয়টি নিয়ে চুপ ছিলাম। কিন্তু এটি আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। পরিবারের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সকল গুঞ্জনকে দূর করতে আমরা এই বিবৃতি দিচ্ছি। যারা আমাদের বন্ধু এবং ঘনিষ্ঠ সূত্র হয়ে আমাদের পক্ষে বিভিন্ন রকম কথা বলছেন তারা ভুল তথ্য দিচ্ছেন। তারা এতদিন আমাদের নিয়ে বিভিন্ন কুৎসা রটিয়েছেন কিন্তু আমরা এ বিষয়ে চুপ ছিলাম কারণ এটি আমাদের ব্যক্তিগত বিষয়। আমাদের একটি সন্তান রয়েছে এবং এর সঙ্গে আমাদের পরিবার জড়িত। আমরা এ বিষয়ে কোনো কথা বলছি না, এর মানে এই নয় যে আমরা কাউকে আজেবাজে গুঞ্জন ছড়ানোর অনুমতি দিয়েছি।’
মাস কয়েক আগে গুঞ্জন উঠেছিল, মালাইকা একজন ব্যবসায়ীর সঙ্গে ডেট করছেন এবং আরবাজের পরিবার মালাইকার জীবনযাপন ঠিক পছন্দ করছেন না। এদিকে সম্প্রতি এক প্রতিবেদনে জানা যায়, তাদের সন্তানের দেখভালের দায়িত্ব কার কাছে থাকবে এ সম্পর্কে জানতে মালাইকা একজন ডিভোর্স বিশেষজ্ঞ আইনজীবীর সঙ্গে দেখা করেছেন। তবে এ জুটি তাদের বিবৃতিতে জানিয়েছেন, তারা কোনো তৃতীয় ব্যক্তির কারণে আলাদা হচ্ছেন না। পাশাপাশি এও জানিয়েছেন, একে অপরের পরিবারকে অনেক শ্রদ্ধা করেন তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন