অবশেষে ফাঁস হলো ক্যাটরিনা-রণবিরের বিচ্ছেদের কারণ তোলপাড় বলিউড!
সলমনকে ছেড়ে রণবীর কপূরের বাহুতে ধরা দিয়েছিলেন। মনে হচ্ছিল, ক্যাট ও রণবীরের সম্পর্ক বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াচ্ছেই। কিন্তু, সম্প্রতি দু’জনের বিচ্ছেদ আপাতত সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছে। রণবীর ফিরে গিয়েছেন তাঁর বাবা-মায়ের কাছে। আর ক্যাটরিনা ফিরে গিয়েছেন তাঁর পুরনো ঠিকানায়।
নানা জল্পনা চলছিল। কেউ বলছিলেন রণবীর কপূরের কৃষ্ণলীলায় বিরক্ত ছিলেন ক্যাটরিনা কাইফ। আবার বলিউডের একটা মহলের দাবি ছিল, সলমন খানের সঙ্গে ফের পুরনো প্রেম জেগে উঠেছে ক্যাট-এর। তাই বলিউডের দুই তারকার লিভ-ইন রিলেশনের সমাপ্তি। কিন্তু, আসল কারণটা কি কেউ জানেন? তাহলে শুনুন…
সলমন খানের ‘‘সুলতান’’ ছবির নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা। একবার নয় একাধিকবার। শেষমেশ ওই চরিত্রটি যায় অনুষ্কা শর্মার কাছে। ক্যাটরিনা ঘণিষ্ঠ মহলে বলেছিলেন, রণবীরের সঙ্গে ঘর করে তিনি সলমনের সঙ্গে ছবি করতে পারবেন না। এতে রণবীরের মধ্যে কোনও হীনমন্যতা তৈরি হতে পারে। তাই, প্রেমের সম্পর্ককে বাঁচাতে সলমনের প্রস্তাব ফিরিয়েছিলেন ক্যাট। কিন্তু গোলমাল বাঁধে যখন রণবীর তাঁর প্রাক্তন প্রেমিকা দীপিকা পাডুকোনের সঙ্গে ‘তমাশা’ ছবিটি করেন।
এই নিয়ে নাকি দু’জনের মধ্যে ব্যাপক ঝামেলা হয়।
ক্যাট রণবীরকে এ-ও বলেন, তিনি যদি সলমনের প্রস্তাব ফেরাতে পারেন, তা হলে দীপিকার সঙ্গে কেন সিনেমা করছেন রণবীর? শোনা যাচ্ছে, এতে ভয়ঙ্কর চটে যান রণবীর। যার প্রভাব পড়ে সম্পর্কে। যে কোনও পার্টি বা অনুষ্ঠানে ক্যাটকে ফেলেই রণবীর এর পর থেকে একা বাড়ি ফিরতে থাকেন। বিচ্ছেদ হয়ে যায় বলিউডের ‘দ্য মোস্ট হট কাপল’-এর। যদিও, ‘জগ্গা জাসুস’-এর শ্যুটিংয়ে এখন বিদেশে আছেন ক্যাটরিনা ও রণবীর।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন