অবশেষে পাক-ভারত ইস্যুতে এবার মুখ খুললেন আফ্রিদি!

যুদ্ধাবস্থা দেখে এবার মুখ খুললেন পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদি। দুই দেশের কর্তাদেরকে যুদ্ধ থেকে নিবৃত থাকার অনুরোধ জানালেন তিনি। ভারতের উরির সেনা ছাউনিতে হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হয়। এতে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে।
ইতিমধ্যে লাইন অব কন্ট্রোল পেরিয়ে পাকিস্তানের এলাকায় গিয়ে ভারতীয় সেনারা আক্রমণ করেছে বলে ভারতের দাবি। এতে ২ পাকিস্তানি সেনা ও ৩০ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে ভারত দাবি করেছে। এতে যে কোনো মুহূর্তে পাকিস্তান পাল্টা হামলা করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে গতকাল শুক্রবার এক ট্যুইট করেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি।
তিনি ট্যুইটারে লেখেন, ‘পাকিস্তান শান্তিকামী রাষ্ট্র। যুদ্ধের কথা কেন উঠছে, যেখানে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। পাকিস্তান সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। যখন দুই প্রতিবেশী একে অপরের সঙ্গে লড়ে, তখন দুই ঘরই এতে প্রভাবিত হয়।’
সার্জিক্যাল স্ট্রাইকে পাক-অধিকৃত কাশ্মীরে প্রায় ৫০ জঙ্গি এবং ৭টি জঙ্গি ঘাটি ধ্বংস করেছে ভারতীয় সেনারা। এমন মুখের ওপর জবাব হয়তো আশা করেনি পাকিস্তান। তার ওপর সার্ক সম্মেলনে যোগ না দিতে চেয়ে একে একে সকল প্রতিবেশী দেশে সরে দাঁড়িয়েছে। সঙ্গে বালুচিস্তান আক্রমণ করে বসেছে ইরান। ঘরে-বাইরে প্রবল চাপের মধ্যে পাকিস্তান এক কথায় ‘এক ঘরে’ হয়ে গিয়েছে। সেই প্রসঙ্গেই ট্যুইট করেন আফ্রিদি।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন