অবসরের কথা জানালেন টাইগার সাকিব!

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সম্মান উজ্জ্বল করেছেন টাইগার সাবেক অধিনায়ক মিঃ অলরাউন্ডার সাকিব আল হাসান। ১০ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে গড়েছেন বহু রেকর্ড। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচেই গড়েছেন দেশের হয়ে তিন ফরমেটে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। সাম্প্রতি সাকিব জানিয়েছেন অবসরের কথা।
সাকিব বলেন, ‘ইচ্ছা আছে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত খেলা। যদি খেলার সুযোগ হয়, তাহলে লিখে দিতে পারেন ওই আসর থেকেই ক্রিকেটকে বিদায় জানাব। অত দূর যেতে হলে আমার ফিটনেস ও পারফরম্যান্স ধরে রাখতে হবে। ধরে রাখলে হবে না, উন্নতিও করতে হবে। ২০১৯ বিশ্বকাপেই বাংলাদেশের দারুণ সম্ভাবনা আছে। পরের চার বছরে দল আরও অনেক পরিণত হবে, দলের সবাই আরো অভিজ্ঞ হবে।’
২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ নিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের এই দল থেকে পরের বিশ্বকাপের আগে কেউ যদি অবসর নেয়ও, সেটা মাশরাফি ভাই ছাড়া আর কাউকে দেখি না। বাকিদেরও যদি ধরি, তাহলেও ৮-৯ জন থাকবে,যারা ২০০-২৫০ ম্যাচের অভিজ্ঞতা নিয়ে ইংল্যান্ডে যাবে। বিশ্বকাপের সবচেয়ে অভিজ্ঞ দল হবে হয়তো বাংলাদেশ। তাছাড়া ইংল্যান্ডের কন্ডিশন কিংবা পেস বোলিং নিয়ে আর চিন্তার কিছু আছে। এখন অন্যরা আমাদের নিয়ে টেনশন করবে!’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন